নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

║♥♥ ছোট্ট নেবুলাসটি এখন অনেক বড় ♥♥║

নেবুলাস

আমি নেবুলাস। এটা আমার ছদ্মনাম। আমার আসল পরিচয় না হয় নাই দিলাম। সবচেয়ে বড় কথা আমি একজন মানুষ। আমি রক্ত, মাংসে গড়া একজন মানুষ। আমার সুখ-দুঃখ, হাসি-কান্না রয়েছে। আমি ও ব্যাথিত হই যখন আমায় ব্যাথা দাও। কখনো রেগে ফেটে পড়ি। কখনো হাসতে হাসতে পেটে খিল ধরে। কারো দুঃখ কষ্টের কথা শুনলে খারাপ লাগে। এই আমার অবস্থা। ছোটবেলায় মানুষের অনেক কিছু হওয়ার ইচ্ছা থাকে, আমারও ছিল, হয়েছি কোন একটা। কিন্তু এখনো পরিপূর্ণতা পাইনি।প্রিয় রং সবুজ।খেতে ভালোবাসি খিচুড়ি, মাংস ভূনা, বিরানী, মুরগীর রোস্ট, ইলিশ পোলাও, সরিষা ইলিশ, শুটকি ভর্তা+চিতঐ পিঠা, আলু ভর্তা, ঝাল মুড়ি, চটপটি, ফুসকা, হালিম, মুড়ি ঘন্ট মুগের ডাল দিয়ে, আরো অনেক অনেক....বুঝাই যায় আমি একজন ভোজন রসিক।

নেবুলাস › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া ৮০০ কোটি টাকার হিসাব চাই।

১২ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৭

বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া ৮০০ কোটি টাকার হিসাব চাই। হিসাব চাই ১ ১টি টাকার।

একই সংঙ্গে এই ঘটনা কেনো ব্যাংক গভর্নর চেপে রাখলেন তার যুক্তি সংগত ব্যাখ্যা চাই

এবং তদন্তকারী প্রতিষ্ঠান বাংলাদেশের কনফিডেনশিয়াল ব্যাংকিং ইনফরমেশন এর কনফিডেনশিয়ালিটি রক্ষা করবে কিভাবে তার বিশদ বিবরণ এবং ১০০% গ্যারান্টি চাই।

ব্যাংক গভর্নর কেনো দেশীয় তথ্য প্রযুক্তিবিদদের সাথে আলোচনা না করে, সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে তাদের সাথে

আলোচনা না করে ব্যাংকের কম্পিউটারে সিকিউরিটি টুলস বিদেশীদের পরামর্শে ইনস্টল করার নোটিশ কেন জারি করলেন তার ব্যাখ্যা চাই।

সর্বোপরি বাংলাদেশ ব্যাংক যে টাকা আদায় করতে পারবেনা সে টাকা গভর্নরের কাছ থেকে কেটে রাখা হোক।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৮

কল্লোল পথিক বলেছেন:





শতভাগ সহমত।
দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

২| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১২

আমি যাযাবর বলিছ বলেছেন: ভাই আমরা এমন এক দেশে থাকি যেখানে সত্য কথা বললে পাছা দিয়ে বাঁশ খেতে হয়।বাংলাদেশ থেকে এত্ত গুলো টাকা নাই অথচ তা নিয়ে কারো কোন মাথা ব্যাথা নাই।আবার কোন কোন সত্যিকারের দেশ প্রেমিক আছে যারা মনে করে দেশে কোন প্রবলেম ই নাই দেশ অনেক ভাল চলছে।আমাদের ডিজিটাল সরকারের কোটি টাকা বেতনের আইটি বিশেষজ্ঞ থাকা সত্তে ও কিভাবে এমন একটি ঘঠনা ঘটল?আর এই টাকা উদ্ধারের জন্য কেন ভারতের আইটি বিশেষজ্ঞ নিয়োগ দেয়া হবে তার কোন উত্তর কি কেউ দিতে পারবে?

৩| ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৫

মুসাফির নামা বলেছেন: বুঝলাম না, ৮০০ কোটি টাকা তেমন কিছুই না। কিন্তু আপনারা এত অস্তির হয়ে পড়লেন কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.