![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি আর কমু?
শাহবাগ আন্দোলন (!) নিয়ে স্পয়লার লেখায় বিজ্ঞ মডুরা আমার পোস্টটিকে সরিয়ে নিয়েছেন - এজন্যে তাদেরকে ধন্যবাদ জানাই। শাহবাগের আন্দোলনের (!) মত একটা অর্থহীন ও প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডকে যারা আন্দোলনে (!) রূপদান করতে সে সময় যারা দিনরাত্রি মাথার ঘাম পায়ে ফেলে উদয়াস্ত পরিশ্রম করে সেটা সারথক করতে ঝাঁপিয়ে পড়েছিলেন, সামহোয়্যার ইন ব্লগ তাদের অন্যতম। সেই আন্দোলন (!) নিয়ে স্পয়লার লিখলে তাদের গায়ে লাগবে - এটাই স্বাভাবিক। তাই আমার পোস্ট সরিয়ে নেয়ায় আমি মোটেও দুঃখিত হইনি, বরং আমাকে যে সরাসরি ব্যান করে দেওয়া হয়নি - এজন্য তাদেরকে আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সেই আন্দোলন (!) চলাকালে নাস্তিক ব্লগার রাজীবের জানাযা নিয়ে আপত্তি জানিয়ে একটা ব্লগ পোস্ট করেছিলাম বলে চেতনায় উজীবীত এইমডারেশন প্যানেল সেদিন কোন নীতিমালার ধার না ধেরে কোন রকম সতর্ক না করে এই আমাকে ডাইরেক্ট ব্যান করে দিয়েছিল। আমি সেদিন বিশ্বাসই করতে পারিনি, সত্যিই ব্যান করে দেবার মত কোন অপরাধ আমি করেছিলাম কিনা!
যাই হোক, যুগের সাথে সাথে সেই মডারেশন প্যানেলের চিন্তা-চেতনায় অনেক উন্নতি হয়েছে। এখন আর বিনা কারণে তারা কোন ব্লগারকে ব্যান করেন না - কেবল আপত্তিকর পোস্ট সরিয়ে দেন। সেই সাথে আবার বোনাস হিসেবে একটা নোটিশও ধরিয়ে দেন কি কারণে পোস্ট সরানো হল, তার কারণ ব্যাখ্যা করে। সত্যিকার অর্থেই মডারেশন প্যানেলের এই মহানুভবতায় আমি মুগ্ধ। সামু ব্লগের মডুরা অবশেষে আমাদের মত সাধারণ ব্লগারদেরকে 'মানুষ' হিসেবে জ্ঞান করতে শিখেছে।
আমি আশা করব, দিন যত যাবে, সামু এভাবে আরও তত পরিপক্ক হয়ে উঠবে। কাউকে শাস্তি দেবার আগে অবশ্যই সে কি পাপ করেছে, তা তাকে জানাবে। এতে সাধারণ ব্লগারদের কাছে সামুর অবস্থান আরও উন্নত হবে।
আমি সামুর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
আপনি শাহবাগ, হেফাজত, আওয়ামীলীগ, বিএনপি ইত্যাদি যে কোন টপিকে, যে কোন বিষয়েই আলোচনা সমালোচনা করার ক্ষমতা রাখেন, বিপক্ষ মত প্রকাশ করতেই পারেন। এটা আপনার অধিকার এবং ব্লগ আপনার মুক্তমত প্রকাশেরই মাধ্যম। আপনার বাকস্বাধীনতা যেমন আছে, তেমনি বাক দায়িত্বশীলতাও আছে। আপনি কঠোর সমালোচনা করতে পারেন, কিন্তু সেখানে ভাষা প্রয়োগের একটি নুন্যতম মানদন্ড বজায় রাখতে হবে। সেটা ব্যাতয় ঘটলে সেই ব্যাপারে ব্লগনীতি মালা অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
শাহবাগ আন্দোলনের মাধ্যমে জনগন প্রতিবাদ জানিয়েছিল দেশের একজন ঘৃনিত রাজাকারের আস্ফাফলনের চরম আস্পর্ধার বিরুদ্ধে। প্রথম কিছু দিন এটা শুধু আমাদের সাধারন জনগনেরই ছিল। এখানে কোন দল মত কিছু ছিল না। কিন্তু তারপর যা হয়েছে তার একটি গণহত্যার চেয়ে কোন অংশে কম নয়। লাখো মানুষের সৎ ইচ্ছা আবেগ আর জটিলতা বিহীন আবেগকে ধ্বংস করা গনহত্যার চেয়ে কোন অংশে কম নয়।
যাইহোক, আপনি একজন পুরানো ব্লগার। আপনাদের দেখে অনেকেই অনেক কিছু যেমন শিখতে পারে, তেমনিও হয়ত শিখতে পারেন। আশা করি আপনার সমালোচনায় আলোচনায় আপনি সত্য প্রকাশে যেমন অবিচল থাকবেন তেমনি পাশাপাশি নিজের দায়িত্বশীলতা সম্পর্কেও সজাগ থাকবেন।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৪
নীল আকাশ ২০১৪ বলেছেন: আমার ভাষা প্রয়োগে দায়িত্বশীলতার কি অভাব ছিল, তা জানতে চেয়ে আমি আর কাউকে বিব্রত করতে চাইনা। কেবল মডারেশন প্যানেল যে তাদের স্বেচ্ছাচারী মনোভাব থেকে বেরিয়ে এসে এখন নোটিশ দিয়ে পোস্টের ভুল-ভ্রান্তি ধরিয়ে দেবার চেষ্টা করছে, পোস্ট সরিয়ে দেবার কারণ ব্যাখ্যা করছে - এটা দেখে আমি যারপরনাই অভিভূত। মডারেশন প্যানেলের এই দায়িত্ব সচেতনতায় খুশী হয়েই এই পোস্ট আমি দিয়েছি। এখানে শাহবাগ-বিএনপি-হেফাজতের কোন ব্যাপার নেই।
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৫
ঢাকাবাসী বলেছেন: কিছু বলার নেই!