| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাজমুল৪৮৫৭
আওয়াজ দিতে চাই!!! আমি সত্য অন্বেসী। সত্য বলতে দ্বিধা করি না। সত্যের জন্য লড়াই করি।এতে কারো এলার্জি হইলে আমার কিছু করার নাই।
ললনা তোমার কোমল হাতের আলতো পরশ আজও অনুভব করি।
তোমার চোখের কোনে অংকিত বক্র কাজল রেখা আজও হৃদয়ে দাগ অংকিত করে।
তোমার ব্যাকুল চাহনির কথা মনে হলে নিজের অজান্তে পরিভ্রমণ করি কাল্পনিক রূপকথার রাজ্যে।
সেই রাজ্যের আমি একমাত্র অধিপতি আর তুমি অধিকারিণী ।।।।
তোমাকে নিয়ে সুখের ঘর বাধব বলে বুকে জমিয়েছিলাম হাজার স্বপ্ন ।
হঠাৎ এক ধমকা হাওয়া তছনছ করে দিল সব কিছু !!!
এক মুহূর্তে সব কেন যেন ভীষণ অপরিচিত মনে হচ্ছিল ।
নিজের কাছে সবচেয়ে প্রিয় হয়ে থাকা মুখগুলোও কেন যেন বিভীষণ মনে হচ্ছিল ।
অনেক মৌন যুদ্ধের অবসান ঘটিয়ে নিজেকে সামলিয়ে নিয়েছিলাম কিন্তু বালুচরে যতই ঘর বাধিনা কেন বালু কণা তো বাতাসে উড়বেই!!
জীবনের অন্তিম ক্ষণে এসে বার বার তোমার অনুভূতি গুলো মনে শিহরন জেগে তুলছে ।
আমার মাঝে ঘুমিয়ে থাকা অন্য আমি আবার যেন জাগ্রত হচ্ছে!!!!!
ভালবাসার প্রতিটা অনুভূতি হইত এমনি !!!!
যা শত শত মাইল দূরে থাকা প্রেমিক প্রেমিকার মনে শিহরন জাগিয়ে তোলে!!!!
ললনা তোমায় আজও আমি ভাবি,
আজও ভেসে ভেসে যাই, ধুলোমেঘের ধার ঘেঁষে,
মনের অন্তরালে মেঘের কণার লুকিয়ে রাখা ভালবাসাগুলো খুঁজব বলে।।
তোমায় হারিয়েছি ফেলেছি অনেক আগেই !!!
তোমার স্মৃতিগুলো আজও ভর করে, আজও ভাবিয়ে তোলে ।।।।।
মাঝে মাঝে হারিয়ে ফেলি নিজেকে ।
আবার হারানো আমিকে খুঁজে পাই জীর্ণকার রূপে আমার মাঝে।
হইত হারানো আমি কে পূর্ণভাবে ফিরে পেতে একটু কষ্ট হবে!!
হইত কষ্টের অনলে পুড়তে হবে মনের প্রকোষ্ঠ!!!!!
কিন্তু তাতে কি !!!!!!!!
তবুও ভাল থাক ভালবাসা!!!
©somewhere in net ltd.