![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
*"এইসব বায়ো ফায়ো দিয়ে আপনি কখনোই আমাকে চিনতে পারবেন না। কারণ আমার অনেকগুলো আমি, এটা আপনার উপর নির্ভর করবে আপনি কোন আমিকে ডিজার্ভ করেন। আপনি আমাকে পছন্দ করেন কি করেন না, ভাল না খারাপ ভাবেন, আমার কাজকর্ম সম্পর্কে সমালোচনা করেন কি করেন না তাতে আমার কিচ্ছু আসে-যায় না। I don't care If anyone doesn't like me. I was not born in this world to entertain everyone." *"I may can't be good enough for everybody, but I'll always be the best for the one who truly deserves me."* *"এই পৃথিবীতে আমার চেয়ে অনেক ভালো মানুষ যেমন আছে, ঠিক তেমনি আমার চেয়ে অনেক খারাপ মানুষও আছে, কিন্তু এই পৃথিবীতে একটাই মানুষ আছে যেটা আমি, শুধুই আমি (রাহাদ)।"* *"The best thing about being me, I am a limited edition, There are no other copies."* *"I never wanted to be famous. I only wanted to be great." *"If you are my friend, I will help you by costing my life. And on the other hand If you are my enemy, I will make your life hell by wasting my life."* *"I never hate anyone because man can be changed anytime".* *"আমি অতি সাধারণ মানুষ, নগণ্য মানুষ, তুচ্ছ মানুষ। কিন্তু আমারও নিজস্ব ভালোলাগা আছে। একান্ত নিজের ভালোলাগা, একান্ত অর্থহীন ভালোলাগা, একান্ত নিজস্ব অনুভূতি। আমার এই ভালোলাগার ওপর, এই অনুভূতির ওপর অন্য কারো কথা চলবে না। "* *"আশাবাদী মানুষ আমি, স্বপ্ন দেখতে ভালবাসি, সুন্দরতম স্বপ্ন, কিন্তু বেশ অনেকদিন যাবত একটানা স্বপ্নভঙ্গের দুঃস্বপ্নে ডুবে আছি। অপেক্ষায় আছি আবার কবে স্বপ্ন পূরণ হওয়া শুরু হবে, হারিয়ে যাবো একান্তই নিজের কল্পনার রঙ্গীন জগতটাতে।
বাংলাদেশের অনলাইন কম্যুনিটির ইতিহাসে ঘটে গেল অভূতপূর্ব একটি ঘটনা।
মাত্র ৫০ ঘন্টার মাঝে ইন্টারনেটের দাম কমানোর দাবীতে ফেসবুকে ডাক জানানো ইভেন্ট 'মিসড কল - আমার প্রতিবাদের হাতিয়ার- এ আহবান জানানো হয়েছে ১ লক্ষ ৩০ হাজারেরও বেশি ফেসবুক ইউজারকে ! ধন্যবাদ ! ধন্যবাদ দাবী আদায়ের জন্য সবার একাত্ম হবার জন্য !
সম্ভবত ( এবং বাস্তবিক কারনেই) অত্যাধিক নোটিফিকেশন থেকে নিজেকে নিরাপদ রাখার জন্য অনেকেই এই মুহূর্তে 'গোয়িং' বাটনে ক্লিক করছেন না বলে প্রচুর সংখ্যক মানুষ এই ইভেন্টের হোস্টদের ইনবক্সে জানিয়েছেন । আপনাদের আমরা আশা করছি প্রতিবাদে , আমরা সবাই ।
