![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নেবুলাস। এটা আমার ছদ্মনাম। আমার আসল পরিচয় না হয় নাই দিলাম। সবচেয়ে বড় কথা আমি একজন মানুষ। আমি রক্ত, মাংসে গড়া একজন মানুষ। আমার সুখ-দুঃখ, হাসি-কান্না রয়েছে। আমি ও ব্যাথিত হই যখন আমায় ব্যাথা দাও। কখনো রেগে ফেটে পড়ি। কখনো হাসতে হাসতে পেটে খিল ধরে। কারো দুঃখ কষ্টের কথা শুনলে খারাপ লাগে। এই আমার অবস্থা। ছোটবেলায় মানুষের অনেক কিছু হওয়ার ইচ্ছা থাকে, আমারও ছিল, হয়েছি কোন একটা। কিন্তু এখনো পরিপূর্ণতা পাইনি।প্রিয় রং সবুজ।খেতে ভালোবাসি খিচুড়ি, মাংস ভূনা, বিরানী, মুরগীর রোস্ট, ইলিশ পোলাও, সরিষা ইলিশ, শুটকি ভর্তা+চিতঐ পিঠা, আলু ভর্তা, ঝাল মুড়ি, চটপটি, ফুসকা, হালিম, মুড়ি ঘন্ট মুগের ডাল দিয়ে, আরো অনেক অনেক....বুঝাই যায় আমি একজন ভোজন রসিক।
একজন হীনমনা লেখক নান্দনিক বুদ্ধিপ্রকর্ষ
গতকাল "আরিফ আজাদের প্যারাডক্সিক্যাল সাজিদ নামক অপাঠ্য কিতাব সমালোচনা পর্ব-৩" (লেখক: নান্দনিক বুদ্ধিপ্রকর্ষ) নামক একটি পোষ্ট পড়ছিলাম।
েতা পোষ্টের হীনমনা লেখকের (লেখক: নান্দনিক বুদ্ধিপ্রকর্ষ) প্রথম দুই পয়েন্টের দাবি জাস্টিফাই করতে গিয়ে দেখলাম তার দাবিগুলো মিথ্যা এবং আমি তা বললাম। তার উত্তরে সে একটা উত্তর দিলো এবং আবারো প্রমান করতে বলল ঠিকই, কিন্তু আমি উত্তর পোষ্ট করতে গিয়ে দেখলাম
এই লেখাটি দেখাচ্ছে, অর্থাৎ সে আমাকে ব্লক করেছে। নিচে আমি ছবি দিয়ে দিলাম-
পরিশেষে হীনমনা ব্লগার নান্দনিক বুদ্ধিপ্রকর্ষ-কে তার মন্তব্যের প্রতিউত্তরে বলতে চাই
"তো? আমি নিশ্চয়ই আপনাকে রেফারেন্স কাকে বলে তা শেখাতে যাবো না, আপনিইতো প্রথমে বেশ কয়েক পয়েন্টে রেফারেন্স নিয়ে টানাহেচঁড়া করলেন। আপনি যদি মূল আলোচনায় থাকতে চাইতেন তাহলে পয়েন্ট আকারে অসাড় কথাগুলো কেন লিখলেন? মানুষকে আপনার লেখার প্রতি উদ্দ্যেশ্যমূলকভাবে প্রভাবিত করার জন্যে?
আর আপনার বাকি লেখার উত্তর দেয়ার আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই। কারন আপনি এখন কথার প্যাঁচ শুরু করে দিবেন মূল আলোচনা বাদ দিয়ে। হীনমন্যতা পরিত্যাগ করুন। সমালোচনা সইতে না পারলে অন্তত ব্লগিং করতে যাবেন না।
বিচার আমি পাঠকদের হাতেই ছেড়ে দিলাম।"
২| ২৯ শে মার্চ, ২০১৭ ভোর ৬:৫৯
গড়াই নদীর তীরে বলেছেন: নান্দনিক সাহেবের বুদ্ধির প্রকর্ষ ঘটতে ঘটতে ক্রমশই তা রামছাগলের বুদ্ধিতে রূপান্তরিত হচ্ছে।
৩| ২৯ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৩৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হা হা হা হা হা
ব্যপারটা শুরু হয় আমার সাথে.................তার অগাবগা লজিক এবং পোষ্ট নিয়ে আমার কোন আগ্রহই ছিলোনা কিন্তু মুসলিমদের কটাক্ষ করে সো কল্ড মুক্তমনাসুলভ মন্তব্য দেখে কমেন্ট করেছিলাম।
কি কথার কি উত্তর দেয় সে নিজেই জানেনা।তাঁরছিড়া প্রলাপ সব।টপিক তার আরিফ আজাদের বই নিয়ে।সেখানে অপ্রাসঙ্গিকভাবে মুসলিমদের কটাক্ষ করে আবার নিজেই পোষ্টের শেষ লাইনে লিখে কেউ অপ্রাসঙ্গিক মন্তব্য করবেন্না।
আরিফ আজাদ সম্পর্কে সে যেই অভিযোগ করেছে একি কাজ নিজেও করলো আমার কমেন্ট ডিলিট করে...........................
