নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

ভবিষ্যৎ হবু শ্বশুড় ও হবু জামাইয়ের মধ্যে কথোপকথন।

১৯ শে মে, ২০১৩ রাত ১২:২৮



২০১৩ সালে আইসা যা মনে হইল অদূর ভবিষ্যতে এইরকম হতে পারে ।



হবু শ্বশুড় আর হবু জামাইয়ের মধ্যে কথোপকথন -

হবু শ্বশুড়ঃ চান্দের দেশে তোমার প্লট আছে ?

হবু জামাইঃ জি না , নাই ।

হবু শ্বশুড়ঃ( মনে মনে ) পোলাতো দেখি পুরাই ব্যাকডেটেড । কি কয় চান্দের দেশে একটা প্লট বুকিং ও দিতে পারে নাই । আবার আইছে আমার মেয়েরে বিয়ে করতে ! ! !

হবু শ্বশুড়ঃ রকেটে কোনদিন কাজ করছো ?

হবু জামাইঃ জি না , করি নাই ।

হবু শ্বশুড়ঃ হায় হায় !! এটাও মাইনাস । রকেটে ওঠার টিকেট আছে ?

হবু জামাইঃ না , নাই ।

হবু শ্বশুড়ঃ তাইলে আমার মেয়ের জন্যে তুমি না (সরাসরি) । যদি চান্দের দেশে একটা প্লট

বুকিং দিতা তাইলে না হয় কনসিডার করতাম । তোমারতো আবাসভূমি পৃথিবী হবে। আমার মেয়ের আবাসভূমি চান্দে হইতে হইবো ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৩ রাত ১:০৭

গোবর গণেশ বলেছেন: ভাই,
অভিজ্ঞতার ঝুড়ির তলা ফাইটা কয়েকটা লাইন পইড়া গেলো মনে হয়।

২| ১৯ শে মে, ২০১৩ রাত ১:১৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ইহা মনে হওয়ার কারণ কি ভাই ? ভবিষ্যতের বাংলা সিনেমার ডায়ালগ এই রকম হইতে পারে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.