নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদা কালো দর্পণে আঁকাআঁকি

আকিব আরিয়ান

রাত্রির নির্জনতায় নিঃসঙ্গ কেঁদে কেঁদে, একদিন হয়তো তুই অজান্তেই মরে যাবি, তবুও তুই জানবি না পাষাণ এ বুকে কতটুকু ভালবাসা তোর জন্যে জমা রাখি।

আকিব আরিয়ান › বিস্তারিত পোস্টঃ

ধুলিকনার মতো যেসব অনুভূতিরা

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৯

বারান্দার গ্রীল, গ্রীলে জমে থাকা ধূলিকণারা, এস্ট্রেতে পড়ে থাকা ফিল্টারেরা,

একটা সূক্ষ্ন দীর্ঘশ্বাসের শব্দ শুনে, তাতে মিশানো কিছু অব্যক্ত অনুভূতি,

কাল সকালেও সূর্য্য উঠবে নিয়ম করে, ধূলিকনারা উড়ে বেড়াবে বাতাসের সাথে,

ছড়িয়ে দিবে শহরময়, আনাচে কানাচে, যে গৃহিনী অর্ধসমাপ্ত রান্না রেখে স্বামীর জন্যে

অপেক্ষমান; তার রান্নাঘরেও, আমার অব্যক্ত সুর মিশানো অনুভূতিগুলো অত্যন্ত দায়িত্বের সাথে,

তবুও হয়তো তুমি ধরতে পারবে না আমার অনুভূতিগুলো, বিরক্তিকর ধূলো মনে করে নাক চেপে

এড়িয়ে যাবে, তারা শুধু ঢুকতে পারবে না তোমার ভিতরে, জানাতে পারবে না তোমায় আমার অনুভূতিগুলো,

শুধু তুমিই বঞ্চিত হবে এই শহরের সবচে পচে যাওয়া তাজা খবরটা পেতে,

আমি তবুও অনুভূতি মাখানো দীর্ঘশ্বাস বারান্দার গ্রীল, তার উপর জমে থাকা ধূলোর উপর ফেলতে থাকব

যেন তারা পৌঁছে দেয় আমার দীর্ঘশ্বাসের কারণগুলো।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২০

প্রোফেসর শঙ্কু বলেছেন: দীর্ঘশ্বাস!

ভালো লেগেছে কবিতা।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২২

আকিব আরিয়ান বলেছেন: :)

২| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৬

অপর্ণা মম্ময় বলেছেন: বাহ ! বিষণ্ণতা টা ধূলি হয়ে যেন পুরো লেখায় ছড়িয়ে আছে। ভালো লেগেছে পড়তে।

আশা করবো আপনাকে খুব শীঘ্রই সেফ করা হবে। আপনার ব্লগে ঘুরে দেখলাম।
শুভকামনা আপনার জন্য

২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৩

আকিব আরিয়ান বলেছেন: ধন্যবাদ :) সেইফ হয়ে গেছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.