| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে বাসায় ফিরব বলে বাসের অপেক্ষা করছি। এই স্টেডিয়ামটাকে কেউ বলে মুগদা স্টেডিয়াম, কেউ বলে কমলাপুর স্টেডিয়াম আবার কেউ বলে মানিকনগর স্টেডিয়াম। যাই হোক এটা একটা স্টেডিয়াম।
রাস্তার পাশে দাঁড়ানো এক রিক্সাওয়ালা আমাকে জিজ্ঞেস করল, “কই যাইবেন ভাই?”। যদিও বাসের জন্য অপেক্ষা করছিলাম তবুও যেচে জিজ্ঞেস করাতে মনের অজান্তেই উত্তরে বললাম, “যাত্রাবাড়ি”। রিক্সাওয়ালা বলল, “আহেন”। আমি বললাম, “ভাড়া কত?”। সে বলল, “৩৫ টেহা”। আমি বললাম, “৩০ টাকা”। সে রাজি হয়ে গেল। রিক্সায় উঠে বসলাম।
রিক্সায় উঠেই ভাবলাম, কি ব্যাপার এখান থেকে তো রিক্সাওয়ালারা ৪০ টাকার কমে যেতে চায় না অথচ সে চাইলই ৩৫ টাকা। আবার ৩০ টাকা বলাতে রাজিও হয়ে গেল।
আমি তাকে জিজ্ঞেস করলাম, “আপনার গ্যারেজ কই?”। সে উত্তরে বলল, “ধলপুর”। আমি বুঝলাম তার গন্তব্য এই দিকে অর্থাৎ গ্যারেজ এই দিকেই এবং সে নিশ্চই আজ আর ভাড়া মারবে না তাই যেতে রাজি হয়েছে।
ধলপুর পৌছতেই সে বড় একটা রিক্সা গ্যারেজে রিক্সাটা ঢুকিয়ে দিল। আমি একটু অবাক হয়ে ভয়ও পেলাম বৈকি। সে রিক্সাটা যায়গা মত রেখে আমাকে বলল, “চলেন ভাই বাইরে গিয়া একটা রিক্সা লই”। আমি আরোও অবাক হলাম।
যে পথটুকু সে এসেছে তার ভাড়া হবে আনুমানিক ১৫/২০ টাকা। গ্যারেজ থেকে বের হয়ে সেই ১৫ টাকায় বাকি পথটুকু যেতে রিক্সা ঠিক করল। আমি রিক্সায় চেপে বসলাম। সেও আমার পাশে চেপে বসল।
বুঝতে পারলাম তার বাসাও ওইদিকে। সে আমাকে বলল, “আপনে যে ৩০ টেহা আমার ভাড়া দিবেন তা থেইক্কা ১৫ টেহা এই বেডারে দিমু আর আমার ১৫ টেহা থাকব”।
আমি অবাক হয়ে বুদ্ধু হয়ে গেলাম। মনের অজান্তেই কিছু সময়ের জন্য হা হয়ে গেলাম। যখন হুশ ফিরল তখন অনেকটা পথ এগিয়ে এসেছি। আমি তাকে জিজ্ঞেস করলাম, “ভাই আপনার বাড়ি কই”। সে উত্তরে বলল, “কার আমার বাড়ি? আমার বাড়ি ময়মনসিংহ”।
মনে মনে হাসছিলাম আর ভাবছিলাম, হায়রে দেশ বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুরের পর এখন কি ময়মনসিংহের লোক চালাক হইতে শুরু করল নাকি।
২|
১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪১
নানাভাই বলেছেন: চালাক কি খালি আপনে একাই?
নিজেরে যে চালাক মনে করে, সে হইলো বড় ভুদাই।
তার প্রমান আপনে নিজেই!!
৩|
১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৬
নাজমুল হাসান তারেক বলেছেন: অনুগ্রহপূর্বক BNCC'র দলভুক্ত হলে কেউ মনে কষ্ট নেবেন না। পাম মারা মন্তব্যের বাজারে আপনাদের (বাল্লুক আকবর ও নালাভাই) মন্তব্য রৌপ্যতুল্য। ![]()
৪|
১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৩২
ভিটামিন সি বলেছেন: খাইয়ালবাম কইলাম। এক্কেবারে কাঁচা খাইয়ালবাম। আমার মমিশিংরে নিয়ে কটু কথা কয়।
উইকিপিডিয়াতে ময়মনসিংহ/বৃহত্তর ময়মনসিংহের ইতিহাস পড়ুন। পুরোটা পড়বেন, তারপর দেখেন ময়মনসিংহ কি জিনিস। বাংলাদেশের মধ্যে কলেজের শহর বলা হয় ময়মনসিংহকে। ভার্সিটি কয়টা দয়া করে গুনে নিন। ভারতীয় উপমহাদেশে ক্রিকেটেন প্রচলন করেন ময়মনসিংহবাসী (কিশোরগঞ্জের) সত্যজিৎ রায়ের দাদারা (৭ ভাই)। দেশের বর্তমান লেখক সমাজ ময়মনসিংহের লেখকদের দ্বারাই গঠিত। (হু. আহমেদ, জাফর ইকবাল, নির্মলেন্দু গুন, হেলাল হাফিজ, তসলিমা নাসরিন........) শিল্পাচার্য জয়নুল আবেদীন ময়মনসিংহের লোক এটা নিশ্চয়ই জানেন? বলিউড তারকা রানী আর বিপাশার পিতামহ/প্রপিতামহের আদি নিবাস কিন্তু ময়মনসিংহ। আর কমু না, পরে আপনার পাতলা পায়খানা হউব। ময়মনসিংহরে কটাক্ষ কইরা আর একটা কটু কথা কইছু্ইন তো মরছুইন। একদম কোবায়ালাইয়াম।
মাইন্ড খায়েন না, হুম। মজা করলাম।
৫|
১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৩
হেডস্যার বলেছেন:
অসম্ভব ভালো লিখেছেন। এক কথায় অনবদ্য।
আপনার বাড়ী কোন জেলায়??
৬|
১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪০
আরজু পনি বলেছেন:
আগে আছিলাম বুকা অহন আপনের পোস্ট পইড়া জানলাম মুমিনসিংগের মানুষরা্ও চালাক হইতাছে !
নিজেরে চালাক চালাক লাগতাছে ...
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:২১
ভাল্লুক আকবর বলেছেন: কটূক্তি করে চালাক বললেন ব্যাপারটা ভাল লাগল না। ময়মনসিংহের লোকরা চালাক হইতে পারবে না এমন কোন কথা আছে নাকি?