![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি আর কমু?
আগে মেয়ে সন্তান হওয়ার জন্য বউরে দায়ী কইরা পিটায়া কিছু সুখ পাওয়া যাইত। কিন্তু এখন বিজ্ঞানের উন্নতি হইছে। এই ইস্যু নিয়া বউয়ের সাথে খিস্তি করতে গেলে বউয়েও শুনায়া দেয়ঃ আমারে তাইলে ওয়াই ক্রোমসম ওয়ালা শুক্রানু দেও - তোমার পোলা বানায়া দেই।
তখন রাগটা বৌয়ের উপর থিকা ট্রান্সফার হয় নিজের বিশেষ অঙ্গের দিকে। কি, আমার বউরে ওয়াই ক্রোমসম ওয়ালা শুক্রানু দিতারছ না, তরে আর আমার লগে রাখুম না, এই দিলাম কাইট্টা। আ
আ
আ
সেরকম ঘটনাই ঘটেছে ভারতে।
দুটি কন্যাসন্তান। চাই তার পুত্র। কেন হচ্ছে না? এই নিয়ে বউয়ের সঙ্গে বিবাদে যা করে বসলেন স্বামী তা বর্ণনার অযোগ্য। রাগ ও জেদে বউয়ের দিকে নয়, হাত বাড়ালেন নিজের দিকে। কেটে ফেললেন বিশেষ অঙ্গই। এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে ভারতে।
বিহারের সিওয়ান জেলার খোজওয়া গ্রামে ঘটে যাওয়া নিজের সর্বনাশের এই অদ্ভুত ঘটনায় হতবাক হয়েছেন এলাকাবাসীও। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
৩০ বছর বয়সী ওই ব্যক্তিটি কাজ করতেন কাতারে। এক মাসের ছুটিতে বাড়িতে আসেন তিনি। গত বৃহস্পতিবার পুত্রসন্তান না হওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া। একপর্যায়ে উত্তেজিত হয়ে ধারালো ছুরি নিয়ে তা নিজের বিশেষ অঙ্গেই চালিয়ে দেন তিনি।
পুলিশ জানায়, পুত্রসন্তান না হওয়ায় ওই ব্যক্তিটি প্রবল হতাশায় ভুগতেন। এ নিয়ে স্ত্রীকেও তিনি নানাভাবে জর্জরিত করতেন।
আজব কিসিমের দেশ ভারত।
২| ২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৬
খেলাঘর বলেছেন:
বাংলাদেশে ১৭ কোটীর মাঝে ১ কোটীর মানসিক রোগ আছে; ভারতের ১২০ কোটীর মাঝে কতজনের মানসিক সমস্যা?
৩| ৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৯
নুরএমডিচৌধূরী বলেছেন:
আজব কিসিমের দেশ ভারত। +++
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৮
অপূর্ণ রায়হান বলেছেন:
:-& :-&