নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাজমুল হাসান তারেক

ব্লগ সাম্রাজ্যে বিচরণ করতে চাই।

নাজমুল হাসান তারেক › বিস্তারিত পোস্টঃ

নাম তার "বিশ্ব ভালবাসা দিবস"

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

বিশ্ব ভালবাসা দিবসের কথা ভুলেই গিয়েছিলাম। প্রকৃতির নিয়মে বছর ঘুরে বছর আসে। সাথে আসে নানা দিবসও। কিছু মনে থাকে কিছু থাকে ভুলের খাতায়। ফেইসবুকে পক্ষে-বিপক্ষে অনেক স্ট্যাটাস দেখে নিশ্চিত হলাম। যেমন একজন স্ট্যাটাস দিলেন,

“যে আমারে দেখিবারে পায়

অসীম ক্ষমায়

ভালো মন্দ মিলায়ে সকলি....

(ন্যাকামি দিবসের গুষ্টি কিলাই)”

রাত ১২:১০ এ মুঠফোনে একটা ক্ষুদে বার্তা এল। আমার একজন শুভাকাঙ্খী। আরো নিশ্চিত হলাম দিনটি সম্পর্কে। যদিও মনে করতে পারছি না যে, ক্ষুদে বার্তাটা রাতে দেখেছিলাম নাকি পরদিন সকালে। যা পাঠালেন,

“I M A NIGHTANGLE”

Standing On

Ur Window..

Guarding The

Moonlight

With My Wings..

Waiting 4 U Just I

Want 2 Say…

“HAPPY VALENTINE’S DAY”

এ কোন পরী আমার জীবনে বুঝলাম না। পরদিন সকালে অফিস যেতে রাস্তার পাশে নবসৃষ্ট ভ্রাম্যমান ফুলের দোকান, যেখানে গোলাপসহ বিভিন্ন ফুলের পসরা, উচ্চ শব্দে হিন্দি, ইংরেজি গান বাজছে সাথে আশ-পাশ কাঁপছে দেখে দিনটির কথা পুনরায় স্মরণে এলো। সকাল পার হল, পার হল দুপুরও। একমাত্র ক্ষুদে বার্তাটিরও জবাব দেইনি। সারাদিনের কর্ম ব্যস্ততা শেষে লোকাল বাসে বাসায় ফিরছি। হঠাৎ ভাবলাম, ক্ষুদে বার্তাটার জবাব দেই। আবার চিন্তায় পরে গেলাম, এত পরে প্রতি উত্তর দিলে সে জানতে চাইলে কি বলব। প্রায় তখন বিকেল ৪ টা। মনের ভেতর একটা সমাধান প্রস্তুত করে ক্ষুদে বার্তা লিখতে শুরু করে দিলাম,

It’s a day & it’s not a night at all that’s why I waited for the day to come & to wish u.

“HAPPY VALENTINE’S DAY”

অপর প্রান্ত থেকে উনি আবার ক্ষুদে বার্তা লিখলেন,

“day ki bikel 4 tay start hoy”

মহা ঝামেলায় পরে গেলাম। কি আর করা আবার প্রতি উত্তর দিলাম,

“ji, day bikel 4 tay start hoy”

ভাগ্যিস আর কোন উত্তর এলো না। আমার শুভাকাঙ্খী, জানালার ধারে পরী হয়ে এসে যিনি ‘শুভ ভালবাসা দিবস’ জানিয়ে ছিলেন বোধহয় রাগই করলেন। আমিও আর আগালাম না। কে ওনাকে বোঝাতে যাবে যে আমার দিন সত্যিই বিকেল ৪ টায় শুরু হয়েছে। সারাদিন পরে কার এত রাগ-অভিমান খেলা ভাল লাগে।

এ দিবস নিয়ে রয়েছে নানা মুনির নানা মত। এ দিবসের আছে পক্ষ দল, আছে বিপক্ষ দল। কারো কারো আছে পক্ষে/বিপক্ষে অকাঠ্য যুক্তি। দিবসটির কালচার নিয়েও রয়েছে মত, পথ আর উদযাপনের পার্থক্য।

তবে এই দিনটিকে বিশেষ দিন হিসেবে পালন করতে গিয়ে বিকৃত, নোংড়া মন মানসিকতা নিয়ে অসভ্য উপস্থাপনা, বেহায়াপনা আচরণ কখনই কাম্য নয়।

এসকল মত, পথ আর যুক্তির ঝামেলায় জড়িয়ে কোন নির্দিষ্ট পক্ষে না গিয়ে বরং মধ্য পন্থা অব্লম্বনই শ্রেয়। কখনও পক্ষের সাথে কখনও বিপক্ষের সাথে হাত, মাথা নাড়ানো। কেননা কথায় আছে, মধ্যপন্থাই সর্বোত্তম পন্থা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.