নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আকাশ শরতের মত, মেঘ আছে বর্ষণ নেই। আমার মাঠ কাশবনের মত, রেনু আছে, কিন্তু ধুলো নেই

নীল আকাশ ২০১৪

কি আর কমু?

নীল আকাশ ২০১৪ › বিস্তারিত পোস্টঃ

ইসরাইলী হামলার পেছনে শাহবাগীদের মানে আওয়ামী লীগের মদদ আছে - জ্বিনা, কথার কথা না, এক্কেরে বাস্তব প্রমাণাদি সহ

২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫২

এই লোকটারে কেউ চেনেন?





এখনো চেনেন না, চিনবেন। ঠিকই চিনবেন - কিন্তু ততদিনে আর কিছু করার থাকবেনা। সর্বনাশ যা হবার হয়ে যাবে।



ব্রিফ ইন্ট্রুডাকশনঃ



নামঃ মহসীন হাবিব

পরিচয়ঃ উইকিপিডিয়ায় যান

মহসীন হাবিব



পরিচয় যদি এই পর্যন্তই থাকত, তাইলে এই ব্লগ লেখার কোনই দরকার ছিলনা। কিন্তু উনি আরও গভীর জলের মাছ। উকি দিতে চান সেই গভীর জলে, তাইলে এখানে তাকান



কি বুঝলেন? এখনো কিছু বোঝেন নাই। তাইলে আর কি করা? আমি বাধ্য হচ্ছি আরও সামনে বাড়তে। চেয়ারে টাইট হইয়া বসেন।



হ্যাঁ। এইবার বুঝছেন, উনি নিউইয়র্ক ভিত্তিক ইহুদীদের একটা থিংক ট্যাংক Gatestone Institute এর নিয়মিত লেখক। লেখাগুলো একটু কষ্ট করে পড়লেই পেয়ে যাবেন ইসরাইলের সাথে উনার সখ্যতার অদ্যপান্ত।



উনার অন্যান্য লেখাগুলি দেখেন, সবগুলা পড়ে দেখার দরকার নেই, শুধুমাত্র শিরোনাম দেখলেই চলবে। তিনি বিশ্বব্যাপী ইহুদীদের দ্বারা পরিচালিত ইসলাম বিরোধী প্রচারণার কাজটি সুচারুভাবে করে যাচ্ছেন।



কেবল নিউ ইয়র্কের এই মুক্ত চিন্তার পত্রিকায় নয়, দেখুন আরও কোথায় ছাপা হয়েছে উনার লেখা

Click This Link



এখনো কি ভাত মাখিয়ে খাইয়ে দিতে হবে? নাকি যথেষ্ট বড় হয়ে গেছেন?

তাহলে পেয়ারের ইসরাইলের কাছে তার করা নালিশটাও দেখুন

Click This Link



এই পর্যন্ত পড়ে অনেকের মেজাজ বিলা হয়ে গেছে। বুঝলাম উনি ইসরাইলের বহুত পেয়ারের লোক, কিন্তু এর মধ্যে আবার আওয়ামী লীগ পাইলেন কই? সবকিছুর মধ্যে খালি আওয়ামী লীগ খোঁজা আপনাদের বদ স্বভাব হয়ে গেছে। তাইনা?



ভাই থামেন। আগে পুরাটা পড়েন, তারপর ফাল দ্যান।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:১১

ঢাকাবাসী বলেছেন: এত লিংক ভাল লাগেনা!

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৩

উদদিন বলেছেন: সত্য এবং সুন্দর কথা বলেছ , ধন্যবাদ তোমাকে "ভাই !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.