![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে এ সভ্যতায় সবাই একা!
লক্ষ লোকের ভীড়ের স্রোতে দেখছো যাদের ব্যাস্ত ভীষন
সবাই পোষে শূন্যতাকে;
খুব গোপনে সবাই একা!
দারুণ সুরে মাতিয়ে রাখা, রাজনীতিতে প্রখর তরুণ
খ্যাতির ভীড়ে নিজের মাঝে খুব যে একা!
মিষ্টি হাসির যেই মেয়েটা খুন করেছে হাজার হৃদয়
খুব গোপনে সেই মেয়েটা একলা কাঁদে!
.
এই শহরে এ সভ্যতায় কেউ ভালো নেই!
খাচার মাঝে বন্দী টিয়া
আকাশ নীলে মুক্ত পাখি
কেউ ভালো নেই এই শহরের
কেউ সুখে নেই!
পার্কে বসা প্রেমিক যুগল
রাজপ্রাসাদের সব আয়োজন
নেই ভালো নেই।
২| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৩৮
মাহমুদ আল ইমরোজ বলেছেন: চরম সত্য কথা....
৩| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১২
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
৪| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১২
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
৫| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৩
বিজন রয় বলেছেন: জীবন শুরু হয় একায়, শেষও হয় একায়।
++++
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৪
আরোগ্য বলেছেন: ইহা কঠিন সত্য।