নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

║♥♥ ছোট্ট নেবুলাসটি এখন অনেক বড় ♥♥║

নেবুলাস

আমি নেবুলাস। এটা আমার ছদ্মনাম। আমার আসল পরিচয় না হয় নাই দিলাম। সবচেয়ে বড় কথা আমি একজন মানুষ। আমি রক্ত, মাংসে গড়া একজন মানুষ। আমার সুখ-দুঃখ, হাসি-কান্না রয়েছে। আমি ও ব্যাথিত হই যখন আমায় ব্যাথা দাও। কখনো রেগে ফেটে পড়ি। কখনো হাসতে হাসতে পেটে খিল ধরে। কারো দুঃখ কষ্টের কথা শুনলে খারাপ লাগে। এই আমার অবস্থা। ছোটবেলায় মানুষের অনেক কিছু হওয়ার ইচ্ছা থাকে, আমারও ছিল, হয়েছি কোন একটা। কিন্তু এখনো পরিপূর্ণতা পাইনি।প্রিয় রং সবুজ।খেতে ভালোবাসি খিচুড়ি, মাংস ভূনা, বিরানী, মুরগীর রোস্ট, ইলিশ পোলাও, সরিষা ইলিশ, শুটকি ভর্তা+চিতঐ পিঠা, আলু ভর্তা, ঝাল মুড়ি, চটপটি, ফুসকা, হালিম, মুড়ি ঘন্ট মুগের ডাল দিয়ে, আরো অনেক অনেক....বুঝাই যায় আমি একজন ভোজন রসিক।

নেবুলাস › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে ঘুড়ি

২৯ শে মার্চ, ২০১৪ রাত ১১:১৭

ইচ্ছে ঘুড়ি

==================================

জীবনটা আজ হেসে খেলে যাচ্ছে চলে

যাচ্ছে চলে যাক না।

জীবনের যত নিয়ম কানুন

থাকনা পরে থাক না।



হৃদয়টা আজ খুশির রঙে

রঙিন হয়ে যাক না।

জীবনটা আজ হেসে খেলে যাচ্ছে চলে

যাচ্ছে চলে যাক না।



আমি হারিয়ে যাবো আজ দূরের পানে

মেঘে ভেলায় আর হাওয়ার টানে,

ঘাশের মাঠে আর বনের মাঝে

জ্যোৎস্না রাতে আর চাদেঁর ডাকে,

হারিয়ে যাচ্ছি চলে যা্ই না।



জীবনটা আজ হেসে খেলে যাচ্ছে চলে

যাচ্ছে চলে যাক না।

যাচ্ছে চলে যাক না।

যাচ্ছে চলে যাক না।



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৪ ভোর ৬:১১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো লাগলো।

২| ৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫৫

আমিনুর রহমান বলেছেন:



সুন্দর +++

৩| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৮:৪০

নেবুলাস বলেছেন: পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।

৪| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:১২

ইমরাজ কবির মুন বলেছেন:
Nice.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.