![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি আর কমু?
এই নিকখানা নিয়া যখন ব্লগিং করা শুরু করি, তখন স্ট্যাটাস ছিল ওয়াচ। বলা হয়েছিল, আমার গতিবিধি ৭ দিন ধরে পর্যবেক্ষণ করা হবে। যদি উনাদের কাছে মনে হয় আমি ব্লগিং এর জন্য ফিট, তাইলে ৭ দিন পরে আমাকে কমেন্ট করার অধিকার দেওয়া হবে।
কথাটা বিশ্বাস যাইনাই। আমার এর আগের নিক উনারা ঝুলায়া রাখছিল কতদিন জানেন? কোন দিন মাসের হিসাব না -টানা ১৪ মাস। অপেক্ষা করতে করতে যখন সামুতে ব্লগিং করার শখ মাথায় উঠছে, তখন দেখলাম আমি কমেন্ট করতে পারতেছি। খুশীর চোটে কমেন্ট মনে হয় বেশিই কইরা ফেলছিলাম, যে কারণে একদিন কমেন্ট করতে গিয়া দেখি, "নীতিমালা ভঙ্গের কারণে আপনাকে কমেন্ট ব্যান করা হয়েছে"
কেমন লাগে কন? এইটা কোন মানুষের দেশে আছি? নীতিমালা যদি ভঙ্গ কইরাই থাকি, তাইলে একটা ওয়ার্নিং তো দিবি! নইলে এইটা তো বলবি কোন নীতি ভঙ্গ করছি? মেইলের পর মেইল দেই - উনাদের জবাব দেবার গরজ নাই। কি আর করা! ব্লগ যারা খুলছে - ওনাদের বাপ-দাদার সম্পত্তি , যা খুশী তাই করার অধিকার দিয়া এই নতুন নিকটা খুললাম আর অপেক্ষা করতেছিলাম কবে ১৪ মাস পার হয়!
কিন্তু এইবার যা দেখলাম, তাতে আসলেই টাস্কি খাইছি। ৩ দিন পার না হইতেই দেখি কমেন্ট করার অধিকার মডুরা দিয়া দিছে। যাই হোক, মডুদের দীর্ঘায়ু প্রাপ্তির দোয়া সহযোগে ব্লগিং করতে বসলাম।। এইবার কমেন্টগুলা অনেক সাবধানে করতাম - যাতে কোন নীতিমালা (!) আবার ভাইঙ্গা চুড়া না হয়!
কিন্তু লাভ হইলনা। কিছুদিন না যাইতেই কোন এক মডুর লোলুপ দৃষ্টি পড়ল আমার নিকটায়। কয়েকদিন আগে আমার একাউন্টে ঢুইকা দেখি আমারে ওয়াচে ফালাইছে। তবে এইবার একটুখানি সুবিধা রাখছে - আমাকে কমেন্ট করার অধিকার দিয়া। আমি তো এইটুক পাইলেই খুশী। আর কি লাগে! তয় পোস্ট না করতে পারার একটা কষ্ট থাইকাই গেল।
তবে আজকে আমার প্রোফাইলে ঢুইকা আমি টাস্কি নম্বর টু খাইয়া গেলাম। ছিলাম ওয়াচে, সেখান থেকে ক্যামনে ক্যামনে জেনারেল সাহেবরে ওভারটেক কইরা সেইফ হইয়া গেলাম - এর মাজেজা কিছুতেই বুঝলাম না। মডুরা আমার মধ্যে হঠাত কি উদ্ধার করল যে এত দরদ? অনলাইনে থাকা কোন মডু দয়া কইরা ব্যাপারটা খোলাসা করবেন কি?
১১ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৬
নীল আকাশ ২০১৪ বলেছেন: অনেক ব্লগ বাংলাদেশে আছে যারা কাজ চালায় কোন বেতন না দিয়েই, কিন্তু তারাও দেখেছি কোন ব্লগারকে এতটা অবহেলার চোখে দেখেনা।
২| ১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৫
ভূতের কেচ্ছা বলেছেন:
৩| ১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৮
বলেছেন:
৪| ১১ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
তারাবেষ্ট বলেছেন: ব্লগের ট্রেনিং নেবার জন্য আমি "কোলকাতা" যাব।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৯
খেলাঘর বলেছেন:
কম বেতনের লোক দিয়ে কাজ চালাচ্ছে সামু