তারপর যথারীতি পোষ্টে ব্লক
কাজী ফাতেমাকে রিপ্লাই দিলো পোষ্টি এতবার পঠিত হওয়ার কারণ নাকি ফেবু এন্ড বিভিন্ন পেজে বহুবার শেয়ারিং...............পোষ্টের উপরে-নীচে শেয়ার বাটনের পাশে জ্বলজ্বলে "০'' সংখ্যাটা তার কথার সত্যতা প্রমান করে
বটম লাইন হলো এইসব বিকৃত মষ্তিষ্কের হীনমনা ছাগুদের গাঁজাখোরি চিন্তাপ্রসুত লিখায় মূল্যবান সময় নষ্ট না করাই উত্তম।পৃথিবীতে আলাপ করার মতন আরোওওও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে।
তবে মনুষ্য সমাজে তারছিড়া ছাগলের উপস্থিতি সম্পর্কে সচেতন করাটাও গুরু দায়িত্ব বটে.........................
তাই পোষ্টের জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় সুহৃদ।
৪| ২৯ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৩৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাউয়ার জাত বলেছেন:
লিখে বালছাল। অথচ অহংকারে মাটিতে পা পড়েনা। কেউ উপযুক্ত মুগুর নিয়ে হাজির হলেই কমেন্ট মুছে ব্লক করে দেয়। আর প্রচার করে তার কথার কেউ জবাব দিতে পারে না। আবাল দ্যা গ্রেট।
৫| ২৯ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৪২
দইজ্জার তুআন বলেছেন: হীনমন্যতা পরিত্যাগ করুন। সমালোচনা সইতে না পারলে অন্তত ব্লগিং করতে যাবেন না।
তাইতো সে মুক্তমনা
৬| ২৯ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৪৩
সিকদার বাড়ীর পোলা বলেছেন: জেনুইন ছাগু এক্টা
৭| ২৯ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৪৫
বাঁকখালির বাঁকে বলেছেন: গড়াই নদীর তীরে বলেছেন: নান্দনিক সাহেবের বুদ্ধির প্রকর্ষ ঘটতে ঘটতে ক্রমশই তা রামছাগলের বুদ্ধিতে রূপান্তরিত হচ্ছে।
হা হা হা
৮| ২৯ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৪৬
নাইক্যডিয়া বলেছেন: শিরোনামেই ছাগুটার নামটা জুড়ে দিন
৯| ২৯ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৪৭
হুমম্ বলেছেন: কাউয়ার জাত বলেছেন:
লিখে বালছাল। অথচ অহংকারে মাটিতে পা পড়েনা। কেউ উপযুক্ত মুগুর নিয়ে হাজির হলেই কমেন্ট মুছে ব্লক করে দেয়। আর প্রচার করে তার কথার কেউ জবাব দিতে পারে না। আবাল দ্যা গ্রেট।
১০০% সহমত
১০| ২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫১
আরণ্যক রাখাল বলেছেন: পোস্ট দেয়াটা বেশি নিচতা হয়ে গেল না?
