![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত্রির নির্জনতায় নিঃসঙ্গ কেঁদে কেঁদে, একদিন হয়তো তুই অজান্তেই মরে যাবি, তবুও তুই জানবি না পাষাণ এ বুকে কতটুকু ভালবাসা তোর জন্যে জমা রাখি।
চুমুগুলো আজকাল হয়ে গেছে বড্ড নিষ্প্রাণ,
অসাড় ঠোঁটের মিলন মাত্র!
নিয়মরক্ষার্থে শুধু ঠোঁটগুলো বাড়িয়ে দেয়া
আগের উগ্রতা, কামনা, টান আজকে বিলুপ্ত।
আজকাল ঠোঁটগুলো অকারণে কথা খুঁজে পায় না
মুখে তো কথাই থাকে না, নিশ্চুপ দুজনা,
মাঝেমাঝে অসহ্য লাগত এ নিস্তব্ধতা
তবে এখন আমি নিজেকে সামলে নিয়েছি দীর্ঘশ্বাসে।
নীরার ফেরার কথা ছিল, কথা রাখে নি
আমি আগের উন্মত্ততায় ঠোঁট বাড়িয়ে দিতে চেয়েছিলাম!
আচ্ছা, তুমি সেই আদিম চুমুর স্বাদ ভুলে গেছো কি?
[ফেবুতে মাঝে মাঝে হঠাত্ মাথায় আসা কবিতা পোস্ট করি, বেশির ভাগই হাহাকার মূলক।
গত আড়াই মাস ব্লগে কোন পোস্ট দেই নি, তাই নতুন বছরে এই পোস্ট দিয়ে শুভ সূচনা করলাম। হ্যাপি ব্লগিং ]
০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১০
আকিব আরিয়ান বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা
২| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৯
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালোই !
০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১১
আকিব আরিয়ান বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১৬
এক্স রে বলেছেন: চুমু শব্দটাই শিহরন জাগানিয়া। শুভ নববর্ষ আরিয়ান ভাই