নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুকঃ ওসমান আহমেদ সাকিব

"" It is a difficult thing to tell the story of a life;and yet more difficult when that life is one's own. ""

নীল_সুপ্ত

সাহিত্যে ব্যাপক আগ্রহ, আমি কবিতা পড়তে (কদাচিৎ লিখতেও) পছন্দ করি। ইতিহাস আমাকে আলোড়িত করে... আর রাজনীতি আমাকে দর্শন শেখায়।

নীল_সুপ্ত › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা-বেগম জিয়া ফোনালাপ,অডিও প্রচার, আওয়ামী মিডিয়া এবং আওয়ামী নেতাদের নির্লজ্জ মিথ্যাচার এবং প্রতিভাত দৃশ্য

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:২০

গত ৩-৪ দিন ধরে সংবাদ মাধ্যম,অনলাইন আর সেই সাথে জনজীবনের খুব গুরুত্বপূর্ণ খবর ছিল "শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে ফোন দিবেন", নানা গল্প গুজব রটলো এ নিয়ে, আজ ফোন দিচ্ছেন, এখন ফোন দিচ্ছেন, কাল দিবেন, সমাবেশের সময় দিবেন এরকম গাল-গল্প শুনতে শুনতে অবশেষে দুপুর সোয়া একটার দিকে ফোন দেন শেখ হাসিনা, প্রায় আধা ঘন্টার মতন বেগম খালেদা জিয়ার বাসভবনের "রেড ফোন" এ চেষ্টা করেও তিনি তাঁকে পাননি। এরকম স্ক্রলে টিভি স্ক্রিন ভরে গেলো। পরবর্তীতে দুজনের বিশেষ সহকারীর যোগাযোগ মারফত আমরা জানতে পারলাম সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন দিবেন বিরোধীদলীয় নেত্রীকে। পুরো দেশ অপেক্ষায় রইলো কি হচ্ছে তাদের ফোনালাপে, অবশেষে কল্পনার সব অবসান ঘটিয়ে ফোনালাপ হল তাদের মধ্যে, প্রায় ৩৭ মিনিটের মতন। এরপর শুরু হলো পাল্টাপাল্টি, আওয়ামীলীগ থেকে বলা হলো হরতাল প্রত্যাহার না করে সংলাপের আহ্বান একরকম প্রত্যাখান করে জাতির সাথে বেইমানি করেছেন বেগম জিয়া, সন্ত্রাসবাদকে উসকে দিচ্ছেন। আর বিএনপির পক্ষ থেকে তাদের অবস্থান পরিষ্কার করে বলা হলো যেহেতু খালেদা জিয়া তার বক্তব্যেই বলেছেন আন্দোলন এবং আলোচনা একসাথে চলবে এবং যেহেতু হরতালের ঠিক আগের সন্ধ্যায় জোটগতভাবে সিদ্ধান্ত নেয়া হরতাল প্রত্যাহার সম্ভব নয়, সেহেতু ২৯ তারিখের পর যেকোন দিন আলোচনায় বসতে রাজী। এর বেশি কিছু আমরা জানতাম ই না। টুইস্ট শুরু হল যখন জাসদের সিল লাগানো কিন্তু নৌকা মার্কায় ভোট পেয়ে জিতে আসা মন্ত্রী হাসানুল হক ইনু বললেন যে সেই ফোনালাপ জনসম্মুখে প্রচার করা উচিত। শুধু তাই নয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন,"“খালেদা জিয়া ফোনালাপে বলেছেন, ‘মুক্তিবাহিনীর লোকেরাই গণহত্যা চালিয়েছিল’।” এই উপদেষ্টা আরো জানালেন যে " খালেদা জিয়া দণ্ডিত যুদ্ধাপরাধীদের মুক্তি দাবি করে মুক্তিযোদ্ধাদের গণহত্যাকারী হিসেবে অভিহিত করেছেন।" বিষ্ময়ের শুরু এখান থেকেই।





হঠাৎ আওয়ামী পন্থী এক অনলাইন এক্টিভিটিস্ট এর স্ট্যাটাস পড়ে জানলাম যে রাত ১:১৫ তে একাত্তর টিভির সংবাদে প্রচার করে হবে সেই ফোনালাপ। সন্দেহের ডালপালা আর সেই সাথে বিষ্ময়ের সবটুকুন একত্রিত হলো। তারপর...