১১| ২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩০
টারজান০০০০৭ বলেছেন: তার পোস্টে আমি লিখেছি : আরিফ আজাদের লেখা অপাঠ্য।কারণ পাঁঠারা এইগুলি হজম করিতে পারে না ! আর আফনের লেখা পাঠ্য কারণ পাঁঠারা এগুলিই খাইয়া থাকে ! (যদিও আমি বিজ্ঞান দিয়া ধর্ম প্রমানের এই প্যারাডক্স পছন্দ করি না।)
১২| ২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৪
কাকের বাসায় কোকিলের ডিম বলেছেন: হালকা থেকে মাঝারি মানের যে ঝড় বয়ে যাচ্ছে। নান্দনিক সাহেব এর মধ্যেই চতুর্থ পর্ব শুরু করেছেন। আশাকরি তার ক্লিকের বদৌলতে ওটিও সর্বাধিক পঠিত হবে।
ওখানেও কেউ তার কথার জবাব দিতে পারছেনা বলে তার দাবী।
নান্দনিক সাহেবের প্রতি আমন্ত্রণ জানাচ্ছি এই পোস্টে এসে অন্যদের ব্লক করার এবং লেখা অধিক পরিমাণে শেয়ার হওয়ার মিথ্যা গল্প ফাদার কারণ জানাতে।
১৩| ২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৩
মিঃ আতিক বলেছেন: সে আমার মন্তব্য মুছে দিয়েছে!!!
তার ৩য় শ্রেণীর এসব যুক্তির খণ্ডন একবার নয় বহুবার হয়েছে।
এসব পাগলের পিছনে সময় ব্যয় অর্থহীন।
ও মনে হয় জার্মানি যাওয়ার সহজ উপায় খুজতাছে,
১৪| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ১১:৪৫
নেবুলাস বলেছেন: মন্তব্য করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।
১৫| ৩১ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫৪
নতুন নকিব বলেছেন:
ডাঃ মুশফিক ইমতিয়াজ চৌধুরীর গুরুতর অসুস্থতা এবং তার কল্যানে সহব্লগার হিসেবে আমাদের কিছু করনীয়
সহব্লগার বলে কথা! একটা দায়িত্ব তো থেকেই যায়! সেই দায়িত্ববোধ থেকেই মেরামত পদ্ধতির এই ট্রিটমেন্ট থেরাপিটি উৎসারিত। অনেক খাটনাখাটনি করে সংক্ষিপ্ত ডায়াগনোসিস (Diagnosis) করে যা পেলাম:
He is fully sick. His brain & nerve don't works correctly. So he need bed rest minimum 07 days. বিস্তারিত না বললে হয়তো বুঝতে কষ্ট হতে পারে। এইজন্য তার রোগ বিশ্লেষনের পুরো তথ্যচিত্রটাই তুলে ধরছি-
গ্যাস্ট্রিক। কঠিন গ্যাস্ট্রিক। ছড়িয়ে পড়েছে। কিছু লোকের ভেতরে। তাদের পেটে। পাকস্থলীতে। কলিজায়। হৃদপিন্ডে। অত:পর। তা কঠিন হয়েছে। কঠিনতর। আরও কঠিন। এবং শেষ পর্যন্ত আলসারে রুপ পরিগ্রহ করেছে। অালসার ছড়িয়ে পড়েছে নাভিমূলে। এবং নাভিমূল থেকে সারা দেহে। দেহের আনাচে কানাচে। তারপর অপরাজেয় আলসার তার পঁচন প্রক্রিয়া শুরু করেছে। চুলের নিচের খুলি। খুলির ভেতর মগজ। মগজ পঁচে গেছে। এখান থেকেই এই ত্যানায় প্যাঁচানোদের পঁচন শুরু।
নিরাময় পদ্ধতি / How to become cured:
একবার। হোস্টেলে থাকা এক ছাত্র। অসুস্থ হয়। বেজায় অসুস্থতা তার। ওষুধ পথ্য ছুঁড়ে ফেলে দেয়। ব্যাপক পাগলামি শুরু করল। বলে বেড়াচ্ছে। 'আমার মাথা নেই'। 'আমার মাথা নেই'। 'আমার মাথা নেই'। এই এক গান। পেয়ে বসেছে তাকে। এক কান দু'কান। সবার কান ছাপায়। কথাটা হেড মৌলভী সাহেবের কানেও পৌঁছায়। তিনি ডাকালেন। ছাত্রটিকে। সুন্দর করে। প্রশ্ন করলেন। তুমি কেমন আছ? সব কিছু ঠিক আছে? ইত্যাদি ইত্যাদি। ছাত্রটিও জবাব দিচ্ছে। যথাযথ। কিন্তু মাথার ব্যাপারে। সেই আগের কথা। 'আমার মাথা নেই'। পাশে রাখা বেতটি হাতে নিলেন। হেড মৌলভী সাহেব। মারতে লাগলেন। কঠিনভাবে। মাথার উপরে। সপাং সপাং বেত পড়ছে। কয়েক ঘা পড়ার পরেই। আর যায় কোথায়। কান ফাটানো চিৎকার। ওরে বাবারে! ওরে মারে!! গেলামরে!!! মরে গেলাম ওস্তাদজি!!!! ছাইড়্যা দেন!!!!! লাগছে!!!!!! লাগছে!!!!!!!
