![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত্রির নির্জনতায় নিঃসঙ্গ কেঁদে কেঁদে, একদিন হয়তো তুই অজান্তেই মরে যাবি, তবুও তুই জানবি না পাষাণ এ বুকে কতটুকু ভালবাসা তোর জন্যে জমা রাখি।
বাংলা ব্লগ জগতে আমার প্রথম সাক্ষাত হয় সচলায়তন'র সাথে, ২০০৯ সালের শেষের দিকের কথা সেটা। আমরা কয়েকজন বন্ধু মিলে তখন সিলেটে একটা লিটল ম্যাগ প্রকাশ করতাম 'সূর্যপালক' নামে। ছোট গল্প, কবিতা, প্রবন্ধ এসব নিয়ে ঐ ম্যাগাজিন ছিল। ম্যাগাজিন বের করতে গিয়ে পরিচয় হয় নাজমুল আলবাব অপু ভাইর সাথে, তিনি ছিলেন সময় প্রকাশের অধিকারী। ভাইয়ের অফিসে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, ফাঁকে ফাঁকে দেখতাম তিনি ডেস্কটপে কি যেন করে! বন্ধু অপূর্বের মাধ্যমে জানতে পারি ঐটা ব্লগ, তিনি ব্লগ লিখে। খুব সম্ভবত তিনি তখন সচলায়তনেই ব্লগিং করতেন। সেই থেকে মাথায় একটা জিনিস ভালোমতে গেঁথে যায় যে যারা ব্লগিং করে তারা উচ্চমানের জ্ঞানী ব্যক্তি!
এই ধারণাটা আরও পাকাপোক্ত হয় যখন সামুর সাথে পরিচয় হয়। ২০১১ তে ফেসবুকে ইমরান তাহেরের 'ভালবাসা ও কিছু আবেগ'র পেইজের সুবাদে তত্কালীন হিট তকমাওয়ালা ব্লগার রিয়েল ডেমোন, নিরব ০০৭, ত্রিনিত্রি এই গুণী ত্রয়ীর বিখ্যাত 'কফিশপ' পড়ে সামুর সাথে পরিচয়। কফিশপ এতটাই ভালো লেগেছিলো যে আমি এ যাবতকাল পর্যন্ত যত ভালবাসার গল্প পড়েছি তার মধ্যে এটা সর্বপ্রথমে। :#> তো, কফিশপ পড়ে আর রিকভাই, নিরবদা, তিন্নি আপুর বিরাট পাঙ্কা হয়ে গেলাম আমি, মাথায় বরফের মতো জমে গেলো যারা ব্লগে লেখে তারা অন্য লেভেলের লেখক। পরে অবশ্য সামুতে এসে এ ধারণা অনেকাংশে পাল্টে যায়, সবাই না,
গুটিকয়েক লেখক আছেন যারা সত্যিই অন্য লেভেলের, হয়ত পৃষ্ঠপোষকতা কিংবা নিজেকে মেলে ধরার ইচ্ছার অভাবে সবার সামনে নিজেকে বিকশিত করতে পারছেন না।
ফেসবুকে লেখালেখির মাধ্যম হিসেবে ২০১১ তে ভালবাসার ডাকপিয়নকে ব্যবহার শুরু করে যখন পুরোপুরি জড়িয়ে পড়ি তখন পরিচয় হয় একঝাঁক ব্লগারের সাথে; ইনকগনিটো, শশী হিমু, তেরো, সালমা হ্যাপি, চশমখোর ও আরও অনেকে, এরা প্রত্যেকেই খুব ভালো লিখতেন। তখন একবার ইচ্ছা করত, নাহ আমিও ব্লগে একটা নিক খুলি! পরক্ষনেই মনে হত যে, ধুরর আমার তত যোগ্যতা নাই ব্লগিং করার। আর ততদিনেও ব্লগে নিক না খোলার পিছনে আমার একটা সুপ্ত কারণ ছিল, আমার কখনোই কোন ল্যাপটপ কিংবা ডেস্কটপ ছিল না, আর ব্লগিং নিয়মিত করা দরকার। তাই আর নিক খোলার দিকে পা বাড়াই নি।
কিন্তু ২০১২র শেষের দিকে সোহাগ সকালের সাথে পরিচয় হয় ফেসবুকে, তার চাপাচাপিতে এক কথায় তার জোর জবরদস্তিতে '১৩র বইমেলার সময় এই নিক খুলেই ফেলি!
তারপর তো অন্য লেভেলের ইতিহাস, কেটে যায় দীর্ঘ রাত্রি দিবস কিন্তু আমি আর সেইফ কিংবা জেনারেল হতে পারি না। অনেকের নিকের দ্বারে দ্বারে ঘুরেছি যে আমাকে কমেন্ট করার সুযোগ দেয়ার জন্যে কিন্তু না। এভাবে কেটে গেলো আট নমাস, পোস্ট করতাম আমার পুরাতন লেখাগুলো কিন্তু কেউ এসে ব্লগ দেখত না আর আমিও কমেন্ট করতে পারতাম না কোথাও! একটা সময় পর সেইফ হওয়ার আশা ছেড়ে দিলাম বিরক্তিতে!
