নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

║♥♥ ছোট্ট নেবুলাসটি এখন অনেক বড় ♥♥║

নেবুলাস

আমি নেবুলাস। এটা আমার ছদ্মনাম। আমার আসল পরিচয় না হয় নাই দিলাম। সবচেয়ে বড় কথা আমি একজন মানুষ। আমি রক্ত, মাংসে গড়া একজন মানুষ। আমার সুখ-দুঃখ, হাসি-কান্না রয়েছে। আমি ও ব্যাথিত হই যখন আমায় ব্যাথা দাও। কখনো রেগে ফেটে পড়ি। কখনো হাসতে হাসতে পেটে খিল ধরে। কারো দুঃখ কষ্টের কথা শুনলে খারাপ লাগে। এই আমার অবস্থা। ছোটবেলায় মানুষের অনেক কিছু হওয়ার ইচ্ছা থাকে, আমারও ছিল, হয়েছি কোন একটা। কিন্তু এখনো পরিপূর্ণতা পাইনি।প্রিয় রং সবুজ।খেতে ভালোবাসি খিচুড়ি, মাংস ভূনা, বিরানী, মুরগীর রোস্ট, ইলিশ পোলাও, সরিষা ইলিশ, শুটকি ভর্তা+চিতঐ পিঠা, আলু ভর্তা, ঝাল মুড়ি, চটপটি, ফুসকা, হালিম, মুড়ি ঘন্ট মুগের ডাল দিয়ে, আরো অনেক অনেক....বুঝাই যায় আমি একজন ভোজন রসিক।

নেবুলাস › বিস্তারিত পোস্টঃ

বই পড়া ~সাইমুম সিরিজ~

১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৬

সাাইমুম পড়ছি। সাইমুম পড়তে ভালোই লাগছে। এটা একটা থ্রিলারধর্মী সিরিজ।
যারা থ্রিলারধর্মী সিরিজ পড়েছেন তাদের এই সিরিজটি পড়তে খারাপ লাগবে না।

বাংলাতে যারা থ্রিলারের ভক্ত, তারা এই সিরিজটি পড়ে দেখতে পারেন।
সাইমুমের লেখক হলেন আবুল আসাদ

এই সিরিজের বই ডাউনলোড করতে পারেন এখান থেকে ।

যাদের এনড্রয়েড ফোন আছে তারা তাদের ফোনেও সাইমুম অ্যাপটি ইনষ্টল করে নিতে পারেন এই লিংক থেকে।

আর যদি ঘরে বসে এই সিরিজের কোন বই পেতে চান তাহলে এখানে অর্ডার করতে পারেন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৭

কলাবাগান১ বলেছেন: শিবিরের ছায়া তলে আসতে এই সিরিজ আপনাকে সাহায্য করবে.............।

১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৯

নেবুলাস বলেছেন: আপনি সিরিজটি না পড়েই মন্তব্য করলেন। ব্যাপারটা পাঠকদের উপরই ছেড়ে দিন না। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.