'কোথায় লাগছে?' হেড মৌলভীর প্রশ্ন।
'মাথায়!' ছাত্রের উত্তর।
'মাথা আছে?' মৌলভীর জিজ্ঞাসা।
'আছে! জ্বি, আছে!!' ছাত্রের টপাটপ স্বীকারোক্তি।
'আর বলবে- মাথা নেই?' মৌলভীর জিজ্ঞাসা।
'আর কখনও বলবো না!' মেরামতের পরে সম্পূর্ন সুস্থ ছাত্রের উক্তি।
তো, মেরামত! খুব কাজের জিনিষ! আজব ঠ্যাকে আমার কাছে। মাঝে মাঝে তথাকথিত ভেকধারী অসুস্থদের সুস্থতার অপরিহার্য অনুসঙ্গ হয়ে ওঠে দেখি এই মেরামত জিনিষটা।
নোট: আমার এই কমেন্টখানাসহ আরও একটি কমেন্ট উনি ওনার বিখ্যাত ত্যানায় প্যাচানো পোস্ট "আরিফ আজাদের প্যারাডক্সিক্যাল সাজিদ নামক অপাঠ্য কিতাব সমালোচনা পর্ব-৪" থেকে মুছে দিয়েছেন। শুধু তাই নয়, ইনি আমার কমেন্টস ব্যান করে দিয়েছেন তার পোস্টে। শুধু তাই নয়, আরও একাধিক ব্লগারের কমেন্টস তাকে মুছে দিতে আমি স্বয়ং দেখেছি। এখানে এসে জানলাম এসব ধাষ্টামো তিনি আরও আরও অনেকের সাথে করেছেন। 'বিচার মানি তালগাছ আমার' স্বভাবের পরমত অসহিষ্ণু এই নির্বোধরা কেন যে মুক্ত প্লাটফর্ম ব্লগে আসে! বিস্ময়ে হতবাক হই!! এগুলো সাহারা মরুভূমির বিস্তির্ন বালুকাবেলায় উটপাখির মত মাথা ঠুকে পড়ে থাকলেই তো পারে!!!
তবে, এগুলো উনি কিংবা ওনার জাতের কারবারিগন করতেই পারেন। কারন, One the whole, they are the so called generous(!) (মুক্তমনা!) minded creature.
নেবুলাস ধন্যবাদ আপনাকে, সত্য তুলে ধরায়।
০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:১৫
নেবুলাস বলেছেন: ভালোই বলেছেন।
১৬| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৬
নতুন নকিব বলেছেন:
মুখোশধারী ইতরামী স্বভাবের "নান্দনিক বুদ্ধিপ্রকর্ষ " নিকের আড়ালে লুকিয়ে থাকা ইসলাম এবং চরম মুসলিম বিদ্ধেষী নষ্ট অন্তরের প্রানীটি আজকে আবার "আরিফ আজাদের প্যারাডক্সিক্যাল সাজিদ নামক অপাঠ্য কিতাব সমালোচনা পর্ব-৫" প্রকাশ করেছে। ঘৃনা আর ধিক্কারে ওর প্রতি আর ওর হীন নীচ এই কাজের প্রতি একরাশ অভিসম্পাত!!
