| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের পথ চলা আমি দেখেছি ,শত শত বছর ধরে চলে আসা বাংলাদেশী সংস্কৃতির সাথে মিশে সব ধরনের মানুষের সাথে বন্ধন তৈরী করতে ,একটি শান্ত ,সুশৃঙ্খল , অসাম্প্রদায়িক ধর্ম হিসাবে মিশে আছে বাংলা দেশের সব প্রান্তে ।ফাদার বেনজামি ডা কস্তাকে আমি দেখেছি , যার অবদান অনসিকার্য শিক্ষা ,সংকৃতি , অর্থনীতি , সমাজনীতিতে ।নটরডেম কলেজ একটি আদর্শ শিক্ষা প্রতিষ্টান হিসেবে দীর্ঘ দিন ধরে সেবা দিয়ে আসছে ।বাংলাদেশের আরো অনেক নামকরা স্কোল কলেজ আছে যারা নিরলস ভাবে কাজ কাজ করে যাচ্ছে ।এই সব প্রতিষ্ঠানে নেই কোনো দলবাজি ,ঘোষ , চাদাবাজি , অশিক্ষা , কুশিক্ষা যা আছে তা হলো সচ্ছতা , শিক্ষার সেরা মান আর একটি অসম্প্রদায়িক আদর্শ ।যার ফলে কোনো বেপারে এসব প্রতিষ্ঠানের বিরোদ্ধে কোনো অবিযোগ নেই ।
ঠিক একই অবস্থা বৃটেনের মুসলিমদের নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের ।সব জায়গায়ই সেরা মান বজায়ে রেখে সেবা দিয়ে যাচ্ছে সকল কমনিটির মানুষদের ।বৃটিনের অর্থনীতি , রাজনীতি ,সমাজনীতি সহ রাষ্টের সব জায়গায় সমান ভাবে অবদান রেখে যাচ্ছে মুসলিম কমিনিটির লোকজন ।বিশ্বের প্রায় সব উন্নত দেশে বসবাসরত মসলমানগণ নিজেদের ধর্মীয় অনুশ্বাসন রক্ষাকরেই সমান তালে এগিয়ে যাচ্ছে সুন্দর আগামীর দিকে ।
কিন্তু বাংলাদেশ আর পাকিস্তানের কথা চিন্তা করলে গা শিওরে উঠে ।যেখানে মুসুলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমানরা ।নিজ দেশে অত্যাচার , অবিচার আর জুলুমের শিকার , একে অন্যকে বুমামের হত্যা করে বলছে জিহাদ ।
আমি মোহাম্মদের জীবনী স্টাডি করে দেখেছি কিভাবে তিনি শান্তির বাণী প্রচার করেছেন ।আজকের বাংলাদেশ পাকিস্তান সহ অন্যন্য মুসলিম দেশের মানুষের ইসলামের সাথে প্রকিত ইসলামের মিল খুঁজে পাই না , আমি এই মহা মানবকে সম্মান করি বলেই তার বেপারে আমার আগ্রহ অনেক বেশি ।ধর্ম ও বিশ্বাস মানুষকে মহৎ করে তুলে ।
আসুন আমরা নিজ নিজ সম্প্রদায় ও ধর্মের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরী করে একটি সুন্দর পৃথিবী গঠন করি ।
২|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৮
পথিকের ডায়েরীর পাতা বলেছেন: মতলব কি?
দক্ষিণ সুদানের মত কোন চিন্তা করে থাকলে ওটা ভুলে যেতে বলেন।
ভিতরে ভিতরে খ্রীস্টান মিশনারীরা কি করে তা আমাদের ভালোই জানা আছে।
সম্প্রতি ইউ এস রাস্ট্রদূত সারা বাংলাদেশের বিভিন্ন জেলা ঘুরছে কি জন্য তাও জানি?
পার্বত্য চট্টগ্রাম নিয়ে কথিত খ্রীস্টানদের চক্রান্ত দুধের শিশু ও জানে।
ব্যতিক্রম কিছু করার চেষ্টা করলে রাজাকারদের মত পিঠের চামড়া তুলে ফেলবে বাঙালী।
তাই সাবধান।।
৩|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩
রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: আসুন আমরা নিজ নিজ সম্প্রদায় ও ধর্মের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরী করে একটি সুন্দর পৃথিবী গঠন করি । ভাল লাগল । ফেসবুক : [email protected]
৪|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪
গনি নাজমুল বলেছেন: I know Islam is only on religion who is increasing day by day in the western world.
৫|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৯
সিবাক বলেছেন: দ্বীন ইসলাম - কোন বিশ্বাস নয়, বরং এটা সত্য, যার ওপর আমরা সম্মতি দিয়ে যাই
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি একজন এমপিকে সম্বোধন করেন মাননীয় লিখে!
একজন মন্ত্রীকে সম্বোধন করেন মাননীয় লিখে!
একজন বসকে সম্বোধন করেন শ্রদ্ধেয় লিখে...
আর একজন মহামানব যিনি বিশ্বাস এবং আবেগের উধ্র্ধে ১০০ জনের বিশ্ব তালিকায় কষ্টি পাথরে পরিক্ষীত একজন - সেই মোহাম্মদ সা: এর নাম কোন সম্মান বিনয় ছাড়াই অবলীলায় লিখে গেলেন!!!!!!!!!!!
বিনয় এবং সভ্যতার প্রথম পাঠটা নিজের থেকে শুরু করতে হয়।
তখন আর অন্যের গুনে গুনি হতে হয়না।