নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার স্বপ্ন

আমি একজন বেখেয়ালি মানুষ।

আদরের সন্তান

আমি হেটে হেটে পথ ছেড়ে কত পথ ধরেছি। আর পেছনে তাকিয়ে দেখি কত শত ভূল যে করেছি।

আদরের সন্তান › বিস্তারিত পোস্টঃ

ভাইয়েরা হেল্পান- ব্যাংক থেকে লোন তোলা।

২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৩

আমার পরিচিত এবং খুবই কাছের একজন বড় ভাই কম্পিউটার ইঞ্জিনিয়ারিংএ পড়ে।এখন সে তার জেলা শহরে একটি কম্পিউটার সেলস এবং সার্ভিসিং সেন্টার দিতে চায়।কিন্তু তার হতে পর্যাপ্ত টাকা নেই ।এই মুহুর্তে সে চিন্তা করল ব্যাংক থেকে লোন উঠাবে।কিন্তু সে জানেনা কিভাবে লোন উঠাতে হয়।তার পরিচিত কোন লোকও নাই যে ব্যাংক থেকে লোন উঠাতে সাহায্য করবে।তাই আপনাদের সরনাপন্ন হওয়া।দয়াকরে জানালে উপকৃত হতাম যে কোন ব্যাংক এই কাজের ওপর লোন দেয় এবং সেটা উঠানোর পদ্ধতিটি কি। প্লিজ..........

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৩

লোকমান বিন আলী বলেছেন: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ থেকে লোন নিতে আগ্রহী হলে নিকটস্থ শাখায় যোগাযোগ করতে পারেন।

নিয়ম-পদ্ধতি ইত্যাদি সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট থেকে জানা যাবে। ধন্যবাদ

২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯

আদরের সন্তান বলেছেন: আপনাকে অসংখ ধন্যবাদ আপনার মহা মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯

সুনীল রায় বলেছেন: দোকানের মালিকানার দলিল বা যদি দোকানঘর ভাড়া নেওয়া হয় তাহলে মালিকের সাথে চুক্তিপত্র এবং ট্রেড লাইসেন্স লাগবে। দোকানের বয়স কমপক্ষে ৬ মাস হতে হবে। লোন নেওয়ার আগে আপনার ব্যংক এ্যাকাউন্টে কিছু টাকা থাকতে হবে; যেমন আপনি যে পরিমাণ লোন চান তার অন্তত ২০% টাকা থাকতে হবে। অবশ্য ব্যাংক ভেদে নিয়মে কিছু ভিন্নতা আছে। একজন ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলুন।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪

ভোরের সূর্য বলেছেন: সত্য কথাটা বলে দেয়াই ভাল। উনি কোন লোনই পাবেন না।
কেন পাবেন না?
সুনীল রায় ভাই বলে দিয়েছেন কারন গুলো।
ব্যাবসায়িক লোন নিতে গেলে ট্রেড লাইসেন্স লাগবে।
ভ্যাট,ট্যাকস,টিন নামবার লাগবে।
ব্যাবসার বয়স মিনিমাম ৬মাস থেকে ৩বছর হওয়া লাগবে।ব্যাবসা যত বেশী পুরাতন ততবেশী লোন পাবেন।
ব্যাংকের লেনদেন ভাল থাকতে হবে। উদাহরন হিসাবে আপনি যদি ৫লাখ টাকা লোন নিতে চান তাহলে বছরে মিনিমাম ৫০লাখ টাকার লেনদেন দেখাতে হবে।
দোকানের মালিকানার দলিল বা যদি দোকানঘর ভাড়া নেওয়া হয় তাহলে মালিকের সাথে চুক্তিপত্র।
আসলে এগুলো হল ব্যাংক কে বোঝানো যে আপনার লোন শোধ করার ক্ষমতা আছে। আপনার ব্যাবসার পরিচিতি ভাল। আপনি নিয়ম মেনে সব কাগজ সহ ব্যবসা করছেন।
গ্যারানটার লাগবে যদি আপনি টাকা পরিশোধ করতে না পারেন তাহলে তিনি করবেন।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৯

রাজীব বলেছেন: উপরে একজন রাজাকেরে ব্যাংক থেকে লোন নিতে বলেছেন। তবে ভোরের সূর্য ভাই সঠিক বলেছেন। ব্যাংক তাকেই লোন দেয় যার লোন নেয়ার দরকার নেই।

দুঃখ জনক হলেও সত্য যে রাজাকারের ব্যাংকই সবচেয়ে সহজে লোন দেয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.