১৭| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৭
দ্যা ফয়েজ ভাই বলেছেন: ভাই রে,মাথা গরম হওয়ার পর ভাবলাম তারে এক লাইনে কিছু কথা শুনাইয়া দিই।কিন্তু সর্বশেষ রাগের ইমু টা দিতে ভূলে গেলাম।এখন আমি তারে সাপোর্ট করি।
১৮| ০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৭
নতুন নকিব বলেছেন:
শরীরের সর্বত্র পঁচন ধরা, থকথকে ঘা থেকে নষ্ট রক্ত পুঁজ অবিরত ঝড়ে ঝড়ে পড়ছে, চুল পশম অটোমেটিক খসে খসে পড়ছে, শরীরে ডাস্টবীনের নোংড়া বড় বড় মাছিদের দল ঝাকে ঝাকে ভন ভন করে আসছে যাচ্ছে- মনের ভেতরে দুর্গন্ধযুক্ত পয়জন বাসা বেঁধেছে - সামুতে হাতে গোনা এমন যে কয়টা ইবলিশের আনাগোনা তার মধ্যে এই শয়তানটা অন্যতম। অন্য কোন ধর্ম নিয়ে ওর মাথা ব্যথা থাকলে বুঝা যেত, ও নাস্তিক। নাস্তিক হলে তার কোন ধর্মই পছন্দ করার কথা নয়। কিন্তু এ সেয়ানা কীটকে মোটেই নাস্তিক বলা যায় না, কারন এটাকে দেখা যায়, শুধু ইসলাম আর মুসলিম বিদ্ধেষ ছড়ানোই এর মিশন।
ওর মত-ওদের মত শয়তানের চ্যালাদের কামড়াকামড়িতে ওরা হয়তো ওদের দাঁতের ক্ষয় করতে পারবে, মহান জীবন বিধান ইসলাম তার স্থানে কেয়ামত পর্যন্ত অটল অবিচল অবিকল থেকেই যাবে।
১৯| ০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ১০:১২
নতুন নকিব বলেছেন:
নেবুলাসের এই ব্লগে হালকা পাতলা দু'কথা লিখেছি দেখে ভয় পেল নাকি!!!
ভেকধারী অন্ধ, অনলি ইসলাম বিদ্ধেষী (শুধু নাস্তিক মোটেই নয়) আমার মুছে দেয়া কমেন্ট ফিরিয়ে এনেছে, বাট বাটপার আমাকে ওর ক্ষ্যাত ব্লগে মন্তব্য এখনও ব্যান করে রেখেছে। আবার সেখানেই আমার উদ্দেশ্যে ফেউ ফেউ করে বেড়াচ্ছি।
হতচ্ছাড়া তারছেঁড়া আর কারে কয়!!!
বেআক্কল শব্দটা লিখতেও তো আক্কল কথাটা এসে যায়!
কিন্তু এই অর্বাচীনদের কোন সূত্রে দু'পায়ীদের কাতারে গোনা যায়!!!!!
বলি,
কমেন্ট মুছে দিয়েছেন ভাল কথা, আবার ফিরিয়ে আনলেন কেন? আবার ফিরিয়ে আনলেন কেন?? আবার ফিরিয়ে আনলেন কেন???
ফিরিয়ে এনেছেন ভাল কথা, আবার আমার কমেন্ট ব্যান দেখি কেন????
ইতরামি আর ফাজলামো করা হচ্ছে?????
২০| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৯
নাইক্যডিয়া বলেছেন: +++++++++++++++
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৭ ভোর ৬:৩৮
কাউয়ার জাত বলেছেন: ভদ্রতার মুখোশধারী এই বাটপারের পরিচয় প্রকাশ করে দেয়ার জন্য ধন্যবাদ। এই লোক হিট সিকার। নিজে ক্লিক মেরে মেরে পোস্ট আলোচিত পাতায় নিয়ে আসে।
আমি এ নিয়ে প্রশ্ন তোলায় আমাকে ব্লক করে দিয়েছে।
অথচ কমেন্টে আমার বিরুদ্ধে বিষেদগার করেছে আমাকে জবাব দেয়ার সুযোগ না দিয়েই। সব মুসলিমদের স্টুপিড বলে গালি দিয়েছে।
লিখে বালছাল। অথচ অহংকারে মাটিতে পা পড়েনা। কেউ উপযুক্ত মুগুর নিয়ে হাজির হলেই কমেন্ট মুছে ব্লক করে দেয়। আর প্রচার করে তার কথার কেউ জবাব দিতে পারে না। আবাল দ্যা গ্রেট।
মনে হচ্ছে ব্লগটা ওর বাপের তালুক পেয়েছে। ফিডব্যাকে স্ক্রিনশট সহ অভিযোগ করুন। আমারও কিছু অভিযোগ জমা আছে। দেখি নাস্তিকটার হাউকাউ কতদিন টেকে।