নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আকাশ শরতের মত, মেঘ আছে বর্ষণ নেই। আমার মাঠ কাশবনের মত, রেনু আছে, কিন্তু ধুলো নেই

নীল আকাশ ২০১৪

কি আর কমু?

নীল আকাশ ২০১৪ › বিস্তারিত পোস্টঃ

জামায়াতের সুরে কথা বলছেন সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩১

গত ৪৩ বছর ধরে স্বাধীনতা যুদ্ধ প্রসঙ্গে জামায়াত যে কথা বলে আসছে, সত্য প্রকাশের দায়বদ্ধতায় পড়ে মুক্তিবাহিনীর উপ-অধিনায়ক ও সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতিকে এখন সে কথাই বলতে হচ্ছে।

View this link



স্বাধীনতার (কন্ট্রোভারশিয়াল) ঘোষক, ১ নং সেক্টর কমান্ডার এবং দুর্ধর্ষ 'যেড ফোর্সের' প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে পাকিস্তানী চর আখ্যায়িত করে তার মরণোত্তর বিচারের ঘোষণা দিয়েছেন এক মন্ত্রী!

View this link

বীরোত্তম খেতাবপ্রাপ্ত কাদের সিদ্দিকীকে রাজাকার ঘোষণা দেয়া হয়েছিল গাঞ্জা মঞ্চ থেকে।



আমরা আসলেই কনফিউজড! ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ আসলে কারা করেছিল? মুক্তিযোদ্ধারা, নাকি পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসরেরা

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অধিক সন্যাসীতে গাজন নষ্ট হয়ে গেছে।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায়রে...

নিজের স্বাধীনতার ইতিহাস! তাই নিয়ে এত টানাহেচড়া!!!!!!

সত্যকি ক্ষমতার জোরে হয়? না চাপাবাজিতে প্রতিষ্ঠিত হয়?

সত্য আপনাতেই প্রকাশীত হয়।

কাউকে অতি হেয় করার দলের চিৎকারে হাসি পায়! ইতিহাসে যার যেখানে স্থান সেখানে তা দিতে কার্পণ্যতা নিয়ে কি সত্য বলা যায়?
চেতনার দলে তাদের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদকের নাম নেয়না কেন?
মাওলানা ভাসানী ইতিহাসে উপেক্ষিত কেন?
ওসমানীকে তাঁর মযঅদা কি দিয়েছে চেতনারধারীরা?

শুধূ মাঝখান থেকেতো বৃক্ষ হয়না। শেকড়কে স্বীখার করতে হয়্। তখন সম্মান আপনাতেই সু-প্রতিষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু যাদের হাত ধরে রাজনীতির হাতে খড়ি নিয়েছেন তাদেরকে অন্ধকারে রেখে ব্যক্তিবন্ধনা হয়তো চামচামীর জন্য ঠিকাছে। ইতিহাসের জন্য নয়।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৬

হাসান কালবৈশাখী বলেছেন:
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ কারা করেছিল?
এখানে রাজাকাররাই সুধু 'কনফিউজ' খুজে বেড়ায়।

মুক্তিযুদ্ধ সুধু ৯ মাসের বন্দুক নিয়ে সামরিক যুদ্ধের ইতিহাস নয়।
৫০ দশক থেকেই দির্ঘ সংগ্রামের ভেতরে বহু ত্যাগ স্বীকার করে জনমত সংগঠিত করতে হয়েছে

যেসব মিথ্যা ইশু নিয়ে রাজাকাররা এতদিন লাফালাফি করেছে, সেইসব মিথ্যা করে সমর্থন করে বই লিখলে তাকে কি বলা যায়?

দেখছেন না ফরমায়েসি বইটি নিয়ে রাজাকাররা আর রাজাকারের বাচ্চারা বইটি নিয়ে কেমন লাফাচ্ছে!!

