নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাসুদ অারিয়ান

হারতে শিখেছি জিতবো বলেই...

মাসুদ অারিয়ান › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ , তুমি শুনতে কি পাও ?

২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৬

কুড়িগ্রামে নিজের বাসার কাছেই একজন বীর মুক্তিযোদ্ধাকে গলা কেটে হত্যা করেছে নরপশুরা । ধিক্কার জানানোর ভাষা নেই, নির্বাক আমি তাই আবার মানুষ হতে চাই । হ্যাঁ, স্বাধীন ভূমি দিয়েছে মা তুমি, কিন্তু তোমার জন্য যারা জীবন বাজি রেখে তোমাকে বিশ্ব দরবারে এনে দিয়েছে মর্যাদার আসন, আমরা তাদের গলা কেটে হত্যা করছি । মা, মানুষ হতে চাই, মানুষ ।।।

অমানুষের ভীড়ে আমরা হারিয়ে যাচ্ছি - ভূলে যাচ্ছি পূর্বসূরীদের রক্তঋণ ।।।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০৫

বিজন রয় বলেছেন: দুঃখজনক ও নির্মম।

দয়াকরে ছবিটি সরিয়ে দিন!!!
বিভৎস!!

২| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:১০

ছাসা ডোনার বলেছেন: আসলে ধীক্কার দেয়ার ভাষাও হারিয়ে ফেলেছি। কোথায় হবে এই নরপশুদের স্থান? কোন অধিকারে এরা আমাদের সমাজে লুকিয়ে আছে? সচেতন সবাই এগিয়ে আসুন এদেরকে সনাক্ত করে ধ্বংস করার জন্য।হে পরম করুনাময় সৃস্টিকর্তা হেদায়েত কর এই মানুষ নামের জীবদের।

২৩ শে মার্চ, ২০১৬ রাত ৮:০১

মাসুদ অারিয়ান বলেছেন: আসলে হিংস্র হায়েনারা আমাদের পাশেই লুকিয়ে থাকে, খালি চোখে এদের সনাক্ত করা কঠিন । সামাজিকভাবে ওদের বয়কট করা না গেলে ওদের হিংস্রতা থামবে না ।।।

৩| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২৩

অেসন বলেছেন: একজন মুক্তিযোদ্ধার এমন বীভৎস ছবি দেখতে চাই না। সরিয়ে ফেলুন। কাজটা কারা করেছে? জঙ্গিবাদিরা নয়তো ? যারা করুক, তাদেরকে আইনের আওতায় আনতে হবে।

২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

মাসুদ অারিয়ান বলেছেন: অবশ্যই জঙ্গিবাদীদের কাজ ।

৪| ২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

মাসুদ অারিয়ান বলেছেন: সরাতে চাই কিন্তু এই বিভৎসতা দেখে যদি অামাদের শিক্ষা হয়....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.