![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত্রির নির্জনতায় নিঃসঙ্গ কেঁদে কেঁদে, একদিন হয়তো তুই অজান্তেই মরে যাবি, তবুও তুই জানবি না পাষাণ এ বুকে কতটুকু ভালবাসা তোর জন্যে জমা রাখি।
আমি সুনীলের নীরার মতো কেউ একজনকে চেয়েছিলাম,
যাকে চিরপ্রেমিকা হিসেবে স্বীকৃতি দিব,
কাজল মেখে চোখে সে অপেক্ষায় থাকবে আমার,
হাসতে হাসতে আমি আবার ভুল করব
আর সে রাগ করে গাল ফুলাবে তবুও
ভুলগুলোকে প্রশ্রয় দিয়ে যাবে।
আমি বারবার নিয়ম ভেঙ্গে যাব আর সে
অনিয়মগুলোকেই নিয়ম মনে করতে থাকবে।
আমি সুনীলের নীরার মতো কেউ একজনকে চেয়েছিলাম,
অগোছালো আমাকে গোছাতে গিয়ে সে নিজেই
অগোছালো হয়ে পড়বে।
নতুন শার্ট কিনে দিতে নয়, সে ভালবাসবে
বোতামছেঁড়া ময়লা শার্টটা বারবার ধুয়ে দিতে।
আমার একটানা সিগারেট খাওয়া দেখে বিরক্ত হলেও
বিশেষ দিনগুলোতে এক প্যাকেট সিগারেট উপহার দিবে।
আমি সুনীলের নীরার মতো কেউ একজনকে চেয়েছিলাম,
যে কিনা খুবই সাধারণ হবে, তার স্বপ্ন থাকবে স্বল্প
অল্পতেই সে থাকবে তুষ্ট, আমি কি দিতে দিলাম না দিলাম
তা নিয়ে মাথা না ঘামিয়ে আরও ভালবাসবে।
সাতসকালে ঘুম ভাঙ্গলে ইনসমনিয়াক আমার
রাগ হয়ে জেনেও সে প্রতিটা সকালে ঘুম ভাঙ্গাবে,
সভ্যতার আধুনিক সংযোজন মুঠোফোনে ডেকে।
আমি সুনীলের নীরার মতো কেউ একজনকে চেয়েছিলাম,
যে কিনা ইউরোপ ভ্রমণকে বিলাসিতা ভেবে কক্সবাজারেই
নিজেকে সীমাবদ্ধ রাখবে,
অনিয়মিত খাদ্যাভাসে অভ্যস্ত আমার জন্যে
প্রায়ই নিজ হাতে রেঁধে নিয়ে আসবে।
চুলগুলো খোঁপা করে আসবে, যদিও সে জানে
আমি চুল খুলে দিব, আমি খোলা চুল ভালবাসি।
কপালের টিপ মাঝেমধ্যে ইচ্ছে করেই ভুল জায়গায় লাগাবে
যেন আমি তাকে ছুঁয়ে দিতে পারি টিপ ঠিক করার উছিলায়।
আমি সুনীলের নীরার মতো কেউ একজনকে চেয়েছিলাম,
যে একটা সময় পর আমার করা তার অপ্রিয়
কাজগুলোকে আমার মতোই ভালবাসতে শুরু করবে।
রাতদুপুরে মন খারাপ, সাতসকাল দুশ্চিন্তা
সবকিছু ভুলতে আমার কাছে ছুটে আসবে।
আমি আমার মতো করে তার মনের যত ক্লেশ
সব নিমিষেই দূর করে দিব।
মাঝে মাঝে অন্যায় আবদার করব, সে
'যাহ দুষ্টু' বলে আমার পিঠে কিলঘুষি দিতে থাকবে,
আমি তখন হাসতে থাকব।
আমি সুনীলের নীরার মতো কেউ একজনকে চেয়েছিলাম,
হায় আফসোস! নীরারা উপন্যাসের পাতা থেকে
উঠে আসে না, কবিতার সাথে ছন্দের মতো লেপ্টে থাকে।
আমারও আর পাওয়া হয় না সুনীলের নীরার মতো
একজন চিরপ্রেমিকা, দুর্ভাগ্য আসলে এখানেও পিছু ছাড়ে না।
নীরার অপেক্ষায় থেকে থেকে কতবেলা অযথাই কেটে গেছে,
কত রূপসীর চোখের দিকে তাকিয়ে নীরাকে খুঁজেছি,
নাহ! নীরা কোথাও নেই, সুনীলের তরে বিলীন হয়ে গেছে।
আমার জন্যে কোন নীরা নেই, তবুও নীরার পদধ্বনি শোনার অপেক্ষায় দরজায়
দাঁড়িয়ে থাকি রোজ বিকেলে।
©somewhere in net ltd.