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৪

উদদিন বলেছেন: ৭১ র মার্চে শেখ মজিব স্বইচ্ছায় এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী পশ্চিম পাকিস্তান গমন করে ভুট্রোর দাওয়াতে ভুট্রোর অতিথি শালায় , এ কথাটি-ও যেমন সত্য , তেমনি সত্য -শেখ মজিব বাংলাদেশের শ্বাধীনতা চায়-নাই , শেখ মজিব চেয়েছিলো যুক্ত পাকিস্তানের প্রধান মন্ত্রী হতে , তাই শেখ মজিব যখন বুঝতে পারলো বাংলাদেশ শ্বাধীন হয়ে যাচ্ছে যুক্ত পাকিস্তানের প্রধান মন্ত্রী হওয়ার স্বপ্ন শেষ , কিন্তু "বুদ্ধী-জীবিদের যন্ত্রনায় তো বাংলাদেশের প্রধান মন্ত্রী হওয়ার কোন সুযোগ থাকবে-না তাই সে ভুট্রোকে আদেশ করে বাকি কাজটুকো সেরে দিতে অর্থাৎ ঢাকার বুকে বসবাস রত বাংলাদেশের সমস্ত "বুদ্ধী-জীবিদের হত্যা করে দাও এবং একটা লিষ্ট ভুট্রোর হাতে তুলে দেয় , শেখ মজিবের আদেশে , শেখ মজিবের স্বইচ্ছায়"ই শেখ মজিবের লিষ্ট অনুযায়ী"ই ঢাকার বুকে "বুদ্ধী-জীবিদের হত্যা করার আদেশ দেয় নর খাদক ভুট্রো তার সেনাদের , সহযোগিতা করে গনজাগরন মঞ্চের হোতা ডঃ ইমরান এইচ সরকারের বাপ-দাদা ! বাংলাদেশের সমস্ত "বুদ্ধী-জীবিদের হত্যা দ্বায় এবং দ্বায়িত্ব শুধু আওয়ামী লীগের , জামাত বা মুসলীম লীগ রাজাকার বা বুদ্ধী-জীবিদের হত্যাকারী তা আওয়ামী মুসলিম ট্রেরিষ্টদের সাজানো কাহিনী মাত্র । তিন শয়তানের ছবি , অন্য শয়তান-কে আলাদা ভাবে দিলাম !

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৫

উদদিন বলেছেন: ৭১ র মার্চে শেখ মজিব স্বইচ্ছায় এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী পশ্চিম পাকিস্তান গমন করে ভুট্রোর দাওয়াতে ভুট্রোর অতিথি শালায় , এ কথাটি-ও যেমন সত্য , তেমনি সত্য -শেখ মজিব বাংলাদেশের শ্বাধীনতা চায়-নাই , শেখ মজিব চেয়েছিলো যুক্ত পাকিস্তানের প্রধান মন্ত্রী হতে , তাই শেখ মজিব যখন বুঝতে পারলো বাংলাদেশ শ্বাধীন হয়ে যাচ্ছে যুক্ত পাকিস্তানের প্রধান মন্ত্রী হওয়ার স্বপ্ন শেষ , কিন্তু "বুদ্ধী-জীবিদের যন্ত্রনায় তো বাংলাদেশের প্রধান মন্ত্রী হওয়ার কোন সুযোগ থাকবে-না তাই সে ভুট্রোকে আদেশ করে বাকি কাজটুকো সেরে দিতে অর্থাৎ ঢাকার বুকে বসবাস রত বাংলাদেশের সমস্ত "বুদ্ধী-জীবিদের হত্যা করে দাও এবং একটা লিষ্ট ভুট্রোর হাতে তুলে দেয় , শেখ মজিবের আদেশে , শেখ মজিবের স্বইচ্ছায়"ই শেখ মজিবের লিষ্ট অনুযায়ী"ই ঢাকার বুকে "বুদ্ধী-জীবিদের হত্যা করার আদেশ দেয় নর খাদক ভুট্রো তার সেনাদের , সহযোগিতা করে গনজাগরন মঞ্চের হোতা ডঃ ইমরান এইচ সরকারের বাপ-দাদা ! বাংলাদেশের সমস্ত "বুদ্ধী-জীবিদের হত্যা দ্বায় এবং দ্বায়িত্ব শুধু আওয়ামী লীগের , জামাত বা মুসলীম লীগ রাজাকার বা বুদ্ধী-জীবিদের হত্যাকারী তা আওয়ামী মুসলিম ট্রেরিষ্টদের সাজানো কাহিনী মাত্র । তিন শয়তানের ছবি , অন্য শয়তান-কে আলাদা ভাবে দিলাম !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.