মোবাইল এক্সেস বা পেনিট্রেশন ভারত আর বাংলাদেশে প্রায় সমান । অথচ গ্রামীন ফোন ইউনিনর নাম নিয়ে যখন ভারতে ব্যবসা করে অথবা এয়ারটেল যখন ভারতী এয়ারটেল নাম নিয়ে ভারতে ব্যবসা করে - তখন সবাই সর্বনিম্ন দামে অথবা প্রতিযোগিতামূলকভাবে তাদের ইন্টারনেটের খরচ কম রাখে । আর যত কাঁঠাল ভাঙতে হয়,তা বাংলাদেশের মানুষদেরই মাথায় । এইখানে সরকার বারবার তাদের ইন্টারনেটের ব্যান্ডউইডথের দাম কমিয়ে দেয়ার পরও তারা নিজেরা সংঘবদ্ধ থেকে ইউজারদের জন্য দাম কমায় না । এর প্রতিবাদে আমরা আজ সংঘবদ্ধ হয়েছি ।
অনেকেই জানতে চাচ্ছেন,কি হবে এই মিসড কলে ? আমরা বলছি - অনেক কিছুই । চুপ করে গ্রামীন ফোনের ২০০৯ সালের নির্ধারন করা প্যাকেযে ৩৫০ টাকায় নেট চালাবো কোন যুক্তিতে ? ৮০,০০০ টাকা থেকে ৮০০০ টাকায় কমিয়ে আনা ব্যান্ডউইডথের দাম আমরা কেন পরিশোধ করবো .০২ পয়সা/কেবিতে ? এখনো ? অনেকেই জানেন ,অনেকেই জানেন না - বাংলাদেশের ২৪ ঘন্টার পিক টাইমে
প্রায় ৭০% কল মিসড কল হয়েছিলো ২০০৭ এ , এখনো সেটা কম নয় । হয়তো আমরা নেটওয়ার্ক জ্যাম করতে পারবো না (সেই উদ্দেশ্যও আমাদের নেই ) , আমরা কোম্পানিগুলোর পিক আওয়ারের যতবেশি ট্র্যাফিক নিতে পারি ততই কোম্পানির ক্ষতি । আর সেটাই আমাদের উদ্দেশ্য । ক্রেতাবান্ধব কোম্পানী না হলে তার ক্ষতি করার অধিকার ক্রেতার আছে । আমরা বাধ্য , ইন্টারনেটের খরচ কমানোর দাবীতে এই প্রতিবাদ করতে । কোম্পানীগুলোর স্বেচ্ছাচারিতা আমাদের বাধ্য করেছে । মাত্র ৫০ ঘন্টায় ১ লক্ষ ৩০ হাজার মানুষের কাছে আহবান পৌঁছে দেয়াই প্রমান করে ক্রেতারা এই অনাচারে কতটা ক্ষুব্ধ !
না । এই ইভেন্টই শেষবারের মত নয় । প্রয়োজনে এটি চলবে । হয়তো পুরো মাস । অথবা আমরা নিজেদের প্রস্তুত করবো সেই সময়ের জন্য,যেখানে আমরা এসএমএস এর বদলে প্রি-এরেঞ্জড মিসড কলের ট্রেডিশন চালু করতে , একটা মিসড কল মানে ''আমি আসছি'',দুইটা মানে 'আমি এসেছি।'' এইভাবেই আমরা অভ্যস্ত হয়ে গেলে তখন দাম কমিয়েও পার পাবেন না , অভ্যাস খারাপ জিনিস ।
শুধু ইন্টারনেটের দাম কমানোই নয় , আমরা বিভিন্ন অপারেটর কর্তৃক সকালে বা গভীর রাতে ইচ্ছেমত পাঠানো স্প্যাম মেসেজের বিরোধিতাও করি । এইদিকেও নজর দিতেই হবে ।
একটা বিষয় উল্লেখ করতেই হয় । মোবাইল কোম্পানিগূলো যদি ভেবে থাকেন,বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে বিজ্ঞাপন দিয়ে দিয়ে তাদের হাতে রেখেছেন এবং ইউজারদের রক্ত চুষে খাওয়া সেই অর্থের জোরে আপনারা সব প্রতিবাদ স্তব্ধ করে রাখবেন ,তবে দেখে নিন আরেকবার এই ইভেন্টকে,দেখে নিন ফেসবুক নামের আজব এই জিনিসকে । ফেসবুক নামের আজব এই জিনিস কোনো প্রিন্ট মিডিয়ার কাছে মাথা নোয়ায় নি - কোনো সম্পাদকের কলমের ইশারায় চলে নি - কোনো পত্রিকা মালিকের রক্তচক্ষু মেনে নেয় নি । তাই হলে দশক দশকের অস্ত্রবাজ বা স্বৈরাচারী শাসকেরা এখনো ক্ষমতায় টিকে যেতেন ।
এই হলো ফেসবুক , যা আমাদের লক্ষাধিক মানুষকে যুক্ত করেছে একটি নায্য দাবী নিয়ে । আমরা বারবার সঙ্ঘবদ্ধ হবোই ।
