| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানালার পাশে দাঁড়িয়ে দেখি পাখিদের জলবাস
মরচে পড়া পাতা আশ্রয়হীন বৃক্ষশাখায়
কালোমেঘের ছায়ায় তরঙ্গহীন পাতার নিচে
মহানন্দে দুটি পাখি ক্লান্ত পাখা নাড়ে
গভীর তৃষ্ণায় কামুক হৃদয়ে চেয়ে থাকে পরস্পরে
ছুয়ে দেখা হয় না পরম মমতায় জানালার ওপাশ
বৃষ্টিরা ঝরে ক্লান্তিহীন অবিরাম হরানোর শোকে
পাখি দুটি ডানা ঝাড়ে, বিকল পালক ঝরে পড়ে
কত স্মৃতি ছুটে চলে পাড় ভাঙ্গে পেরিয়ে মাঠ
থেমে যায় কার উঠানে তারপর অন্ধকার
ক্লান্ত হৃদয় পথ হারিয়ে ভবঘুরে পথিক
থেমেগেছে বৃষ্টির হাকডাক উড়েগেছে পাখি
বিষণ্ন জানালার ওপাশ, নির্বাক আমি
.
- মো. নজরুল ইসলাম
www.facebook.com/AuthorNazrul
©somewhere in net ltd.