![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
*"এইসব বায়ো ফায়ো দিয়ে আপনি কখনোই আমাকে চিনতে পারবেন না। কারণ আমার অনেকগুলো আমি, এটা আপনার উপর নির্ভর করবে আপনি কোন আমিকে ডিজার্ভ করেন। আপনি আমাকে পছন্দ করেন কি করেন না, ভাল না খারাপ ভাবেন, আমার কাজকর্ম সম্পর্কে সমালোচনা করেন কি করেন না তাতে আমার কিচ্ছু আসে-যায় না। I don't care If anyone doesn't like me. I was not born in this world to entertain everyone." *"I may can't be good enough for everybody, but I'll always be the best for the one who truly deserves me."* *"এই পৃথিবীতে আমার চেয়ে অনেক ভালো মানুষ যেমন আছে, ঠিক তেমনি আমার চেয়ে অনেক খারাপ মানুষও আছে, কিন্তু এই পৃথিবীতে একটাই মানুষ আছে যেটা আমি, শুধুই আমি (রাহাদ)।"* *"The best thing about being me, I am a limited edition, There are no other copies."* *"I never wanted to be famous. I only wanted to be great." *"If you are my friend, I will help you by costing my life. And on the other hand If you are my enemy, I will make your life hell by wasting my life."* *"I never hate anyone because man can be changed anytime".* *"আমি অতি সাধারণ মানুষ, নগণ্য মানুষ, তুচ্ছ মানুষ। কিন্তু আমারও নিজস্ব ভালোলাগা আছে। একান্ত নিজের ভালোলাগা, একান্ত অর্থহীন ভালোলাগা, একান্ত নিজস্ব অনুভূতি। আমার এই ভালোলাগার ওপর, এই অনুভূতির ওপর অন্য কারো কথা চলবে না। "* *"আশাবাদী মানুষ আমি, স্বপ্ন দেখতে ভালবাসি, সুন্দরতম স্বপ্ন, কিন্তু বেশ অনেকদিন যাবত একটানা স্বপ্নভঙ্গের দুঃস্বপ্নে ডুবে আছি। অপেক্ষায় আছি আবার কবে স্বপ্ন পূরণ হওয়া শুরু হবে, হারিয়ে যাবো একান্তই নিজের কল্পনার রঙ্গীন জগতটাতে।
হালকা-পাতলা ল্যাপটপ কিনবেন বলে ভাবছেন? যাঁরা সাধারণ ল্যাপটপের চাইতে একটু বেশি সুবিধা চান তাঁদের জন্যই মূলত আলট্রাবুক। দ্রুত কাজ, উন্নত গ্রাফিকস আর হালকা-পাতলা সুদৃশ্য আলট্রাবুক এখন অনেকেরই বিশেষ পছন্দের।
দেশের বাজারে এখন চোখে পড়বে নানা ব্র্যান্ডের হালকা-পাতলা ল্যাপটপ। হালকা-পাতলা এ ল্যাপটপগুলোকে মূলত আলট্রাবুক বলা হচ্ছে। এইচপি, ডেল, তোশিবা, স্যামসাং, এসার, লেনোভো, আসুস ব্র্যান্ডের আলট্রাবুক পাওয়া যাবে। অ্যাপলের হালকা-পাতলা ল্যাপটপ ম্যাকবুক এয়ারও দেশের বাজারে রয়েছে। হালকা-পাতলা ল্যাপটপ যেমন সুদৃশ্য তেমনি ব্যবহার-বান্ধব। তবে বাজারে আলট্রাবুকের দাম তুলনামূলকভাবে অন্যান্য ল্যাপটপের তুলনায় বেশি। ৬০ হাজার টাকা থেকে এক লাখ ৭০ হাজার টাকার মধ্যে বাজেট থাকলে তবেই কিনতে পারবেন আলট্রাবুক।
কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র রাহাদ ৬০ হাজার টাকার মধ্যে ল্যাপটপ খুঁজছিলেন। তিনি বেশ কয়েকটি ব্র্যান্ডের ল্যাপটপ এই বাজেটের মধ্যে পেয়েও যান। তবে তিনি চাইছিলেন কিছুটা হালকা, স্টাইলিস্ট, দ্রুত কাজের আর উন্নত গ্রাফিকসের একটি ল্যাপটপ। তাঁর মনে ধরে হালকা-পাতলা সুদৃশ্য আলট্রাবুক। তখন বাজেট আরও বাড়িয়ে ৮০ হাজার টাকা দিয়ে তিনি কিনেছেন একটি আলট্রাবুক।
