![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নেবুলাস। এটা আমার ছদ্মনাম। আমার আসল পরিচয় না হয় নাই দিলাম। সবচেয়ে বড় কথা আমি একজন মানুষ। আমি রক্ত, মাংসে গড়া একজন মানুষ। আমার সুখ-দুঃখ, হাসি-কান্না রয়েছে। আমি ও ব্যাথিত হই যখন আমায় ব্যাথা দাও। কখনো রেগে ফেটে পড়ি। কখনো হাসতে হাসতে পেটে খিল ধরে। কারো দুঃখ কষ্টের কথা শুনলে খারাপ লাগে। এই আমার অবস্থা। ছোটবেলায় মানুষের অনেক কিছু হওয়ার ইচ্ছা থাকে, আমারও ছিল, হয়েছি কোন একটা। কিন্তু এখনো পরিপূর্ণতা পাইনি।প্রিয় রং সবুজ।খেতে ভালোবাসি খিচুড়ি, মাংস ভূনা, বিরানী, মুরগীর রোস্ট, ইলিশ পোলাও, সরিষা ইলিশ, শুটকি ভর্তা+চিতঐ পিঠা, আলু ভর্তা, ঝাল মুড়ি, চটপটি, ফুসকা, হালিম, মুড়ি ঘন্ট মুগের ডাল দিয়ে, আরো অনেক অনেক....বুঝাই যায় আমি একজন ভোজন রসিক।
আমার সোনার বাংলা--- জেমস
=========================================
তুমি বিস্তৃত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়
আছো সহরোওয়ার্দী শেরে বাংলায় ভাসানীর শেষ ইচ্ছায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন ধরা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন।
তুমি ছেলে হারা মা জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি
তুমি জসীমউদ্দিনের নকশী কাঁথার মাঠ মুঠো মুঠো সোনার ধূলি
তুমি ৩০ কিংবা তারো অধিক লাখো শহীদের প্রাণ
তুমি শহীদ মিনারের প্রভাত ফেরী ভাইহারা ২১শের গান।
আমারসোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি।
আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি
প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি।
=========================================
(আজ বারবার এই গানটির কথাগুলো মনে ভাসছে তাই পোষ্ট দিলাম, আর অসংখ্য ধন্যবাদ জেমসকে এমন সুন্দর একটা গান বাংলাদেশকে উপহার দেয়ার জন্য।)
©somewhere in net ltd.