নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাজমুল হাসান তারেক

ব্লগ সাম্রাজ্যে বিচরণ করতে চাই।

নাজমুল হাসান তারেক › বিস্তারিত পোস্টঃ

এক শ্রেণীর হুজুগে বাঙ্গালী

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৬

হুজুগে বাঙ্গালীদের অনেক রকম প্রকারভেদ হয়। এরা সবাই ক্ষতিকর এমনটি নয়। এদের একটা ভাল শ্রেনী হল আমাদের কিছু কিছু প্রবাসী বন্ধু বা স্বজনরা। যারা সুদূর প্রবাস থেকে আন্দোলন দেখছেন। খুব কাছের এক বন্ধু আমায় লিখল, হুজুগে বাঙ্গালীরাই নাকি দেশ স্বাধীন করেছে। তাকে সাপোর্ট দিল আরেক প্রবাসী বন্ধু। যাদিও সমালোচনা করে জবাব দিয়েছি এরপরও এটা বিশ্বাস করি আমাদের বন্ধুত্বের দৃঢ়তা অনেক বেশী শক্তশালী সেখানে তীব্র সমালোচনাও কোন ব্যাপার না।

আসলে প্রবাস থেকে আন্দোলন সম্পর্কে জানা, দেখা, বোঝার সাথে বাস্তবতার বেশ ব্যবধান রয়েছে। তারা যে বিষয়গুলো জানছে তা সাজিয়ে অথবা না সাজিয়ে, আলোচনা অথবা সমালোচনা করে বিভিন্ন উৎস হতে বিভিন্ন ভাবে উপস্থাপিত হচ্ছে। যার সাথে সরাসরি শাহবাগে উপস্থিত হয়ে আন্দোলন করার সাথে অমিল রয়েছে। এখানে আরো অনেক আনুসঙ্গিক বিষয়াবলী এবং বৈশিষ্ট্য জড়িত। এমনকি শাহবাগের সাথে জামালখানের আন্দোলনের মৌলিক মিল থাকলেও শাহবাগের আন্দোলন আনুসঙ্গিক ও বৈশিষ্ট্যগত দিক থেকে অনেক বেশী সমৃদ্ধ। যার সাথে যুক্ত হয়েছে দেশের বর্তমান পরিস্থিতির প্রভাব। নিঃসন্দেহে যে স্ব-শরীরে প্রজন্ম চত্বরে গিয়ে সংহতি প্রকাশ করেছে, স্লোগান দিয়েছে, গণ-স্বাক্ষরে অংশ নিয়েছে, পোস্টার লিখেছে, প্রতিকী ফাঁসির মঞ্চ বানিয়েছে তার সাথে একজন প্রবাসীর প্রবাসে থেকে জানা, দেখা, বোঝার পার্থক্য হওয়াটা স্বাভাবিক।

স্বাভাবিক ভাবে যারা প্রবাসী দেশের প্রতি তাদের দরদ আমাদের তুলনায় বেশী। তাই বলে আমাদেরও কম নয়। সুদূর প্রবাসে থেকে তারা দেশকে খুব মিস করে। অনেকে আত্মীয়-স্বজন, দেশের মায়া থেকে লম্বা সময়ের জন্য অনেক দূরে। তাই দেশের প্রতি মমত্ববোধের আবেগটাও অনেক বেশী। তারা প্রবাসে বসে অনেক কিছুই সহজে ভাবতে পারে, বলতে পারে, সফল করার দাবী জানাতে পারে। অথচ দেশে আমাদের যে কোন কাজে সাবধানে পা ফেলে আগাতে হয়। তাদের কথা হল কেন হবে না। তারাও এক রকম ঠিক। এমন হুজুগে হওয়াতে আমি দোষের কিছু দেখি না। তারাই বরং আমাদের আন্দোলনের প্রেরণা।

তারা যে প্রবাসে থেকে আমাদের সাথে আছে এটাও বা কম কি। আবার এমন লোকও পেয়েছি শিক্ষিত কিন্তু অসচেতন লোক যারা কিনা জানেই না এতদিন শাহবাগে কি হচ্ছে? নিজের পৃথিবীটুকু নিয়েই সুখে আছেন। নাই বা জানলো পরেরটা। এদের চেয়ে প্রবাসীরা অনেক ভাল।

(আমার দর্শন সবার ভাল না লাগাটাই স্বাভাবিক)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯

হাঁড় = ঘাঁড় বলেছেন: কথা মাত্র একটাই,
হুজুগে বাঙালী হিসাব না কইরা যুদ্দে নামছে, ঝাটায়া পাকি বিদায় করসে। এইবারও করব।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫

মদন বলেছেন: এই হুজুগে(?) ফলাফল যাই আসুক, কিন্তু ২ টি লাভ হয়েছে-
১. রাজনীতির বাইরে গনজাগরন সৃষ্টি হয়েছে
২. রাজনৈতিক দলের প্রতি জনগনের আস্থাহীনতা প্রকটভাবে প্রকাশ পেয়েছে

ইতিহাসের শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহন করে না :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.