নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

║♥♥ ছোট্ট নেবুলাসটি এখন অনেক বড় ♥♥║

নেবুলাস

আমি নেবুলাস। এটা আমার ছদ্মনাম। আমার আসল পরিচয় না হয় নাই দিলাম। সবচেয়ে বড় কথা আমি একজন মানুষ। আমি রক্ত, মাংসে গড়া একজন মানুষ। আমার সুখ-দুঃখ, হাসি-কান্না রয়েছে। আমি ও ব্যাথিত হই যখন আমায় ব্যাথা দাও। কখনো রেগে ফেটে পড়ি। কখনো হাসতে হাসতে পেটে খিল ধরে। কারো দুঃখ কষ্টের কথা শুনলে খারাপ লাগে। এই আমার অবস্থা। ছোটবেলায় মানুষের অনেক কিছু হওয়ার ইচ্ছা থাকে, আমারও ছিল, হয়েছি কোন একটা। কিন্তু এখনো পরিপূর্ণতা পাইনি।প্রিয় রং সবুজ।খেতে ভালোবাসি খিচুড়ি, মাংস ভূনা, বিরানী, মুরগীর রোস্ট, ইলিশ পোলাও, সরিষা ইলিশ, শুটকি ভর্তা+চিতঐ পিঠা, আলু ভর্তা, ঝাল মুড়ি, চটপটি, ফুসকা, হালিম, মুড়ি ঘন্ট মুগের ডাল দিয়ে, আরো অনেক অনেক....বুঝাই যায় আমি একজন ভোজন রসিক।

নেবুলাস › বিস্তারিত পোস্টঃ

মোদী ক্ষমতায় আসলে বাংলাদেশ-পাকিস্তান অখন্ড ভারতে আসবে: আধ্যাতিক গুরু রামদেব।

২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৬







ভারতীয় সমাজবাদী পার্টির মোলায়েম সিং যাদব এবং প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান মারকান্দে কাটজু’র পর এবার ভারতের আধ্যাতিক গুরু রামদেব বাংলাদেশ ভারতের অধীনের আসবে বলে আশা ব্যক্ত করেছেন। সেই সাথে তিনি পাকিস্তানও ভারতের সাথে একীভূত হবে বলে দাবি করেন।



রামদেব টাকা নিয়ে একজন প্রার্থীকে বিজেপির মনোনয়ন দিতে সহায়তা করার ভিডিও ফাঁস হওয়ার পরে ভারতীয় টিভি চ্যানেল নিউজ২৪ আয়োজিত ফোনলাইভে রামদেব একথা বলেন[১] ।



ভারতীয় টিভি চ্যানেল নিউজ২৪ ভারতের বিহারের সাবেক মন্ত্রী এবং বিজেপি নেতা গিরিরাজ সিং মোদী বিরোধীদের পাকিস্তানে পাঠানোর যে হুমকি দিয়েছে সে প্রসঙ্গে জানতে চাইলে রামদেব বলেন, “নরেন্দ মোদী সরকার যদি ঠিকঠাক মতো ৫ বছর ক্ষমতায় থাকতে পারে তাহলে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ আবার অখন্ড ভারতের অংশ হবে। কাজেই কে ভারতে কে পাকিস্তানে তা নিয়ে চিন্তার কিছু নেই। এবং এটা স্বপ্ন না এটা আমাদের সংকল্প।[২]”



ভারতের শীর্ষ পর্যায়ের নেতাদের কাছ থেকে এধরনের বক্তব্য আসার পর এখন পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয় বা সরকারের পক্ষ থেকে কোন প্রকার প্রতিবাদ, নিন্দা বা ক্ষোভ জানানো হয়নি।



এদিকে বাংলাদেশের “বাংলাদেশ সাইবার ৭১”[৩] নামের হ্যাকার গ্রুপ এই ধরনের বক্তব্যের প্রতিবাদে ভারতের বেশ কয়েকটি রাজনৈতিক দলের ওয়েব সাইট (মমতা ব্যানার্জী, নরেন্দ্র মদী প্রমুখ)হ্যাক করে এবং এ ধরনের মন্তব্য ভবিষ্যতে না করার জন্য সর্তক করার কয়েক দিনের মধ্যে ভারতের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের কাছ থেকে এমন বক্তব্য পাওয়া গেল।



তথ্য সূত্র:

[১] http://shar.es/TFDJo

[২]https://www.youtube.com/watch?v=sxF6kdZmkAE

[৩]http://banglanews24.com/English/detailsnews.php?nssl=0103e35453ccce1080726f4bf2a10bc7&nttl=2304201489948

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১৮

ইঁদুর চিকার মারামারি, নষ্ট করে বসত বাড়ি বলেছেন: গঞ্জিকা বেশী সেবন করিলে যা হয় আর কি!!

২| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩২

নেবুলাস বলেছেন: পোস্টে প্রথম মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমাদের বিষয়টা নিয়ে আরো বেশি করে ভাবতে হবে। B:-)

৩| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৬

সাইফুল আজীম বলেছেন: ভাই, বাবা কামদেবের জনপ্রিয়তায় ভাটা পড়েছে কিনা তাই লাইম লাইটে আসার চেষ্টা আর কি। আমি দেরাদুন শহরে থাকি যার খুব কাছেই হরিদুয়ার নামের একটি ধর্মীয় দিক দিয়ে গুরুত্বপূর্ন শহর রয়েছে। এই ব্যাটা প্রায় এখানে আসে আর নানা রকম দৃষ্টি আকর্ষর্নীয় কাজ করে লোকজনরে ভালোই বিনোদন দিয়ে যায়।

তবে ভারতে বসে ভারতের নির্বাচনকে দেখে ও যেটা বুঝতে পারছি যে মোদী ও তার সমর্থনকারীদের পররাষ্ট্রনীতিতে আগ্রাসনের ছাপই বেশী তাই বলে নিজেকে কি হনুরে ভাববার কিছু নেই যে চাইলেই প্রতিবেশী দেশগুলোকে নিজের করে নেয়া যাবে।

আমাদের পররাষ্ট্র মন্ত্রনালয়ের উচিত এ ধরনের বক্তব্যের কঠোর প্রতিবাদ করা।!

২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০১

নেবুলাস বলেছেন: হুমম... সাইফুল আজীম ভাই, আপনার মতন আমিও এই আশা করেছিলাম যে পররাষ্ট্র মন্ত্রনালয় এর তাৎক্ষিনক নিন্দা ও প্রতিবাদ জানাবে। কিন্তু আমি হতাশ। :|| :||

যাই হোক, মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

৪| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাংলাদেশের দুই তৃতীয়াংশ নেবার বিবৃতিতেও সরকার চুপ!

এইবারও চুপ!

আওয়ামীলীগ আসলে দেশ ভারত হয়ে যাবে, এটাকে যারা বিএনপির প্রপোগান্ডা বলতো- ঐ ছুশীলরা কই?

এরে তবে কি কয়?

এমন নতজানু পরারাষ্ট্র নীতি ৪০ বছরে এর আগে কি বাংলাদেশ দেখেছে!!!

জাতির পিতাও এই হাল দেখলে কন্যারে ত্যাজ্যই করতেন!

কারণ তিনিও ইন্দিরার কাছে দেশের স্বার্থে সৈন্য ফিরানোর তারিখ চেয়েই বিরাগভাজন হয়েছিলেন, কিন্তু দেশের স্বার্থকে ভূলেন নি।

২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০০

নেবুলাস বলেছেন: বিদ্রোহী ভৃগু ভাই, আমরাতো মরে যাইনি। সন্তানের দেহে প্রাণ থাকতে মায়ের কিসের ভয়?

৫| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৮

ইসপাত কঠিন বলেছেন: রামদেব কি খোলা মাঠে মলমূত্র ত্যাগ করে?

২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫০

নেবুলাস বলেছেন: গবেষনার বিষয়। আচ্ছা এইটার উপর কেউ ডক্টরেট করা আছে নাকি?

৬| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৬

রাতুল রেজা বলেছেন: এসব গাজাখোরদের ভারতের জনগন ভোট দেয় /:) দুক্ক আর দুক্ক :-<

২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৭

নেবুলাস বলেছেন: আসলেই দুক্ক /:)

৭| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪০

রাখালছেলে বলেছেন: পাগলে কি বলে আর ছাগলে......

২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৮

নেবুলাস বলেছেন: :) :) ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৮| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪২

আই ঠগ বলেছেন: এই ভারতকেই আমরা অনুসরন করি!!! আমাদের টিভি চ্যানেলগুলো নিরব কেন??
সরকার কিছু বলবে না এটা প্রত্যাশিতই ছিল ।

৯| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৫

পেইচিং বলেছেন: ১৯৯৬ সাল থেকে বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়ে চলেছে। দু:খের বিষয় এখনো আমরা নিজেদের বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে পারি।

শুয়োরের বাচ্চাদের কি খেয়ে দেয়ে আর কাজ নেই? বাংলাদেশি একদল কুত্তা বলে এই গেল, দেশ গেলো, দেশ ভারত হয়ে গেলো। বিশ বছর ধরে শুনছি একই কথা......

আর এক ভারতীয় কুত্তার দল দুই দিন পর পর এইটা ওইটা বলে। ব্যাটা তোরা বাঙালির ালও ছিড়তে পারবি না। পাকিস্তান আফগানিস্তান তো দূরের কথা। ওদের পারমানবিক অস্ত্র আছে।

শুধু শুধু চিল্লা পাল্লা কইরা সমাজের শান্তি বিনষ্ট করা আর কি।

১০| ০১ লা মে, ২০১৪ সকাল ৮:৩৩

নেবুলাস বলেছেন: আই ঠগ, পেইচিং আপনাদের দুইজনকেই ধন্যবাদ মন্তব্য করার জন্য। 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.