আলট্রাবুকে সাধারণত ইনটেলের কোর আই ৩ থেকে কোর আই ৭ পর্যন্ত বিভিন্ন প্রসেসর ব্যবহার করা হয়। রাহাদ বলেন, দীর্ঘ সময় ধরে চার্জ থাকে আর দ্রুত কাজ করার সুবিধা দেখেই তিনি আলট্রাবুক কিনেছেন।
চলুন তার অভিজ্ঞতার আলোকে ঘুরে আসি হালকা-পাতলা ল্যাপটপের বাজারঃঃ
খুচরা বিক্রেতা থেকে শুরু করে দেশের বিভিন্ন কম্পিউটার বিপণনকারী প্রতিষ্ঠানে ও কম্পিউটার বাজারগুলোতে কিনতে পারবেন হালকা-পাতলা আলট্রাবুক।
অ্যাপলঃ
অনেকেই অ্যাপলের পণ্যের খুব ভক্ত। দেশের বাজারেই আপনি অ্যাপলের হালকা-পাতলা ল্যাপটপ হিসেবে ম্যাকবুক এয়ার কিনতে পারবেন। বাজারে ১১ ইঞ্চি ও ১৩ ইঞ্চি মাপের ম্যাকবুক এয়ার পাবেন। দাম পড়বে এক লাখ দুই হাজার থেকে এক লাখ ৩০ হাজারের মধ্যে।
এইচপিঃ
বাজারে সবচেয়ে বেশি চোখে পড়বে এইচপির আলট্রাবুক। এইচপির আলট্রাবুক রয়েছে ইনটেলের কোর আই ৩, কোর আই ৫ বা কোর আই ৭ প্রসেসরনির্ভর বিভিন্ন মডেলে। এইচপি ব্র্যান্ডের এনভি ৬-১২০৬টিএক্স মডেলের আলট্রাবুকটিতে (Core I7, 500GB HDD, 32GB SSD, 4GB Ram, 15.6" Display) চার্জ থাকে প্রায় ৮ ঘণ্টা। এ ছাড়াও রয়েছে ২ জিবি এমডি উন্নত গ্রাফিকস। উইন্ডোজনির্ভর আলট্রাবুকটির দাম পড়বে ৮০ হাজার টাকা। এই সিরিজের কোর আই ৫ প্রসেসরের আরেকটি হচ্ছে এনভি ৪-১২০৪টিএক্স, দাম ৭০ হাজার। এইচপির হালকা-পাতলা ল্যাপটপের আরেকটি মডেল হচ্ছে এলিটবুক। এর দাম ৯০ হাজার টাকা। এইচপি এলিটবুকের আরেকটি মডেল রয়েছে বা ব্যবসায়ীদের জন্য বিশেষভাবে তৈরি। এর দাম এক লাখ ৪০ হাজার টাকা। এনভি স্পেকটার নামে হালকা-পাতলা আরেকটি মডেল বাজারে রয়েছে যার দাম এক লাখ ৫ হাজার টাকা। ৮৫-৯০ হাজার টাকায় পাওয়া যাবে এইচপির ১৩-২০০০ মডেলের নতুন আলট্রাবুক। এতে রয়েছে ১৩ ইঞ্চি পর্দা, ইনটেল কোর আই ৫ প্রসেসর, ৪ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ১২৮ গিগাবাইট এএসডি ড্রাইভ, ১০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপের সুবিধা।
আসুসঃ
দেখতে অত্যন্ত চমৎকার, হালকা ও স্লিম আসুস UX32A আল্ট্রাবুকটি। এতে রয়েছে কোর আই ৫ প্রসেসর, ৫০০ জিবি হার্ডডিস্ক, ৬ জিবি র্যাম এবং SSD। দাম পড়বে ৬৯ হাজার টাকা। এছাড়াও রয়েছে কোর আই ৭ প্রসেসর এবং উন্নত গ্রাফিক্স সহ আসুস S56CB। এর দাম পড়বে ৬৮-৭০ হাজার টাকা।
তোশিবাঃ
বিশ্বের সবচেয়ে হালকা ওজনের তোশিবা আলট্রাবুক দেশের বাজারে পাওয়া যায়। তোশিবা ব্র্যান্ডের পোর্টিজি জেড৯৩০-২০২৬ মডেলের আলট্রাবুকে কোর আই৭ প্রসেসর, ৬ গিগাবাইট র্যাম, ২৫৬ গিগাবাইট এসএসডি সুবিধা রয়েছে। উইন্ডোজনির্ভর ১৩.৩ ইঞ্চি মাপের আলট্রাবুকটিতে রয়েছে ইনটেলের এইচডি গ্রাফিকস কার্ড, ১৩.৩ ইঞ্চি এলইডি ডিসপ্লের ল্যাপটপটির ওজন ১.১২ কেজি। এতে ৮ ঘণ্টা পাওয়ার ব্যাকআপ পাওয়া যায়। এ আলট্রাবুকটির দাম এক লাখ ৭০ হাজার টাকা। তোশিবার স্যাটেলাইট সিরিজেও রয়েছে আলট্রাবুক। স্যাটেলাইট U940 ও U840W সিরিজের আলট্রাবুক কেনা যাবে 78-82 হাজার টাকায়।