রবিবার । ১০.০০ টায় । মিসড কল – আমার প্রতিবাদের হাতিয়ার
২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩
রাফা বলেছেন: আপনাদের দাবির প্রতি সমর্থন রইল।
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬
ভুং ভাং বলেছেন: দাবির প্রতি সমর্থন রইল।বাটপারির লিমিট ক্রস করছে টেলিকমগুলো ।
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬
ভ্রমন কারী বলেছেন: +++++++
সাথে সরকারের জন্যও কিছুর ব্যাবস্থা থাকলে ভালো হতো, 3G লাইসেন্স দিব দিব কইরা চার বছর ধরে ঘুরাইতেছে। মেগাবাইটের দাম কমানোর জন্য অপারেটর এবং বিটিআরসি কে এবং 3G র জন্য সরকার এবং বিটিআরসি কে চাপ দেওয়া দরকার।
৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯
জেনারেশন সুপারস্টার বলেছেন: সহমত।ফেসবুকের জয় বেঁচে থাক চিরকাল।
৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০২
জেনারেশন সুপারস্টার বলেছেন: ফেসবুক বেঁচে থাক চিরকাল।গিয়ে দেখি আরও ইনভাইট পাইসি।ইভেন্টে অংশ নিলাম।
৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫
রেজোওয়ানা বলেছেন: দূর্যোধনের স্ট্যাটাস!
উল্লেখ করা উচিত ছিল।
৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩
দি সুফি বলেছেন: মোবাইল ইন্টারনেটের দাম কমানো হোক।
একটা হিসাব করলামঃ
বর্তমানে প্রতি ১মেগিবিট/সেকেন্ড (Mbps) ইন্টারনেটের দাম মাসিক ৮০০০ টাকা।
সাধারনত মাসিক ৯৫% এর বেশি ব্যবহার করা সম্ভব হয় না। সেই হিসেবে, প্রতি ১মেগবিট/সেকেন্ড কানেকশন দিয়ে একজন ব্যবহারকারি প্রতি মাসে ব্যবহার করতে পারবেন প্রায় ৩০০ গিগাবাইট ডাটা।
১মেগাবিট/সেকেন্ড = ১০২৪কিলোবিট/সেকেন্ড = ১২৮কিলোবাইট/সেকেন্ড।
প্রতি ঘন্টায় ডাটা পরিবহন ক্ষমতা = ১২৮কিলোবাইট X ৬০ সেকেন্ড X ৬০ মিনিট = ৪৬০৮০০ কিলোবাইট বা প্রায় ৪৫০ মেগাবাইট।
প্রতি দিন পরিবহন ক্ষমতা = ৪৫০মেগাবাইট X ২৪ ঘন্টা = ১০৮০০ মেগাবইট বা প্রায় ১০.৫৫ গিগাবাইট ডাটা।
মাসিক (৩০ দিন হিসেবে) পরিবহন ক্ষমতা = ১০.৫৫ গিগাবাইট X ৩০ দিন = ৩১৬.৫০ গিগাবাইট ডাটা।
সাধারণত ৯৫% এর বেশি ব্যবহার করা সম্ভব হয় না। ৯০% ধরে হিসেব করলে, মাসিক পরিবহন ক্ষমতা দাড়ায় = ৩১৬.৫০ গিগাবাইট X ৯০% = ২৮৪.৮৫ গিগাবাইট।
এই ২৮৪.৮৫ গিগাবাইট ডাটা পরিবহনের খরচ ৮০০০ টাকা। এর সঙ্গে আনুষঙ্গিক খরচ যোগ হয়ে এর পরিমান দাড়াতে পারে সর্বোচ্চ ১৫০০০ টাকা (বেশি-কম হতে পারে)।
১৫০০০ টাকা ধরে হিসেব করলে ১গিগাবাইট ডাটার দাম পরে = (১৫০০০ টাকা / ২৮৪.৮৫ গিগাবাইট) = ৫২ টাকা ৬৬ পয়সা!
ভ্যাটসহ ৬০ টাকা ৫৬ পয়সা! অথচ ওরা দাম নেয় ৩৪৫ টাকা!
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭
*কুনোব্যাঙ* বলেছেন: যৌক্তিক দাবী।