![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নেবুলাস। এটা আমার ছদ্মনাম। আমার আসল পরিচয় না হয় নাই দিলাম। সবচেয়ে বড় কথা আমি একজন মানুষ। আমি রক্ত, মাংসে গড়া একজন মানুষ। আমার সুখ-দুঃখ, হাসি-কান্না রয়েছে। আমি ও ব্যাথিত হই যখন আমায় ব্যাথা দাও। কখনো রেগে ফেটে পড়ি। কখনো হাসতে হাসতে পেটে খিল ধরে। কারো দুঃখ কষ্টের কথা শুনলে খারাপ লাগে। এই আমার অবস্থা। ছোটবেলায় মানুষের অনেক কিছু হওয়ার ইচ্ছা থাকে, আমারও ছিল, হয়েছি কোন একটা। কিন্তু এখনো পরিপূর্ণতা পাইনি।প্রিয় রং সবুজ।খেতে ভালোবাসি খিচুড়ি, মাংস ভূনা, বিরানী, মুরগীর রোস্ট, ইলিশ পোলাও, সরিষা ইলিশ, শুটকি ভর্তা+চিতঐ পিঠা, আলু ভর্তা, ঝাল মুড়ি, চটপটি, ফুসকা, হালিম, মুড়ি ঘন্ট মুগের ডাল দিয়ে, আরো অনেক অনেক....বুঝাই যায় আমি একজন ভোজন রসিক।
অপসংস্কৃতির এই যুগে সুস্থধারার ইসলামী সঙ্গীতের বিশেষ আয়োজন নিয়ে আপনাদের মাঝে আজ রাতে হাজির হলাম।
ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন।
১। যষ্ঠি মুকুল, মিষ্টি বকুল, বৃষ্টিভেজা ফুল।
[https://www.facebook.com/BdIslamiKafela/videos/289468251451412]
২। বিসমিল্লাহ, বলো বিসমিল্লাহ।
৩। ঐ চাঁদের আলো আর লাগেনা ভালো।
৪। সকল তারিফ
৫। এই দু'চোখে দৃষ্টি না থাক
এধরনের আরো ইসলামিক সঙ্গীত দেখতে ঘুরে আসতে পারেন এখান থেকে।
©somewhere in net ltd.