ফুজিত্সুঃ
হালকা ও পাতলা গড়নের ফুজিত্সু আলট্রাবুক বা লাইফবুক দেশের বাজারে পাবেন। ১৩ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লের Fujitsu Ultrabook UH572 আলট্রাবুকে রয়েছে ইনটেলের তৃতীয় প্রজন্মের কোর আই ফাইভ প্রসেসর,4GB Ram, 500GB HDD, 32GB SSD,Intel HD 4000 গ্রাফিকস। উইন্ডোজ নির্ভর ফুজিত্সুর দেড় কেজি ওজনের লাইফবুকটি টানা ৫ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। ম্যাগনেশিয়ামের কাঠামো এ আলট্রাবুকের দাম ৮২-৮৫ হাজার টাকা।
স্যামসাংঃ
স্যামসাং ব্র্যান্ডের এনপি৫৩০ইউ৪সি মডেলের নতুন আলট্রাবুকে রয়েছে ইনটেলের ইন্টেল ৩য় প্রজন্মের কোর আই ৫ প্রসেসর ও উন্নত গ্রাফিকস। ১৪ ইঞ্চি ডিসপ্লের এ আলট্রাবুকের দাম ৭০ হাজার টাকা। স্যামসাংয়ের লোটাস সিরিজে রয়েছে এনপি৫৩০ইউ৪সি-এস০২বিডি মডেলের আলট্রাবুক। ইনটেল কোর আই ৫ প্রসেসরনির্ভর আলট্রাবুকটিতে রয়েছে চার গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ৭৫০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ২৪ গিগাবাইট এসএসডি, সুপার মাল্টি ডিভিডি রাইটার। উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর ১৪ ইঞ্চি মাপের আলট্রাবুকটির দাম ৭০ হাজার টাকা। স্যামসাং নাইন সিরিজের এনপি ৯০০ এক্স ৩সি মডেলের এ আলট্রাবুকটি উইন্ডোজ ৮ নির্ভর। এতে রয়েছে Core i7 Processor,4GB Ram এবং 256GB SSD। স্যামসাংয়ের এ আলট্রাবুকটির দাম এক লাখ ২০ হাজার টাকা।
ডেলঃ
ডেলের আলট্রাবুকের মধ্যে রয়েছে ডেল এক্সপি ১৪, এতে রয়েছে ইন্টেল কোর আই ৭ প্রসেসর, ৮জিবি র্যাম, ৫১২ জিবি SSD, ১জিবি এনভিডিয়া গ্রাফিক্স। এর দাম পড়বে ১ লাখ আশি হাজার টাকা। এছাড়াও ডেল Inspiron এবং Vostro সিরিজ এর আল্ট্রাবুক পাবেন ৬০ হাজার টাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকায়।
অন্যান্যঃ
বাজারে হালকা-পাতলা ল্যাপটপের ক্ষেত্রে চোখে পড়বে লেনোভো, এসার, সনি ভায়োসহ বেশ কয়েকটি ব্র্যান্ডের আলট্রাবুক। ৮০ হাজার থেকে এক লাখ ৬০ হাজার টাকার মধ্যে কিনতে পারবেন এসব আলট্রাবুকগুলো।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৫
ইসটুপিড বলেছেন: স্যামসাং-এর কয়েকটা মডেল ছাড়া কুনটাতেই ডিভিডি রিডার/রাইটার নাই।
আর লেপটপ হালকা পাতলা ফাস্ট হইলেই আল্ট্রাবুক না। আল্ট্রাবুক হওনের জন্য ইন্টেলের প্যারামিটার আছে কয়েকটা। এখানে বেশ কয়েকটা আছে যেগুলা এই শর্ত স্যাটিসফাই করেনা।
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৩
এইস ম্যাকক্লাউড বলেছেন: দেখার জন্য অনুরোধ করছিView this link
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৮
সুমন কর বলেছেন: হুম!! এত দাম।
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩০
তামিম ইবনে আমান বলেছেন: + + + প্লাস