হুম পুরো ফোনালাপ মনোযোগ দিয়ে শুনলাম, কেউ যদি আমাকে জিগ্যেস করেন যে সারমর্ম কি? আমার উত্তর হলো যে, রাজনৈতিকভাবে সবদিক থেকে খালেদা জিয়া যে শেখ হাসিনার থেকে বর্তমানে এগিয়ে আছেন হাজার বা তারও বেশি গুণে এই ফোনালাপেই তা প্রমাণ হয়। কেননা ফোনালাপে খালেদা জিয়ার একটা (একটা মানে ১টা ) ও কথার কোন উত্তর দিতে পারেননি শেখ হাসিনা। পুরো ৩৭ মিনিটের অধিকাংশ সময়ে যখন তিনি কথা বলেছেন তার বেশিরভাগ জুড়ে বলেছেন " হরতাল প্রত্যাহার করে নিয়ে সর্বদলীয় সরকারের আলোচনায় আসুন।" অথচ বেগম জিয়ার প্রত্যেকটা যুক্তি,কথার কোন উত্তরও দিতে পারেন নি। বেগম জিয়া প্রতিটা ফান্ডামেন্টাল ইস্যু তুলে তুলে আঘাত করেছেন। লিঙ্ক দিয়ে দিচ্ছি , শুনে নিন।



এখন কিছু সম্পূরক পয়েন্টঃ

পয়েন্ট-০১

এইচ টি ইমাম বলেছেন, “খালেদা জিয়া ফোনালাপে বলেছেন, ‘মুক্তিবাহিনীর লোকেরাই গণহত্যা চালিয়েছিল’।”

অথচ খালেদা জিয়া স্পষ্ট করে বলেছেন,"৭১ এর পরে আপনাদের বাহিনীর লোকেরা মানুষকে হত্যা করেছিল।"

তাহলে কিসের ভিত্তিতে এইচ টি ইমাম এবং অনলাইনে এদের অনুসারীরা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের স্ত্রীর বিরুদ্ধে এহেন মিথ্যাচার করলো???



পয়েন্ট-০২

যুদ্ধাপরাধীর ইস্যুতে বেগম খালেদা জিয়া খুব স্পষ্ট করে বলেছেন যে " আপনারা যদি যুদ্ধাপরাধীদের বিচার ঠিক মতো করতেন - তাহলে আমরা পূর্ণ সমর্থন দিতাম, আপনি আপনার দলের রাজাকারদের ই তো বিচার করেননি। "



পয়েন্ট-০৩



ফোনালাপের কোথাও শেখ হাসিনা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের কথা উচ্চারণ ও করেন নি, যেটা বলেছেন যে সর্বদলীয় সরকার।

তাই যদি হয়, তাহলে কিসের জন্য সংলাপ ??



পয়েন্ট-০৪

বার বার শেখ হাসিনা যখন হরতাল প্রত্যাহারের কথা বলছিলেন তখন খালেদা জিয়া বলেছেন এটা তাঁর একার সিদ্ধান্ত নয়, ১৮ দলের সিদ্ধান্ত। এই মুহুর্তে তা প্রত্যাহার করা কোনভাবেই সম্ভব নয়, সব পুলিশ দিয়া ঘেরা দিয়ে রাখেন আমার নেতারা আসবে কিভাবে! শেষমেষ খালেদা জিয়া এও বলেছেন "আপনি বলেন নির্দলীয় সরকার মেনে নিবেন, আমি হরতাল উইথড্রো করে নিবো সাথে সাথেই।"



এবার সম্পূরক প্রশ্নঃ



১. ব্যাক্তিগত আলাপচারিতা রেকর্ড কাজটা কতটা নৈতিক?

২. এ ধরনের আড়িপাতা ও গণমাধ্যমে প্রকাশ কি আইনী ভাবে বৈধ? তথ্য প্র‌যুক্তি আইন কি বলে এটা সম্ভব?

৩. ফোনে আড়িপাতা কি রাষ্ট্রীয় স্বীকৃতি পেল?

৪. দেশের দুই প্রধান নেত্রীর আলাপচারিতা রেকর্ড করে একটা টেলিভিশনে শুনানো হচ্ছে এর চেয়ে লজ্জার বিষয় কি হতে পারে????



