![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হেটে হেটে পথ ছেড়ে কত পথ ধরেছি। আর পেছনে তাকিয়ে দেখি কত শত ভূল যে করেছি।
আমি এই বছরই ডিপ্লোমা পাশ করেছি । জীবনের প্রথম একটি চাকরীর জন্য দরখাস্ত করেছি তাও আবার পিএসসির অধীনে জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/কম্পিউটার) । কিন্তু এর জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে বা কি কি পড়তে হবে তাও জানি না । তাই আপনাদের সরনাপন্ন হলাম । আশা করি আপনাদের কাছ থেকে উপকৃত হব । যারা এই বিষয়ে কিঞ্চিৎ হলেও জানেন তারা অবশ্যই মন্তব্য করে জানাবেন এই আশাবাদ ব্যক্ত করি । আমি যতদূর জানতে পেড়েছি পরীক্ষা হবে বাংলা, ইংরেজী, সাধারন জ্ঞান এবং ডিপার্টমেন্টাল সাবজেক্ট থেকে । আর তাই আপনাদের কাছ থেকে এই বিষয়গুলোর জন্য সর্ট সাজেশন আশা করছি ।
২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
আদরের সন্তান বলেছেন: ভাই/আপা কি করুম কন সময় কম ভাল ভাবে প্রস্তুতি নেওয়ার । পরীক্ষায় পেতে হবে সর্বোচ্চ নম্বর তা না হলে চাকরী হবে না কারন আমার মামা খালু নাই চাকরীর সুপারিশ করার মত নাই লক্ষ টাকা এম্পি মন্ত্রিরে দেওয়ার মত, আমার আব্বা মুক্তিযুদ্ধের সময় জন্ম গ্রহনও করে নাই, আমি মাইয়াও না তাইলে কি করতে পারি কন?
২| ২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
আলফা-কণা বলেছেন: ami vai, apa na.
ay usernaam ta niya,porchi bipake, manush, mone kore, apa...
jai houk, sob bad diya, IT er course koren, website development er kaj taj shikhen, ar, nijer creativity diya kichu kroa jay, amon kichu koren, asha kori, samne agiye jete somossa hobe na brother. Best of luck...ar, apnar ki gorar dim ekta user naam diche, aadorer soytan...
২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
আদরের সন্তান বলেছেন: ভাই আমি মুডামুডি HTML, CSS, Photoshop, Illustrator ইত্যাদি পারি । ওদেক্সে মেলা দিন ধইরা ট্রাই মারতাছি কুনু কাম অইতাছেনা । আর আমার আশ পাশের কেউ নাই যে আমারে এটটু সাহায্য করবে । তাই আশা বাদ দিয়াই দিছি কওয়া যায় ।
আপ্নে যাই কন আমার নিকটা আমার কাছে মজাই নাগে একে বারে কারাপ না ।
যদি সব্ভব হয় আমার বিষয়ের উপর উত্তর দিলে খুব উপকৃত হব । প্লিজ............................
৩| ২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
আলফা-কণা বলেছেন: bhy, ami tu dekhi, samne opar somvabona IT jekono kajer. BD te na houk desher baire o achey. ami IT expert lok na but amar subject IT realted, ami nijer shoker jonno, HTML, CSS, JavaScript, Wordpress shikhatchi.
apni, chaile, ay gulir pashapashi, iOS, Andriod er upor expertise build up korte paren. ar akta kotha apnar jehetu ay sober baapre, kono expertise e nai, so, shikhar prothom din thika e financial chinta matha thika bad diben. shikar somoy tension mathay thakle, tu shikhte parben na bhy, invest time to learn then expect something from them.....chill...! good luck bro
২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০০
আদরের সন্তান বলেছেন: খুব ভাল লাগল আপনরা কথাগুলো শুনে কিন্তু কি করব বলুন? একা একা কি কিছু করা যায় । প্রথমে আমার খুব আগ্রহ ছিল আমি ফ্রিল্যান্সিং এর উপর ক্যারিয়ার গড়ব । কিন্তু বিশ্বাস করেন এই পর্যন্ত আমি কোন রকম সাহায্যই করো কাছ থেকেও পাই নি । আমার মনে হয় অন্তত পক্ষে আমি কারো কাছ থেকে যদি এতটুকু পরিমানও সাহায্য পেতাম আমি অনেক এগিয়ে যেতে পারতাম । আমি HTML ও CSS দিয়ে যে কোন ধরনের স্ট্যাটিক ওয়েব সাইট তৈরী করতে পারি । আমি নিজেই w3school থেকে HTML ও CSS কোর্স দুটি সম্পূর্ন করেছি । আপনি তো জানেনই নিজে নিজে কোন কছু শিখা খুব একটা সহজ ব্যাপার না । তারপরও আমি দৈর্য ধারন করে শিখেছি । সর্বশেষ কথা হচ্ছে আমি যদি মাসে অন্তত পক্ষে আমার থাকা খাওয়া এবং ইন্টারনেট বিলটিও যদি নিজে ইনকাম করতে পারতাম তাহলেই আমি সন্তুষ্ট থাকতাম এবং মনযোগ দিতাম লেখা-পড়ার উপর । সত্য বলতে কি আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে মুটামুটি লেখা-পড়ার একটা ধাপ পেড়িয়েছি এখন আমাকে আমার পরিবার থেকে আমার খরচ আসতে একটু দ্বিধায় পরতে হয় । সঙ্গত কারনেই কোন কিছু ভাল ভাবে শিখতে গেলে টাকার চিন্তাটা আমার সবার আগে আসে । কিন্তু কোথাও তাও তো কিছুই করতে পারছি না । বেকার বসে থাকা আর ভাল লাগে না ।
৪| ২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
আলফা-কণা বলেছেন: buhjte parchi, ata khub koster. amio bekar organization er chairman. noton ekjon membor paoa gelu. bhy, ki korben kon, BD te, tout ar batpar vora, sob jaigay e taka chara kichu hoy na. othocho dehser human skill development course guli kintu, govt. easily polapyne re shikhaite pare. hope you will get something.
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৫
আলফা-কণা বলেছেন: ay jati, suggestion diya e life ta par koira dilo.... suggestion cahra prakritik kaj o sarte parena lokjon.