![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিম্ফনি ডব্লিউ ৩০ মডেল এর মোবাইল এ প্যাটার্ন আনলক বেশিবার ট্রাই করার কারণে মোবাইল লক হয়ে গেছে। এখন আর মোবাইল ব্যবহার করা যাচ্ছে না। কিভাবে এখন আমি এই সমস্যার সমাধান করতে পারি কারো জানা থাকলে মন্তব্য করুন।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২২
বৃষ্টির শব্দ বলেছেন: আমার জিমেইল এক্যাউন্ট আছে। কিন্তু আমার সেট কাজ না করায় মোবাইল থেকে ডাটা কানেকশন অন করতে পারছিনা। আমি কি পিসি থেকে জিমেইল আ লগিন করে এটা করতে পারব?
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫
shahinur70 বলেছেন: যদি ঐ ফোনটাতে জিমেইল এক্যাউন্ট থাকে।
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮
মনির হেট মি বলেছেন: System restore korla thik hoya jabe...
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯
shahinur70 বলেছেন: আরেকটি উপায় আছে তা হল ফোন অফ করুন। এবার ভলিউম উপ এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরে রাখুন- যতক্ষন না লোগো/ ফাস্টবুট মোড/ কতগুলো অপশন দেখতে পান। অপশনগুলো থেকে wipe data/factory reset সিলেক্ট করুন। একটা ওয়ার্নিং পাবেন। Yes delete all user data সিলেক্ট করুন। তাহলে আপনার ফোনের ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। আর প্যাটার্ন লক চাইবে না। তবে ফোনে কোন কন্ট্যাক্ট, মেসেজ থাকলে ডিলেট হয়ে যাবে। এসডি কার্ডের কিছু ডিলেট হবে না।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০১
বৃষ্টির শব্দ বলেছেন: ট্রাই করলাম কিন্তু লোগো/ ফাস্টবুট মোড/ বলে কোন অপশন আসে না। সিম্ফনি ডব্লিউ ৩০ মডেল এর জন্য কি আলাদা কোন অপশন আছে?
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪
shahinur70 বলেছেন: এটি সিম্পনি P8 স্কিনশট
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫
বৃষ্টির শব্দ বলেছেন: সিম্ফনি এক্সপ্লরার ডব্লিউ ৩০ তে এরকম কোন অপশন আসছেনা।
৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১০
বিডি আমিনুর বলেছেন: সিম্ফনি ডব্লিউ ৩০ প্যাটার্ন লক রিমুভ করতে হলে অবশ্যয়ই চায়না সফটওয়্যার বক্স প্রয়োজন।
বক্স ছাড়া সম্ভব নয় । কোন দক্ষ সার্ভিসিং সেন্টারে যোগাযোগ করুন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪
shahinur70 বলেছেন: নেট থাকলে এবং জিমেইলে এক্যাউন্ট থেকে থাকলে খুলতে পারে।