আমার দেশ এর সাংবাদিক মাহমুদুর রহমানের বিরুদ্ধে যেই অভিযোগ ছিল সেই একই অভিযোগ আরো গুরুতরভাবে কেন একাত্তর টিভি এবং এর পরিচালনা পর্ষদের উপর প্রয়োগ হবে না?? "স্কাইপ কেলেংকারী" প্রকাশের একটা শক্তিশালী যুক্তি ছিল যে "রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে তা প্রকাশ করা হয়েছে।" কিন্তু এই অডিও টেপ কার অনুমতিতে তাও রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তি এবং কোন 'বৃহত্তর' স্বার্থে প্রকাশ করা হয়েছে????



সুশীল সমাজের প্রতিনিধিরা কি এবার মোজাম্মেল বাবুর একাত্তর টিভি বন্ধে সোচ্চার হবেন???? পপকর্ণ নিয়ে গ্যালারিতে বসলাম, তাদের এবারের প্রতিক্রিয়া দেখতে...

মন্তব্য ৩৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:৪৭

জাহাঁপনা। বলেছেন: সহমত , অডিয় টেপ টা প্রকাশ করায় আসলে সরকার মনে করেছে মানুশের সিম্প্যাথি পাবে কিন্তু ব্যাপার টা হবে উলটা কারন এখানে খালেদা যেভাবে তার কথা গুলা এক্টার পরে একটা বলতে পেরেছেন , হাসিনা কে অনেক্টা নিরলিপ্ত মনে হয়েছে ...

২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৩

নীল_সুপ্ত বলেছেন: শেখ হাসিনাঃ আপনি তো ওখানে ক্যামেরা লাগিয়ে আমার সাথে কথা বলছেন।
খালেদা জিয়াঃ এত নিচু মনের মানুষ আমরা নই।দেখবো,আপনিই ক্যামেরা লাগিয়েছেন এবং হয়ত কথা শেষ হলে দেখবো এটা টিভিতেও... আসছে।
(ইহাও কি সত্য নহে?আসে কি নাই?আসলো কি না?)

২| ২৯ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:০৯

নানাভাই বলেছেন: আমার দেশ এর সাংবাদিক মাহমুদুর রহমানের বিরুদ্ধে যেই অভিযোগ ছিল সেই একই অভিযোগ আরো গুরুতরভাবে কেন একাত্তর টিভি এবং এর পরিচালনা পর্ষদের উপর প্রয়োগ হবে না?? "স্কাইপ কেলেংকারী" প্রকাশের একটা শক্তিশালী যুক্তি ছিল যে "রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে তা প্রকাশ করা হয়েছে।" কিন্তু এই অডিও টেপ কার অনুমতিতে তাও রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তি এবং কোন 'বৃহত্তর' স্বার্থে প্রকাশ করা হয়েছে????
সহমত। আওয়ামী নোংরামীর কুনু শেষ নাই।

২৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

নীল_সুপ্ত বলেছেন: মিডিয়ার সংবাদ প্রকাশের ধরণ এখন দলীয় নগ্ন আনুগত্যের পরিচয় দেয়... কোন হিসেবে এটা ৭১ টিভি প্রকাশ করতে পারে? এদের বিচার হবে না?? নাকি বিচার শব্দটা 'ভিন্ন মতালম্বী'দের জন্যই প্রযোজ্য???

৩| ২৯ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:১৭

হাতীর ডিম বলেছেন: ছাগলের ডাকের ইংরেজি কি ভাই?

২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৫

নীল_সুপ্ত বলেছেন: HATIR DIM

৪| ২৯ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:১৮

হাতীর ডিম বলেছেন: ছাগলের ডাকের ইংরেজি কি ভাই?

৫| ২৯ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রীর টেলিফোন সংলাপ শুনে আজ থেকে ১৪ বছর পূর্বে রংপুর ক্যান্ট পাবলিক কলেজের এক স্যারের কথা মনে পড়ে গেল।

রংপুর ক্যান্ট পাবলিক কলেজে পড়া কালীন অঙ্কের একজন শিক্ষক ছিল যার নাম ছিল আলি আকবর। কলেজ ছেড়েছি আজ প্রায় ১৪ বছর হয়ে গেল কিন্তু স্যারের একটা কথা এখনো ভুলি নি। কথাটা স্যার সব সময় বলত যে মাস্তানের বা সন্ত্রাসীর বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র পিস্তল বা রাইফেল না সবচেয়ে বড় অস্ত্র হলো তোমার নৈতিক শক্তি। তুমি যদি নৈতিক ভাবে শক্তিশালী হও তবে পৃথিবীর সবচেয়ে বড় মাস্তানটিও তোমাকে ভয় পেতে বাধ্য।
==============================================
খিস্তি-খেউর ছাড়া কিভাবে বাঁশ দিতে হয় সেটা খালেদা জিয়ার চেয়ে বাংলাদেশে আর কেউ পারে কি না আমার সন্দেহ আছে
==============================================

