নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাজমুল হাসান তারেক

ব্লগ সাম্রাজ্যে বিচরণ করতে চাই।

নাজমুল হাসান তারেক › বিস্তারিত পোস্টঃ

স্কুল বন্ধু ও ক্রিকেট টিম

১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

স্কুলে আমাদের ব্যাচের ক্রিকেট দলটির কথা কার কার মনে আছে? একটি পরিপূর্ণ ক্রিকেট দল। আসাধারণ Team Combinition এবং দারুন Unity. বিভিন্ন এলাকার যারা দুর্দান্ত খেলোয়ার হিসেবে পরিচিত ছিল ঘটনাক্রমে তারা সবাই আমাদের ব্যাচে ছিল। উদ্ভোধনী ব্যাটসম্যান হিসেবে পায়েল ও কামরুজ্জামানের জুড়ি মেলা ভার। পায়েল ছিল মুলত মারকুটে ব্যাটসম্যান। ওর কাছে সবই সম্ভব। ওফ সাইডে ছক্কা হাঁকানো, ছয় বলে ছয়টি ছয় এসবই ছিল ওর কান্ড। কামরুজ্জামান একজন classical ব্যাটসম্যান। একটা পাশ আগলে রাখত, বলে বলে রান করে রানের চাকা সচল রাখত। তাই বলে বাজে বলকে কখনই ছাড় দিত না। উদ্ভোধনী ব্যাটসম্যান হিসেবে দক্ষতায় কোন অংশে কম ছিল না সাইদ। স্ট্রেইটের লম্বা বাউন্ডারিতে ছক্কা হাঁকাতে বেশ পটু। এদের মধ্যে পায়েল ও সাইদ কিন্তু ভাল বলারও বটে। মিডেল ওর্ডার সামাল দেয়ার দ্বায়িত্ব ছিল Talent Allrounder অভি, তাজু, বাহাতি বলার-ডানহাতি ব্যাটসম্যান ইমন, বাবু (আম্বিয়া), বাতিন, উইকেট কিপার ব্যাটসম্যান সাখাওয়াত এবং রিপনের কাঁধে। শেষের দিকে সামাল দিত Allrounder পলাশ, শাহীন। Tail Ender হিসেবে ছিলাম আমি ও রাশেদ। ব্যাটিং ও বোলিং এ মোটামুটি। মাঝে মাঝে নাইট ওয়াচম্যান হিসেবে উদ্ভোধনী ব্যাটিং বা বোলিং এ আমাদের দেখা যেত। কিছু বৈশিষ্ট্য না বললেই নয়। শাহীন সবসময় আমাদের দল অধিনায়ক এবং সেই লম্বা রানাআপ নিয়ে উদ্ভোধনী বোলার। তাছাড়া অন্তিম মূহুর্তে পেপার ওয়ার্ক করে দলকে যেতাতে সে ছিল অতুলনীয়। পলাশ ছিল উচুঁ মাপের খেলোয়ার ব্যা্টিং-বোলিং এ সে জাতীয় দলে খেলার যোগ্যতা রাখে। তাজুর বোলিং এ তার হাতের প্যাঁচ ব্যাটসম্যানদের বুঝতে দফা ঠান্ডা হবার অবস্থা হতো। সাখাওয়াত ও রিপনের দুর্দান্ত কিপিং ও ব্যাটিং ছিল সবাইকে মুগ্ধ করার মত। ইমন বোলিং করার সময় লম্বা রানআপ নিত কিন্তু বোলিং ট্র্যাকে এসে থেমে দাঁড়িয়ে গিয়ে বল ডেলিভারি দিত। ছক্কা হাঁকিয়ে বল স্কুলের ছাদে উঠাতে ওস্তাদ ছিল বাবু। এছাড়াও যাদের কথা না বললেই নয় তারা হল- সাবের, সাইদুর, বাপ্পি। যারা প্রায়ই দলে স্থান পেত এবং দলের প্রয়োজনে জ্বলে উঠত। যারা যে এলাকার দুর্দান্ত খেলোয়ার ছিল-

ফুলবাগান এলাকা- পায়েল, ইমন, পলাশ, তাজু, সাখাওয়াত, রিপন

ব্রিক ফিল্ড- সাইদ

চৌধুরীছড়া- সাইদুর, সাবের

বাংলাকলোনী- বাপ্পি

ইদগাহ, বড় মাঠ, সি-ব্লক- শাহীন, কামরুজ্জামান, বাবু, অভি, বাতিন

এটা আমার observation, আপনি আপনার observation দিন। ভুল হলে ঠিক করে দিন। ভুলে কারো নাম বাদ পরে থাকলে ক্ষমা করে যোগ করুন। প্রয়োজনে নতুন না-বলা কিছু যোগ করুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.