নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশ্চুপ আওয়াজ

নিশ্চুপ আওয়াজ › বিস্তারিত পোস্টঃ

অমর কে করছে আর অমর

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৩



স্ত্রী গর্ভবতী তাই সে বিল্ডিং থেকে নীচে নামতে পারে নি, আর তাই তার স্বামী রিফাতও স্ত্রীকে ফেলে নীচে নামে নি, দুইজনেই বাসায় পুড়ে ছাই হয়ে যায় একসাথে!
ভালবাসা সে তো এমনিই হওয়া উচিত যা মৃত্যুকেও হার মানিয়ে দেয়।

একজোড়া লাশ উদ্ধার করা হল, যেখানে একভাই আরেকভাই কে জড়িয়ে ধরে রেখেছে,লাশ দুইটাকে আলাদা করা যাচ্ছে না পরে ঢাকা মেডিকেলে দুই জনের লাশ আলাদা করা হয়, দেখা যায় যে এই দুইজনের মাঝে ছোট্ট একটা শিশুর শুয়ে আছে" শিশুটাকে আগুনের ভয়াবহতা থেকে কিছুটা হলেও রক্ষা করতে দুইভাই এইভাবে জড়িয়ে ধরে রাখে পরম মমতা আর ভালবাসায়! ভালবাসাগুলো তো এমনই হওয়া উচিত যেখানে নিশ্চিত মৃত্যু যেনেও প্রিয়মুখটাকে একটু নির্ভরতা দেয়, কিচ্ছু হবে না, আমি আছি তো।

ঐ দিকে চকবাজারে এক মা তার ছেলের ছবি নিয়ে আর্তনাদ করে যাচ্ছে যেন তার ছেলের ছাই কিংবা একটুকরা মাংস হলেও তাকে এনে দেয়, সে তার ছেলেকে একটু দেখতে চায়।

সৃষ্টিকর্তা আমাদের মনে ভালবাসা দিয়েছেন অনেক রুপে,প্রতিটা ভালবাসা তাদের নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যায় প্রিয়মুখটাকে খুশি করার জন্য, কখনো কখনো এই ভালবাসা তার নিজস্ব শক্তিতে হার মানিয়ে দেয় মৃত্যুকে, হয়ে উঠে চিরন্তন। এই ভালোবাসাগুলো আছে বলেই, শত শত দুঃখ-কষ্ট আর সমস্যার মাঝেও বেঁচে থাকার প্রেরণা আর সাহস পাই আমরা।

ভালোবাসাগুলো ভালো থাকুক নানান রুপে, নানান মানুষের মনে

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

মাহমুদুর রহমান বলেছেন: দুষ্টলোকগুলো ভালো থাকুক নানান রুপে, নানান মানুষের মনে।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

রাজীব নুর বলেছেন: এরকম ভালোবাসার কাছে মাথা নত করা যায়।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭

জুন বলেছেন: এমন ভয়াবহ ভালোবাসার প্রমান যেন জাতিকে আর দেখতে না হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.