৬| ২৯ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রীর টেলিফোন সংলাপ শুনে আমার অনুভূতি হচ্ছে।

বিরোধীদলীয় নেত্রী বারংবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলিতেছেন আসেন আমরা অতীতকে ভুলে সামনের দিকে এগিয়ে যাই। আপনারা যেমন ভুল করেছেন আমরাও করেছি। কিন্তু দেশের স্বার্থে এগুলো ভুলে গিয়ে বসে সবকিছু সমাধান করি ।

খালেদা জিয়া যতই চাচ্ছেন প্রাসঙ্গিক কথা বলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক ততই তার চিরা-চরিত বাঁচাল স্বভাবের মত ব্যক্তিগত ও অপ্রাসঙ্গিক কথা তুলছেন।


ফলশ্রুতিতে খালেদা জিয়াকে মনে করিয়ে দিতে হচ্ছে কিভাবে এরশাদের সাথে পাতানো নির্বাচন করেছিলেন ১৯৮৬ সালে, ২০০৭ সালে শেখ হাসিনা কিভাবে হাসি মুখে ঘোষণা দিয়েছিলেন মইন উদ্দিন-ফখর উদ্দিন সরকার তার আন্দোলনের ফসল, ক্ষমতায় গেলে উনি তাদের সকল কার্যক্রমের বৈধতা দেবেন, কিভাবে শেখ হাসিনা নিজে লগি বৈঠা নিয়ে ২৮ শে অক্টোবর মানুষ মারার নির্দেশ দিয়েছে, প্রধান মন্ত্রীর পদে থেকে ১ টা লাশের পরিবর্তে ১০ টা লাশ ফেলানোর নির্দেশ দিয়েছিলেন।

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৩

নীল_সুপ্ত বলেছেন: (y)

৭| ২৯ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫৯

আরমান ভাই বিরাট টেনশনে বলেছেন: মোস্তফা কামাল পলাশ@একটা ছাগলের নাম।কিরে মুর্খ খালেদার চামচামি করতে লজ্জা করে না?

২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৬

নীল_সুপ্ত বলেছেন: মুখের ভাষার লাগাম টানুন, এটা ব্লগ, আপনার ফেসবুক ওয়াল নয় যে যা মন চাইবে তা বলে যাবেন,
যুক্তিতে কথা বলতে পারলে আপনি ওয়েলকাম।
নতুবা এখান থেকে সসম্মানে চলে যান, এমনিতেই আপনার আইডী যে কারও মাল্টি তা নিয়ে সন্দেহ নেই,

এনিওয়ে, আপনার মন্তব্য রিপোর্ট করলাম এবং সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কড়ছি।

৮| ২৯ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:৩৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: বিদ্যার সাগর আরমান ভাইয়ের ব্লগ পরিসংখ্যান:


২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২২

নীল_সুপ্ত বলেছেন: দেখেই বুঝা যাচ্ছে... এই নিক কিসের উদ্দেশ্যে...

৯| ২৯ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:৩৫

ওবায়েদুল আকবর বলেছেন: এই অডিও টেপ প্রচার করে কোন ফায়দাই হাসিনার হবেনা। এরকম ক্যাচাইল্যা মানুষ রাজনীতি করে বলেই দেশের আজ এই অবস্থা।

আর খালেদার উচিৎ বিএনপির নেতৃত্ব তারেক জিয়া আর তার বউ এর হাতে তুলে দেয়া। উনার নেতৃত্ব দেয়ার ম্যাচ্যুরিটি নাই।

১০| ২৯ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:২৪

উম্মু আবদুল্লাহ বলেছেন: "এই অডিও টেপ প্রচার করে কোন ফায়দাই হাসিনার হবেনা।"

হাসিনা যে হরতাল প্রত্যাহারের জন্য চির শত্রু খালেদার কাছে বিনয়ের সাথে কাকুতি মিনতি করেছেন সেটা কিন্তু সাধারনের ভাল লাগবে।হরতাল দেশের বিষফোড়া। শিশু বৃদ্ধ আবাল বনিতা কেউই রেহাই পায় না।

১১| ২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:২২

প্রভাষ প্রদৌত বলেছেন: ওহে ছাগুর বাচ্চা রাজাকারের নির্বাচন কিভাবে নিরপেক্ষ হয় নি ???????????? গোলম আযম , মুজাহিদ , কাদের মোল্ল এরা কি রাজাকার না ????????????

