![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি আর কমু?
দৃষ্টি আকর্ষণঃ এ ব্যাপারে ব্লগার 'কাল্পনিক ভালবাসা' এর মন্তব্য অবশ্যই চাই।
সামুর নির্বাচিত পোস্ট সিলেকশন নিয়ে ব্যক্তিগতভাবে আমার কোন অভিযোগ নেই। এ ব্যাপারে তারা যথেষ্ট বিজ্ঞতা এবং অভিজ্ঞতার নিদর্শন দেখিয়ে থাকেন। আমদেরকে প্রয়োজনীয় তথ্য দেয় অথবা যা সাহিত্যের মানে উত্তীর্ণ - এরকম লেখাই সচরাচর নির্বাচিত পোস্ট হিসেবে সিলেক্ট হয়ে থাকে।
কিন্তু সমস্যা দেখা দেয় যখন পোস্ট নির্বাচনে মডূদের রাজনৈতিক পারশিয়াল্টি পরিষ্কারভাবে ফুটে ওঠে। ব্লগের অধিপতি একটি বিশেষ রাজনৈতিক দলের আদর্শগত সমর্থক - এ ব্যাপারে কোন সন্দেহ নেই, তাই তিনি যাদেরকে মডু হিসেবে নিয়োগ দেবেন তারাও ঐ রাজনৈতিক দলটির প্রতি দুর্বল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাদের আদর্শিক ভাবধারা তারা যখন নিয়োগ করেন প্রতিপক্ষ রাজনৈতিক দল বা তাদের নিয়ন্ত্রিত ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার কাজে, তখন তা অবশ্যই একটি নিন্দনীয় ব্যাপার হয়ে দাঁড়ায় বৈকি।
ব্লগার নীলমেঘ আমি'র এই পোস্টটি হতে পারত জনসচেতনতার উদ্দেশ্যে লেখা একটি সচেতনতামূলক পোস্ট, যে পোস্টের প্রথম কমেন্ট আমিই করেছিলাম। কিন্তু পোস্টটি এমন কোন পোস্ট না, যে এটি পাঠকের দৃষ্টি আকর্ষণ করা হলে জামায়াত নিয়ন্ত্রিত একটি ব্যবসা একেবারে মার খেয়ে যাবে। যেখানে পরবর্তীতে কয়েকজন পাঠক ঐ ডায়াগনস্টিক সেন্টারে খোঁজ নিয়ে দেখেছেন যে, পোস্টদাতার অভিযোগ পুরোপুরি সত্য নয়। এরকম অর্ধসত্য অর্ধ মিথ্যা অথবা সোজা কথায় 'বালছাল' মার্কা একটা পোস্টকে নির্বাচিত পাতায় নেয়ার মাধ্যমে সংশ্লিস্ট নির্বাচকের কি মানসিকতা ফুটে উঠেছে বলুন তো?
জামায়াতে ইসলামী বাংলাদেশের জনসংখ্যার মোটামুটি একটা বড় অংশের প্রতিনিধিত্ব করা একটি রাজনৈতিক দল। এই দলের শীর্ষ নেতৃবৃন্দের একজনের মালিকানাধীন প্রতিষ্ঠান হল ইবনে সিনা - এটা কারো অজানা নয়। বাংলাদেশের হাতে গোনা যে কয়টি হসপিটালের সেবার মান ভালো - ইবনে সিনা তার একটি। এরকম একটি মানসম্মত হাসপাতাল সম্পর্কে বিরূপ ধারণা দেওয়া একটা পোস্ট নির্বাচিত পাতায় নেবার আগে মডুদের কি একটু ব্রেন খাটানো দরকার ছিলনা?
কোন রাজনৈতিক দলের প্রতি ব্যক্তি বিশেষের আক্রোশ বা ঘৃণা থাকতেই পারে। কিন্তু মডারেটরের আচরণে আমরা তার বহিপ্রকাশ দেখতে চাইনা। সেবামূলক খাতকে এসব দলাদলি থেকে মুক্ত হিসেবে দেখতে চাই।
বিঃদ্রঃ পোস্টটি কেন নির্বাচিত পাতায় নেওয়া হল, আমি তার কোন কৈফিয়ত চাইনি। কেবল সকল রাজনৈতিক মতের প্রতি ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্মের মডুরা সহনশীল দায়িত্ববোধের পরিচয় দেবেন - এতটুকুই আশা করছি।
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৮
অপূর্ণ রায়হান বলেছেন: এই মন্তব্য দিয়েই দেখি ২৬৩!
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৮
অপূর্ণ রায়হান বলেছেন: ২৯০!
৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৫
অপূর্ণ রায়হান বলেছেন: ৩১৭ এর পরে হিট কেনু একটি একটি করিয়া বাড়িতেছে!!! রিফ্রেশ দেওয়ার সাথে সাথে গোটা বিশেক হিট মুহূর্তে মুহুতে বাড়িতে না দেখিয়া বড়ই ব্যাথিত হইতেছি! বাগ নাকি বাঘ এসেছিলো! সে বাঘ ফিরে আয়!
৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৫
কলাবাগান১ বলেছেন: সাম্প্রতিক মন্তব্য কলামের কিছু কিছু পোস্টের টাইটেলকে বোল্ড করা থাকে?? কেন?? কেউ কি জানেন???
