![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
কিছু আগুন প্রেমের নির্যাস - ভালোবাসার জ্বর,
রাতের শেষ ট্রেনের ধুমায়িত ধোঁয়ার আবেগের গল্প ।
কিছু আগুন নক্ষত্র হতে পারেনি ,খসেও যেতে পারেনি ,
ভোরের সূর্যের আলোর আগুন হয়েই বেঁচে থাকবে ।
তারা গল্প বলবেনা , গল্প হবেনা
পুড়তে থাকবে !!
কিছু মানুষ দূর থেকেই ভালোবাসা দেখে,
দূর থেকে অন্যের ভালোবাসা দেখে হাসে ,
তাদের মাঝে ভালোবাসার সংজ্ঞা অন্যরকম এক অধ্যায় ,
যেখানে তাদের প্রবেশ নেই
কিংবা প্রবেশ করতে নেই ।
তারা চারপাশটায় ভালোবাসা হন্যে হয়ে খোঁজে ,
তাদের ভালোবাসা অন্যরকম এক বিষয়,
এক কল্পনার স্রোতের নাম ।
যেখানে প্রতিনিয়ত ছুটে যেতে চায় তারা ,
কিন্তু সেখানে কেউ তাদের জন্যে অপেক্ষায় থাকেনা ,
অপেক্ষা করতে চায়না ।
অপেক্ষা নামক শব্দটা
শুধুমাত্র কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্যে বরাদ্ধ থাকে,
সেই মানুষগুলোর কাছে ভালোবাসার আরেক নাম আছে ।
শুন্যতা !!!
ছবি- ইন্টারনেট
২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা সেলিম ভাই
ভালো থাকবেন
২| ১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৪
সুমন কর বলেছেন: ১ম ভালো লাগা।
২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা সুমন ভাই
ভালো থাকবেন
৩| ১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: দ্বিতীয় ভালো লাগা।
দারুন।
২০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা দিশেহারা রাজপুত্র ভাই
ভালো থাকবেন
৪| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ২:৩৪
জেন রসি বলেছেন: অপেক্ষা নামক শব্দটা
শুধুমাত্র কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্যে বরাদ্ধ থাকে,
সেই মানুষগুলোর কাছে ভালোবাসার আরেক নাম আছে ।
শুন্যতা !!!
ভালো লেগেছে কবি
২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
ভালো থাকবেন
৫| ২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৫
রিকি বলেছেন: পঞ্চম ভালো লাগা
২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:০২
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
ভালো থাকবেন
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০০
সেলিম আনোয়ার বলেছেন: Nice