২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৫

নীল_সুপ্ত বলেছেন: ব্যক্তি আক্রমণ করে বক্তব্য দেয়া কি আপনাদের রক্ত-মজ্জায় মিশে গেছে????
আমি আপনাদের মতন মানসিকতার নই, দুঃখিত, তাই কোন প্রকার গালাগালি করতে পারলাম না, আপনার মন্তব্য রিপোর্ট করেছি এবং সামু কর্তৃপক্ষে দৃষ্টি আকর্ষণ করছি।

১২| ২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৮

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: আপোষহীন নেত্রীর এক কথা,নির্বাচনকালীন সময়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার মেনে নিন,হরতাল প্রত্যাহার করবো।সাফ কথা,ক্যাচালের কি আছে?

১৩| ২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৭

চলতি নিয়ম বলেছেন: ফোনালাপ তো মিডিয়ার সামলেই হৈছে...তো সমস্যা কোথায়? সম্ভব হইলে দুই নেত্রীকে টিভি ক্যামেরার সামনে লাইভ বিতর্কের সুযোগ দেয়া হোক। দেখি কে কত মথ্য বলতে পারে।

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৫

নীল_সুপ্ত বলেছেন: ফোনালাপ কোথায় এবং কিভাবে মিডিয়ার সামনে হয়েছিল? বলুন তো... আর তার চেয়েও বড় কথা যে এই ফোনালাপ প্রকাশের আগে বেগম জিয়ার অনুমতি কি নেয়া হয়েছিল??????

১৪| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ফোনত করেছিলেন নাটক করার জন্য। নাটক টা জমেনি ভাল।

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৪

নীল_সুপ্ত বলেছেন: নাটক জমেনি কোনভাবেই। বরং মিথ্যাচারের যেই ফাঁদ তৈরি করেছিল আওয়ামীলীগ, তাও ভণ্ডুল হয়েছিল।

১৫| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫০

জহির উদদীন বলেছেন: খালেদা ফোনে যেভাবে বলসে তা সেখ হাসিনাকে ১০০-১০ পরাজিত করসে ।

১৬| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৬

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: শেখ হাসিনার উচিৎ রাজনীতি ছেড়ে দেয়া। যেই দেশে খালেদা জিয়ার মত মুর্খ বিরোধি নেতা থাকে সেই দেশে হাসিনার মত মানুষের রাজনীতি না করাই উত্তম।

একবার বলে এই সময়ে হরতাল সরানো সম্ভবনা।কাউকে পাওয়া যাবেনা আবার বলে আমাদের শর্ত মেনে নিন রাতের মধ্যেই সবাইকে ডেকে হরতাল সরিয়ে দেব। সব দলের অংশ গ্রহন সরকারে তার আপত্তি থাকবে কেন। তিনিতো সব বাঘা বাঘা দল নিয়ে জোট করেছেন। বিএনপি দেশের ভালো চায় এর চেয়ে কৌতুক আর নেই।

আল্লাহর কি হুকুম সব মাথা মোটার ভিড় এই দলে।

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৩

নীল_সুপ্ত বলেছেন: "একবার বলে এই সময়ে হরতাল সরানো সম্ভবনা।কাউকে পাওয়া যাবেনা আবার বলে আমাদের শর্ত মেনে নিন রাতের মধ্যেই সবাইকে ডেকে হরতাল সরিয়ে দেব।"

এই অংশের জবাব দেয়া দরকার, ধরুন খালেদা জিয়া হরতাল প্রত্যাহার করলেন, আলোচনায় গেলেন, কিন্তু আলোচনা কি নিয়ে হবে তা শেখ হাসিনা জানালেন না। যদিও শেখ হাসিনা তাঁর কথায় একাধিকবার বলেছেন "সর্বদলীয়" সরকার গঠন করবেন... সুতরাং সর্বদলীয় সরকারের আলাপের জন্য বিএনপি কোন দুঃখে হরতাল প্রত্যাহার করে আলোচনায় যাবে???

আর আপনার কমেন্টের বাকি অংশ দেখে একটা পেইজের নাম মনে পড়লো...

আপনি মানুষ না আওয়ামীলীগ !!!