জামাত নিষিদ্ধ হোক ১৯৭১ এর কৃতকর্মের জনই মাফ চাওয়া না পর্যন্ত্য
৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২২
কালের সময় বলেছেন: লেখকের অভিযোগ না থাকলেও আমার আছে কারন আমার এই পোষ্টটি নিশ্চিত নির্বাচিত পাতায় যাওয়ার অধিকার রাখে । শুধু তাই না এ লেখা অন্য কোন ব্লগার লেখলে ঠিকই স্টিকি হোতো ।
৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
একজন সচেতন মানুষ হিসেবে কোন নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ থাকা একটি স্বাভাবিক ব্যাপার। তাই ব্যক্তিগতভাবে আমিও এই স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে নই। তবে ব্লগ সংক্রান্ত একটি দায়িত্বশীল অবস্থানে থাকার কারনে কোন নির্দিষ্ট ইস্যুতে সেই মতাদর্শ প্রয়োগের মাধ্যমে অন্য মতাদর্শকে ছোট বা অবদমিত করার কোন সুযোগ নেই। কেননা যে কোন দায়িত্বশীল বা নিরপেক্ষ অবস্থান বলতে আমরা বুঝি - সুনির্দিষ্ট নীতিমালার আলোকে ঐ অবস্থানটির দৈনন্দিন কার্যক্রম সুষ্ঠ ভাবে নির্বাহ করা। আমরা দৃঢ়ভাবে এই অবস্থানটি ধরে রেখে আমাদের কাজ চালিয়ে যাচ্ছি।
এই কাজটি করতে গিয়ে, যারা আমাদের নীতিমালা লংঘন করছেন, তাদের ব্যাপারেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। এই ক্ষেত্রে বর্তমানে কোন দল মত, আদর্শকে আমরা আলদা করে দেখি না। তবে এটা অবশ্যই উল্লেখ্য যে, যে মত বা আদর্শের মাধ্যমে সংঘাতপ্রয়াসী / উস্কানীমূলক মনোভাব প্রকাশ পায়, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন ব্যাপার প্রকাশ করে, আমরা তা সমর্থন করি না।
এতে যদি কারো কথা বা মত প্রকাশের ব্যাঘ্যাত ঘটে তাহলে তা ঐ নির্দিষ্ট মতাদর্শের সঠিক দায়বদ্ধতা প্রয়োগের অভাবে নিজস্ব ব্যর্থতা হিসেবেই বিবেচিত হয়।
আপনি যে পোষ্টটির ব্যাপারে বলছেন, সেই পোষ্টটি একটি প্রতিষ্ঠানের ব্যাপারে একজন ব্লগারের নিজস্ব বিড়ম্বনার অভিজ্ঞতা সম্পর্কিত ছিল। এটা সচেতনতার প্রেক্ষাপট থেকেই নির্বাচিত করা হয়েছিল। পরবর্তীতে যখন সেই ব্যাপারে অন্য ব্লগাররা আলোচনায় অংশগ্রহন করলেন এবং কিছু মিথ্যচারের অভিযোগ করলেন তখন পোষ্টদাতাকে আমরা তার কোন প্রতিউত্তর দিতে দেখি নি। আপনি নিজেও পোষ্টটিতে মন্তব্য করেছেন এবং আপনারও জানার সুযোগ ছিল না। আমরাও তার বক্তব্য জানার অপেক্ষায় ছিলাম। যেহেতু তিনি এখনও তা দিতে পারেন নি, তাই তার পোষ্টে অন্য ব্লগারদের মন্তব্যকে প্রাধান্য দিয়ে সেই পোষ্টটি আরো বেশ কিছুক্ষন আগেই নির্বাচিত পাতা থেকে সরিয়ে দেয়া হয়েছে।
ধন্যবাদ।
৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০২
নীল আকাশ ২০১৪ বলেছেন: আপনার মন্তব্যটি আমার অসম্ভব ভালো লেগেছে। কিছুটা ফর্মাল ফর্মাল গন্ধ থাকলেও আপনি মডুদের অবস্থান পরিষ্কার করেছেন বলে অসংখ্য ধন্যবাদ জনাচ্ছি।
আশা করি, এমনিভাবেই সাধারণ (মানে আমার মত) ব্লগারদের অভিযোগ গুরুত্ব সহকারে নেবেন এবং সব মতাবলম্বীদের জন্য স্বাধীন (সীমানা মেন্টেন করে) ও পরিচ্ছন্ন ব্লগিং প্ল্যাটফর্ম নিশ্চিত করবেন।
৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩১
নিলু বলেছেন: কেনও সামু কি উম্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের প্লাটফর্ম নয় কি ? এখানেই বুজতে হবে স্বাধীনতার অর্থ কি ?
৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৭
ঢাকাবাসী বলেছেন: স্বাধীনতা, রাজনীতি!
১০| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৩
খেলাঘর বলেছেন:
সামু কোনভাবে চলছে, লোকজন তেমন দক্ষ বলে মনে হচ্ছে না।
০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৫
নীল আকাশ ২০১৪ বলেছেন: আমি একমত নই, উনাদের দক্ষতা নিয়ে আমার কোন সন্দেহ নেই তবে লিংকে দেওয়া ঐ পোস্ট সিলেকশনের ব্যাপারে মডুর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রাধান্য পেয়েছে - একসময় যা সামুর জন্য ক্ষতিকর হয়ে উঠবে।
১১| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৭
অপূর্ণ রায়হান বলেছেন: ২৬ মিনিটে ২৩৯ হিট! লে হালুয়া! কি বোর্ড আর মাউস বুঝিতেছে কি যাতনা জাতাতে!