তারপর অনেকদিন পর হঠাত্ একদিন দেখি আমাকে সেইফ করা হইছে!
তারপরও ঘটনা শেষ না, আমাকে আরেকবার হঠাত্ ওয়াচে নিয়ে যাওয়া হলো! কাহিনী কি বুঝতে না পেরে দেখি, আমাকে নোটিশ করা হয়েছে আমি নাকি উপুর্যুপুরি নিয়ম ভঙ্গ করেছি! :-& অথচ আমি টুকটাক কমেন্ট ব্যতীত আর কিছুই করি না ব্লগে। আরও তিনমাস এভাবে পড়ে থাকার পর জানাপুকে ইমেইলে জানিয়ে তখনকার মতো মুক্তি পেলাম। তারপর থেকে চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে আমার ব্লগিং। দেখতে দেখতে কিভাবে যেন আজ দুই বছর পেরিয়ে গেলো!!
সামুতে জয়েন করার পর অনেকের সাথে পরিচয় হয়েছে, অনেকের সাথে খুব ঘনিষ্ঠতাও হয়েছে, তাদের মধ্যে অপু তানভীর, তিহী অন্যতম। আমি নিয়মিত ব্লগে আসি না বলে সবার সাথে হয়ত যোগাযোগ রাখা সম্ভব হয় না। তারপরও সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা।
হ্যাপি ব্লগিং
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৮
আকিব আরিয়ান বলেছেন:
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১১
চাঁদগাজী বলেছেন:
"এভাবে কেটে গেলো আট নমাস, পোস্ট করতাম আমার পুরাতন লেখাগুলো কিন্তু কেউ এসে ব্লগ দেখত না আর আমিও কমেন্ট করতে পারতাম না কোথাও! একটা সময় পর সেইফ হওয়ার আশা ছেড়ে দিলাম বিরক্তিতে!
তারপর অনেকদিন পর হঠাত্ একদিন দেখি আমাকে সেইফ করা হইছে! "
-বড় দু:খজনক।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩১
আকিব আরিয়ান বলেছেন: যে এই প্যারায় পড়ছে সে জানে এর দুঃখ কি রকম!!
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩০
আকিব আরিয়ান বলেছেন:
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪০
পরিবেশ বন্ধু বলেছেন: অভিনন্দন
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৪
আকিব আরিয়ান বলেছেন: ধন্যবাদ
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৭
সুমন কর বলেছেন: খুব সম্ভবত তিনি তখন সচলায়তনেই ব্লগিং করতেন। সেই থেকে মাথায় একটা জিনিস ভালোমতে গেঁথে যায় যে যারা ব্লগিং করে তারা উচ্চমানের জ্ঞানী ব্যক্তি! ----------তাই নাকি?
২য় বর্ষের শুভেচ্ছা রইলো।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৫
আকিব আরিয়ান বলেছেন: হুম
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৩৭
প্রবাসী পাঠক বলেছেন: দ্বিতীয় বর্ষ পূর্তির শুভেচ্ছা।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৮
আকিব আরিয়ান বলেছেন: ধন্যবাদ
৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:১১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
বর্ষপূর্তির অভিনন্দন।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
আকিব আরিয়ান বলেছেন: ধন্যবাদ
৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১২
আরণ্যক রাখাল বলেছেন: হ্যাপি ব্লগিং
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৪
আকিব আরিয়ান বলেছেন: হ্যাপি ব্লগিং
৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অভিনন্দন
হ্যাপি ব্লগিং
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২২
আকিব আরিয়ান বলেছেন: হ্যাপি ব্লগিং আপু
১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
জুন বলেছেন: ডেমোন দের কফিশপ টা সত্যি দারুন ছিল ।
শুভকামনা রইলো অনেক
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩০
আকিব আরিয়ান বলেছেন: আসলেই দারুন ছিল! আপনার জন্যেও শুভ কামনা রইলো
১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৫
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা রইলো।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৯
আকিব আরিয়ান বলেছেন: ধন্যবাদ
১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৩
বিজন রয় বলেছেন: আমি নতুন।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৭
আকিব আরিয়ান বলেছেন: আস্তে আস্তে পুরান হয়ে যাবেন শুভ কামনা
১৩| ১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫২
সোহাগ সকাল বলেছেন: দের বছরেরও অধিক সময় পর বর্ষপূর্তির শুভেচ্ছা জানানোর কোনো সিস্টেম জানা আছে?
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৭
শায়মা বলেছেন: ওকে