নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদা কালো দর্পণে আঁকাআঁকি

আকিব আরিয়ান

রাত্রির নির্জনতায় নিঃসঙ্গ কেঁদে কেঁদে, একদিন হয়তো তুই অজান্তেই মরে যাবি, তবুও তুই জানবি না পাষাণ এ বুকে কতটুকু ভালবাসা তোর জন্যে জমা রাখি।

আকিব আরিয়ান › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো পাঁচ

২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৫

১..

যে বিকেলে আমি স্পর্শ করব তোমায়

প্রথমবার কিংবা হয়তো শেষবার,

আঙুলে আঙুল প্যাঁচিয়ে

ঠোঁটে ঠোঁট ঠেকিয়ে-

ফ্যারাডের চৌম্বকীয় তড়িতে ছলকে উঠবে তুমি,

সমস্ত অঙ্গপ্রতঙ্গ জুড়ে থাকবে শিহরণ-

বুকের ভিতর অদৃশ্য কাঁপন;

এসবে মগ্ন তুমি

যখন সেই রাতে ঘুমোবে বিছানায়

বিনিদ্র নয়ন, শিথিল দেহে,

বড্ড বিস্বাদ লাগবে এ জীবন

আর স্বামীর অস্থির মর্দন,

মন চাইবে আবার ফিরে আসতে

আমার বাহুডোরে, ঠোঁটের আলিঙনে ঐ গভীর রাত্রে।





তড়িত্‍ স্পর্শ

পশ্চিম রাজাবাজার

১১ই অগ্রহায়ন

দশটে আঠারো







২..

জেগে থাকা একেকটা রাত যেন বিষের মতো

জ্বালাপোড়া করে সমগ্র শরীরে,

বুকের গহীনে

সর্বাঙ্গের ক্ষতস্থানে গুড়ো মরিচের স্পর্শের মতো

ভালবাসাহীন শূণ্যতার ব্যাথায়।

নিথর এ চোখেতে

যে চোখ চলে যাওয়া দেখেছিলো তোমার,

পা মাড়িয়ে যাওয়া,

আমার স্বপ্নগুলোর চিত্‍কারে

সর্বাঙ্গে জ্বালাপোড়াও চলে নিরন্তর।

ঘুমহীন এ চোখে বড্ড জ্বালাপোড়া করে

কলজের মতো

ভাজাপোড়া হয়ে যায় তীব্র শোকে, শূণ্যতায়।



আমি একা বসে থাকি অন্ধকারে, বসে বসে রাত পোহাই

প্রতিটা রাতে অঘুমো থেকে সকালে জীবিকা খুঁজতে বের হই,

বের হতে হয়

টলতে টলতে নেশাগ্রস্তের মতো।

তোমাকে আরও কিছুদিন বেশি ভালবাসতে হলে যে

আমারও বেঁচে থাকতে হবে।

বেঁচে থাকতে চলে তোমাকে ভালবাসার পাশাপাশি

জীবিকারও যে প্রয়োজন আছে!



আজকাল টাকা দিয়ে ঘুম কিনতে গিয়েও ব্যর্থ হই

দোকানীর দেয়া ঘুমে ভেজাল,

ঘুমও আসে না

জেগে থাকতে হয় তাই!

আমাকে একটু প্রিজারভেটিভ দেয়া ঘুম দিবে?

তোমার চোখের কাজলে লেপ্টে থাকা

স্বপ্নালু ঘুম?

আমি তোমায় নিয়ে স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ব

এ আশায়-

সকালে তুমি কানের পাশে মিহি স্বরে জাগিয়ে দিবে,

'আর কতক্ষন এভাবে ঘুমোবে!'



নির্ঘুমতার জ্বলন

পশ্চিম রাজাবাজার

১৭ই নভেম্বর

রাত তিনটে বেয়াল্লিশ







৩..

এক রাতে মিথ্যে আবেগে পা জড়িয়েছিল ভয়ংকর ফাঁদে,

তোমার এলোচুল,

বিকেল বেলা করা কিছু ভুল।

নাগরিক অভাবে আটকে গেছে আজ দীর্ঘশ্বাস সিলিংয়ের ছাদে,

কি ছিল ভুলের মূল?

তোমার হাতের কড়ে আঙুল?

এভাবে প্রতি পদে পদে কি দিয়ে যেতেই হবে ভুলের মাশুল!





মাশুল

পশ্চিম রাজাবাজার

৩ নভেম্বর

রাত আটটা বেজে আটান্ন







৪..

মানিব্যাগে সযত্নে রাখা চিঠির কালিতে

তোমার আবেগাক্রান্ত স্বর শুনতে পাই;

বুকপকেটে হাত রেখে চমকে উঠি কেঁপে_

আজ আমার পাঁজরে একটা হাড় নাই।

আজ বড়ো সুখে আছো অন্যের বুকে,

সেখানে মুখ লুকিয়ে খোঁজো উষ্ণতার ঠাঁই;

একদুপুরে পাওয়া বুকে জড়িয়ে ধরে

আমাদের স্বপ্ন_ আজ আমি ফেরত চাই।।





ফেরত দে

১০ নভেম্বর

রাত তিনটের খানিক আগে

পশ্চিম রাজাবাজার





৫..

যখন তুমি এসে আমার বুকে রেখেছিলে হাত

সেই থেকে আমার ভিতর বাহির অন্তর-

জ্বলে পুড়ে খাক।

আবার যদি কখনো হয় অনেকদিন পর কাঙ্খিত দেখা

দিবে কি আমায় তোমার কিছু ছেঁড়া চুল,

ভালবেসে করা কিছু ভুল

কিংবা তোমার কোন ওড়না-

ঘামে মাখা?

ওই ওড়না বুকে বেঁধে রাজপথ ঘুরে বেড়াবো,

শার্টের নিচে লুকাবো।

পোড়া ঘ্রাণ ব্যতিরেকে আজ অবধি এ বুক থেকে

কিছুই বেরুয় নি,

আমি কাউকে শুকতে দিই নি

আমি চাইনি কেউ দেখুক;

আমি চাই-

ওড়না জড়ানো আমার বুক থেকে অন্তত সেদিন কিছু সুগন্ধ বেরুক।





সুগন্ধি ওড়না

হল মার্কেট, গুলিস্থান

২৫ শে নভেম্বর

ছয়টে আটাশ

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০০

হাসান মাহবুব বলেছেন: +

২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৯

আকিব আরিয়ান বলেছেন: ধন্যবাদ ভাই

২| ২৬ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন ভ্রাতা ।

শুভকামনা :)

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৮

আকিব আরিয়ান বলেছেন: ধন্যবাদ :)

৩| ২৬ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

মাহমুদ০০৭ বলেছেন: হেভভি +++++++

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৮

আকিব আরিয়ান বলেছেন: :) :) :)

৪| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৫

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভালো লাগলো ।

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৯

আকিব আরিয়ান বলেছেন: আপনার কমেন্টেও ভালো লাগা রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.