![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
*"এইসব বায়ো ফায়ো দিয়ে আপনি কখনোই আমাকে চিনতে পারবেন না। কারণ আমার অনেকগুলো আমি, এটা আপনার উপর নির্ভর করবে আপনি কোন আমিকে ডিজার্ভ করেন। আপনি আমাকে পছন্দ করেন কি করেন না, ভাল না খারাপ ভাবেন, আমার কাজকর্ম সম্পর্কে সমালোচনা করেন কি করেন না তাতে আমার কিচ্ছু আসে-যায় না। I don't care If anyone doesn't like me. I was not born in this world to entertain everyone." *"I may can't be good enough for everybody, but I'll always be the best for the one who truly deserves me."* *"এই পৃথিবীতে আমার চেয়ে অনেক ভালো মানুষ যেমন আছে, ঠিক তেমনি আমার চেয়ে অনেক খারাপ মানুষও আছে, কিন্তু এই পৃথিবীতে একটাই মানুষ আছে যেটা আমি, শুধুই আমি (রাহাদ)।"* *"The best thing about being me, I am a limited edition, There are no other copies."* *"I never wanted to be famous. I only wanted to be great." *"If you are my friend, I will help you by costing my life. And on the other hand If you are my enemy, I will make your life hell by wasting my life."* *"I never hate anyone because man can be changed anytime".* *"আমি অতি সাধারণ মানুষ, নগণ্য মানুষ, তুচ্ছ মানুষ। কিন্তু আমারও নিজস্ব ভালোলাগা আছে। একান্ত নিজের ভালোলাগা, একান্ত অর্থহীন ভালোলাগা, একান্ত নিজস্ব অনুভূতি। আমার এই ভালোলাগার ওপর, এই অনুভূতির ওপর অন্য কারো কথা চলবে না। "* *"আশাবাদী মানুষ আমি, স্বপ্ন দেখতে ভালবাসি, সুন্দরতম স্বপ্ন, কিন্তু বেশ অনেকদিন যাবত একটানা স্বপ্নভঙ্গের দুঃস্বপ্নে ডুবে আছি। অপেক্ষায় আছি আবার কবে স্বপ্ন পূরণ হওয়া শুরু হবে, হারিয়ে যাবো একান্তই নিজের কল্পনার রঙ্গীন জগতটাতে।
ফাঁসি ফাঁসি ফাঁসি চাই,
ফাঁসির কোন বিকল্প নাই...
সকল বাঙালি ভাই ভাই,
ফাঁসির আদেশ নিয়ে ঘরে ফিরতে চাই।।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২
খুব সাধারন একজন বলেছেন: ভুভুজিলা কুত্তার বাচ্চারে উষ্টা মারেন।
দুধ দিয়া আর কত কালসাপ পুষুম?
কোমর ভাঙেন।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২২
ভুভুজিলা বলেছেন: সামুর মডু শরৎ আগেই জানতাম সে মুলা লিগের এজেন্ট।
শাহবাগের আন্দোলন হতে হবে শুধুই ব্লগারসদের।সেখানে মুলা লিগের নেতারা এসে আগামি ইলেকশনের কেম্পেইন করবে তা হভে না।
গতবার তারা সেক্টর কমান্ডার ফোরাম করে ইলেকশন জিতেছে। এবার ব্লগারদের ঘড়ে চরেছে।এই শরৎ মিয়াও ডেসটিনির মতো কিছু ভাগাতে তৎপর,সাধু সাবধান।