নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি নিজেকে নিজের মত করে।হারিয়ে যেতে চাই, মানবতা নিয়ে মানবের মাঝে।।

মোঃ নাহিদ ভূইয়া

সুখের খোজে যাযাবর

মোঃ নাহিদ ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

শুখনো সুখ

২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৬

           শুকনো সুখ
     ................. চাদোচারী...

সুখ মাঝে মাঝে,
        আমাদের এ পাড়াতেও ধরা দেয়
মাঝে মাঝে সুখের শীতল বাতাস
         এ বস্তির চাল গুলো নারা দেয়

সুখ ত মাঝে মাঝে,
            এ পাড়াতেও আসে
          সকিনার মার শুকনো মুখে ও
          তৃপ্তির হাসি ফুটে!!!
মাঝে মাঝে, রাজুর ছোট ভাই
যার পেট রোগে ফুলে গেছে
সেও সুখের স্পর্শে মাটিতে গড়িয়ে পরে

আজ হঠাৎ!!
বিরাট অট্টালিকার শহর পেরীয়ে,
      সুখ এসে ভরে উটেছে,
    এ বস্তির  শুখনো হাড়িতে।
সুখের বাতাসে শুকনো পাতা ঝড়ে পড়ে
      আমার চাল খোলা ঘরেতে
সুখ মাঝে মাঝে এ পাড়াতে ও আসে
প্রানহীন নিস্তব্দ শহর পেরিয়ে।।

সুখ মাঝে মাঝে,
            ভুল করেই চলে আসে!!!
            এই নিষিদ্ধ গলিতে।
ভুল করেই ঢুকে যায়!!!
পলিথিনে মোড়ানো এ বস্তিতে!!
  যখন এ চোখ,
           দেখতে শুরু করে
           রঙ্গিন কোন  স্বপ্ন!
    যখন এ মন,
           ভাবতে শুরু করে
           নতুন কোন আশা
তখনি সে চলে যায়,
ভরিয়ে দিয়ে অশ্রুতে!!!!
সুখ মাঝে মাঝে এ পাড়াতেও আসে,,
আড়ালে তার অশ্রু নিয়ে.........
    

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.