![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত্রির নির্জনতায় নিঃসঙ্গ কেঁদে কেঁদে, একদিন হয়তো তুই অজান্তেই মরে যাবি, তবুও তুই জানবি না পাষাণ এ বুকে কতটুকু ভালবাসা তোর জন্যে জমা রাখি।
(১)
একদিন খুউউব রাতে
জনৈকা আততায়ীর হাতে
খুন হয়েছিলো ঘুম,
তারপর আআআর তাকে
একটুও পারিনি জাগাতে
চোখে গলিয়ে মোম।
হে ইশ্বর,
পরজন্মে নয়, এ জন্মেই আমায়
করে দাও জলজ মত্স'র ন্যায়,
যেনো জাগে নির্মিলিত দুচোক্ষে ঘুম।
অ-মত্স জীবন
কাওরান বাজার
দুপুর দুইটে একুশ
দশৈ মার্চ ২০১৫
(২)
পুরো দুনিয়া একদিক আর আমি অন্যদিক,
মাঝখানে তুমি সামুদ্রিক, আমরা দিগ্বিদিক।
উভচর প্রেমিকা
দশেই মার্চ
দুপুর
কাওরান বাজার
(৩)
রেললাইনে কাটা পড়া দিনমজুরের মৃত্যুর খবর
শিরোনামে ঠাঁই পায় না কোন পত্রিকায়,
রাস্তায় দুয়েকটা কাক এমনি মরে পড়ে থাকে
বিদ্যূতপৃষ্ঠ হয়ে, ইঁদূর মরে গাড়িচাপায়।
তাদের জীবনের মূল্য কতটুকুই এই শহরে?
যেথায় প্রতিঘন্টায় কেউ না কেউ এমনি মারা যায়!
তোমাদের ভালো বেসে বেসে
নিজের জীবনের
মূল্য কতো?
তা ভুলেই গিয়েছিলাম প্রায়।
আজ অনেকদিন পর আবার হঠাত উপলব্ধি করলাম!
জীবনের মূল্য
ছয়ই এপ্রিল
রাত নয়টা ছয়
ইন্দিরা রোড
(৪)
কবিদের যখন কৈশোর প্রেম যৌবনে প্রবলভাবে পুনরায় জাগ্রত হয়,
কবিতারা মায়ের চোখ ফাঁকি দিয়ে উঠোন পেরিয়ে দরোজায় দাঁড়ায়।
যৌবনে কবি
তেরই মার্চ
সুবিদবাজার, সিলেট
(৫)
আমার এ জীবন কোন মানুষের জীবন নয়,
এ জীবন গাধার,
দিন রাত অক্লান্ত পরিশ্রম করার।
আমার এ জীবন কোন মানুষের জীবন নয়,
এ জীবন ইঁদুরের,
সারাদিন ভয় চিল-শকুনের।
আমার এ জীবন কোন মানুষের জীবন নয়,
এ জীবন কয়লার,
রোদে পুড়ে পুড়ে ছাই হওয়ার।
আমার এ জীবন কোন মানুষের জীবন নয়,
এ জীবন লেপ-তোষকের,
দুর্বিষহ ছাড়পোকার কামড়ের।
আমার এ জীবন কোন মানুষের জীবন নয়,
এ জীবন পাতিল-হাঁড়ির,
আগুনে ঝলসে অযথা চাকরামির।
আমার এ জীবন কোন মানুষের জীবন নয়,
এ জীবন কুকুরের,
মাংসল হাড় না পাওয়ার আক্ষেপের।
আমার এ জীবন কোন মানুষের জীবন নয়,
এ জীবন গাছপালার,
প্রহর ফুরিয়ে আসে না অপেক্ষার।
আমার এই অমানুষের জীবনটাও নিজস্ব নয়,
এ জীবন প্রেমিকার,
আমৃত্যু একাধারে ভালবেসে যাওয়ার।
মাঝে মাঝে মনে হয়,
অমানুষের আবার জীবন কিসের??
'অমানুষ!'
পান্থকুঞ্জ
তেইশে মার্চ ২০১৫
গোধূলী
০৪ ঠা মে, ২০১৫ সকাল ৮:৫৬
আকিব আরিয়ান বলেছেন: ধন্যবাদ
২| ৩০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিদের যখন কৈশোর প্রেম যৌবনে প্রবলভাবে পুনরায় জাগ্রত হয়,
কবিতারা মায়ের চোখ ফাঁকি দিয়ে উঠোন পেরিয়ে দরোজায় দাঁড়ায়।[/si
চমৎকার।
০৪ ঠা মে, ২০১৫ সকাল ৮:৫৬
আকিব আরিয়ান বলেছেন: ধন্যবাদ
৩| ৩০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৬
অশ্রুত প্রহর বলেছেন: ভাল লাগলো।
০৪ ঠা মে, ২০১৫ সকাল ৮:৫৮
আকিব আরিয়ান বলেছেন: ধন্যবাদ
৪| ০১ লা মে, ২০১৫ রাত ১:৩৯
স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর !
০৪ ঠা মে, ২০১৫ সকাল ৮:৫৭
আকিব আরিয়ান বলেছেন: ধন্যবাদ
৫| ০১ লা মে, ২০১৫ সকাল ৭:৫৬
সাইলেন্ট পেইন বলেছেন: অসম্ভব ভাল লাগল।
০৪ ঠা মে, ২০১৫ সকাল ৮:৫৭
আকিব আরিয়ান বলেছেন: অসম্ভব ধন্যবাদ
৬| ০১ লা মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬
অদৃশ্য অমানুষ বলেছেন: অনেক অনেক ভাল লাগছে....
০৪ ঠা মে, ২০১৫ সকাল ৮:৫৯
আকিব আরিয়ান বলেছেন: খুশি হলাম
৭| ০১ লা মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
সুমন কর বলেছেন: প্রতিটি সুন্দর।
৪র্থ প্লাস।
০৪ ঠা মে, ২০১৫ সকাল ৯:০০
আকিব আরিয়ান বলেছেন: জেনে খুশি হলাম
৮| ১৪ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:১৭
শায়মা বলেছেন: এই ব্লগকে ভুলে গেলে তোমরা!!!
১৪ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০৬
আকিব আরিয়ান বলেছেন: আপু ফিরে এসেছি, কে বা কারা আমাকে ভুলে গেছে, একটু জানাবেন কি?
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১০
জেন রসি বলেছেন: সবগুলোই ভালো লেগেছে
++