![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়া তুমি অশ্লীল হও
তোমার রুপের জাদু আমাকে দেখাও।
.
আমার আঙ্গিনাতে তুমি থাকছো যখন
মলিন পোশাকে থাকো খুব সাধারণ!
অথচ যখন তুমি যাচ্ছো বাজার
তোমার রুপের ঢেউ উছলে পড়ে!
.
জানিনা কিসের ভূত তোমার মাথায়
আমাতে হাকাও দাম; ফ্রি জনতায়!
সস্তা বাহবা পেতে হও মরিয়া
দামি ভালোবাসা করো থোরাই কেয়ার!
.
হওয়ার তো কথা ছিলো ঠিক বিপরীত
যে ভাবে ঝিনুকে থাকে মুক্তার সুখ।
যে ভাবে লজ্জাবতী নিজেকে মেলে
অযাচিত ছোঁয়াতে যায় গুটিয়ে।
.
প্রিয় তুমি অশ্লীল হও
তোমার রুপের আগুনে শুধু আমাকে পোড়াও।
(ছবি গুগল থেকে সংগৃহীত)
২২ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৩
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন:
ধন্যবাদ।
২| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৬
কাইকর বলেছেন: সুন্দর কবিতা
৩| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৮
নাহিদ০৯ বলেছেন: “অপ্সরী দিয়ে কি হবে!
যদি না হয় অস্পর্শা?
রূপ দিয়ে তার চোখ ভরে,
মনের কথা বুঝাবি কারে?”
- কপি/পেস্ট
৪| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০০
এ.এস বাশার বলেছেন: বাজার স্থলে বাজারে হবে সম্ভ্যবত...... কবিতা ভালো হয়েছে.....
৫| ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
ধন্যবাদ।
ভালো থাকুন।
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪২
আরোগ্য বলেছেন: লাইক দিলাম।
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: এই দুনিয়া
মায়ার জালে বান্ধা
নাকি ধান্ধা
মোরা সব আন্ধা