১৭| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সার্ফ এক্সেল ওয়াশ হয়েছেন তিনি!!!

তাইতো তার চেলা চামুন্ডাদের মাথার স্ক্রু দেখেন না কেমন ঢিলা হয়ে গেছে ;) =p~ =p~ =p~ =p~ =p~

বুমেরাং হয়ে গেছে তাদের প্লান:)

১৮| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৭

দুরন্ত ছোকড়া বলেছেন: +++++++++++++++++++

১৯| ৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৬

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: নেত্রীর এমন আছোলা বাশ নিতে দেখে কি কোন কর্মির ভাল লাগে ? তারপর আবার যদি হয় গু খাওয়া দালাল :) কিছু মনে কৈরেন না উপরের দালাল গুলার কথাই , মাথা ঠিক নাই ওদের

২০| ৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৫

হুমায়ুন তোরাব বলেছেন: hamba gulare usta den

২১| ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৫

শিপন মোল্লা বলেছেন: হাসিনা সারা জীবন ভরে জ্বালিয়ে অন্যকে ট্রাপে ফেলতে গিয়ে নিজেই ট্রাপের অতলে তলিয়ে গেছেন। এই হার আর জীবনেও শোধ করতে পারবেন না তিনি। মনে হচ্ছে, হাসিনাকে যারা এই বুদ্ধি দিয়ে টেলিফোন করিয়েছে, তার ফলেই হানিফের চাকরি গেছে। আরো কিছু লোকের যাবে মনে হচ্ছে। খালেদা জিয়া শত্রুদের প্ল্যানে পানি ডেলে দিছে।

খালেদা জিয়া জিন্দাবাদ।

২২| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: এইটা দেখছেন?

হাসিনাকে দেওয়া খালেদা জিয়ার ৬ টা বাঁশ!!!

৭,৮ ৯ এর কথা জিগাইয়েন না আবার ;)

@ আবুশিথি ++++

২৩| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৩০

সংবাদ সংযোগ বলেছেন: ভালোইতো

ভালো লাগলো

বলা যায় অসাধারণ

উপহার সরূপ কিছু সংবাদের লিংক দিলাম
সময় পেলে পড়বেন আশা করি....

মিউজিক ভিডিওর নামে রমমরা দেহ ব্যবসা! [ভিডিওসহ] http://lnkd.in/bPnAAKw

ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা http://lnkd.in/bY3GaYg

তরুণীকে গণধর্ষণের ছবি মোবাইলে http://lnkd.in/bHjt5sU

মোটা কণের জন্য বাড়তি যৌতুক! http://lnkd.in/bTrMTDw

মিথি-আরিফের বাসা ছিল বন্ধুদের ডেটিং স্পট http://lnkd.in/bcSm--G

পহেলা বৈশাখে ইত্যাদি'র নতুন চমক! http://lnkd.in/b4q5xCA

'বিজেপি ক্ষমতায় এলে তিস্তা চুক্তি বাস্তবায়ন করা হবে' http://lnkd.in/bpQpFG2

মহিলার ৬ অন্তর্বাস থেকে ২.১৪ কেজি সোনা আটক http://lnkd.in/bx-a5pq

সর্বত্র বাংলা চালুর নির্দেশনা : ছয় সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ http://lnkd.in/bPZBnXu

মা হবেন সানি লিওন! http://lnkd.in/bqQbCkm

অভিনব কৌশলে ঢাকায় চলছে রমরমা যৌন ব্যবসা (ভিডিওসহ)!- See more at: http://lnkd.in/b3eCPbb

অতিরিক্ত মোবাইল ব্যবহার আনতে পারে বন্ধ্যাত্ব! http://lnkd.in/bMPFXQj

স্বার্থের রাজনীতিতে দেশের সর্বনাশ http://lnkd.in/bGRZ2pG

নায়ক রাজ রাজ্জাকের শারীরিক অবস্থার উন্নতি http://lnkd.in/buRr6RU

বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে ১৩ দিন! http://lnkd.in/bwaa2PJ

ভারপ্রাপ্ত সিইসিকে হত্যার হুমকি http://lnkd.in/bgfyhrN

বিডিবিএল এ ৩ কোটি টাকার নিয়োগ বাণিজ্যের প্রস্তুতি http://lnkd.in/bM2D3NS

স্বার্থের রাজনীতিতে দেশের সর্বনাশ http://lnkd.in/bGRZ2pG

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.