![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নেবুলাস। এটা আমার ছদ্মনাম। আমার আসল পরিচয় না হয় নাই দিলাম। সবচেয়ে বড় কথা আমি একজন মানুষ। আমি রক্ত, মাংসে গড়া একজন মানুষ। আমার সুখ-দুঃখ, হাসি-কান্না রয়েছে। আমি ও ব্যাথিত হই যখন আমায় ব্যাথা দাও। কখনো রেগে ফেটে পড়ি। কখনো হাসতে হাসতে পেটে খিল ধরে। কারো দুঃখ কষ্টের কথা শুনলে খারাপ লাগে। এই আমার অবস্থা। ছোটবেলায় মানুষের অনেক কিছু হওয়ার ইচ্ছা থাকে, আমারও ছিল, হয়েছি কোন একটা। কিন্তু এখনো পরিপূর্ণতা পাইনি।প্রিয় রং সবুজ।খেতে ভালোবাসি খিচুড়ি, মাংস ভূনা, বিরানী, মুরগীর রোস্ট, ইলিশ পোলাও, সরিষা ইলিশ, শুটকি ভর্তা+চিতঐ পিঠা, আলু ভর্তা, ঝাল মুড়ি, চটপটি, ফুসকা, হালিম, মুড়ি ঘন্ট মুগের ডাল দিয়ে, আরো অনেক অনেক....বুঝাই যায় আমি একজন ভোজন রসিক।
তাফসীরুল কোরআন মাহফিলের ১০ বৎসর পূর্তি উদ্যাপন উপলক্ষ্যে বিশেষ দু’আ মাহফিল। আপনারা সকলে আমন্ত্রিত।
[মহিলাদের জন্য পর্দার সাথে তাফসীর মাহফিল শুনার সু-ব্যবস্থা আছে।
লোকেশন: তালতলা বাস ষ্ট্যান্ড থেকে পশ্চিম দিকে ২-৩ মিনিটের হাটা পথ (আনুমানিক ৩০০মিটার )।
হক বেকারীর একটু আগে হাতের বাম পাশে।
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৪
নেবুলাস বলেছেন: ইচ্ছা পোষণ করেছেন এটাই বা কম কি? আল্লাহ আপনাকে রহমত্ আর বরকত দান করুন।
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৪
মেহেদী হাসান শীষ বলেছেন: আসার চেষ্টা করব ভাই কারন বাড়ি অনেক দূর সেই অনেক নদী পেরিয়ে ভোলা