![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি আর কমু?
এই খবরটা বাংলামেইল থেকে কপিপেস্ট
ইফতারের আর মাত্র ৪০ মিনিট বাকি। পুরো রাজধানী যানজটে যেন থেমে আছে। এ সময় দেখা গেল কারওয়ান বাজারের ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আছে বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়ি।
হোটেল পূর্বানীতে ইফতার পার্টিতে যোগ দেবেন সাবেক এ প্রধানমন্ত্রী। তার গাড়ির সামনে নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি। খালেদা জিয়ার গাড়ি দেখে ফুটপাতে দাঁড়িয়ে আছেন অনেকেই। ট্রাফিক সিগনাল মেনেই তার গাড়ি দাঁড়িয়ে ছিল।
অন্যদিকে একই সময় দেখা গেল ভিন্ন চিত্র। প্রচণ্ড যানজটের মধ্যে বাংলামোটর থেকে উল্টোপথে সোনারগাঁও হোটেলে চলে গেলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তার সামনে পেছনে ছিল কঠোর নিরাপত্তা।
প্রত্যক্ষদর্শীরা জানান, তীব্র যানজটে ট্রাফিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সামনে পেছনে গাড়ির জট লাগিয়ে উল্টো পথেই সোনারগাঁও হোটেলের দিকে চলে গেল ইনুর গাড়িবহর। এ কারণে সাধারণ যাত্রী পরিবহনগুলোসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বেশকিছুক্ষণ সিগনালে বসে থাকতে হয়। যানজট হয়ে ওঠে তীব্রতর।
কি বুঝলেন? ধূর্ত শেয়াল যখন ছলে বলে দেশের শাসন ক্ষমতায় চেপে বসে, তখন চুনোপুঁটিরাও আইনকে বুড়ো আঙুল দেখায়। কিন্তু যারা ব্যঘ্র, তাদেরকে আইন মানতেই হয়, নয়ত অন্যদের সমীহ আদায় করা যাবেনা।
২| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৬
গাধা গরু বলেছেন: যার যেমন স্বভাব। ভাতের হাড়িতে একটা ভাত টিপলেই বুঝা যায় বাকি গুলো কেমন।
৩| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩১
পাতি মাস্তান বলেছেন: সাবধানে থাকবেন দেখিয়েন আপনার নামে যেন আবার মামলা না হয় হিহিহিহি
৪| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ১:৪১
কালের সময় বলেছেন: কে ফুল @নিল আকাশ
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:০৮
দাকুড়াল বলেছেন: এর নাম ক্ষমতা।যার ক্ষমতা যখন। সেই তখন ব্যবহার করে।