![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের বাঁহাতি পেস বোলার মুস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) মাতাচ্ছেন। দেশের সীমা ছাড়িয়ে বিদেশের মাটিতেও সমানভাবে সফল এ কাটার মাস্টার।
দেশে-বিদেশে যখন মুস্তাফিজকে নিয়ে তুমুল মাতামাতি তখন সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উদ্যোগে শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের ভবনের পুরো সীমানা প্রাচীর জুড়ে শোভা পাচ্ছে বাংলাদেশের বোলিং-বিস্ময় মুস্তাফিজুর রহমানের ছবি সংবলিত পোস্টার। আর তাতে লেখা, ‘সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’।
মুস্তাফিজকে নিয়ে এমন উদ্যোগে পরিকল্পনা মন্ত্রণালয় প্রশংসা পেলেও সমালোচনার মুখে পড়েছে মুস্তাফিজের জার্সি নিয়ে। ছবিতে যে জার্সিপরা মুস্তাফিজকে দেখা যায় সেটা বাংলাদেশের জার্সি নয়, এমনকি নয় বাংলাদেশের কোন ক্লাব দলের জার্সি। এ জার্সি আইপিএলের সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সি। মুস্তাফিজ আইপিএলে সে দলের হয়ে খেলছেন ঠিক কিন্তু তিনি বাংলাদেশের মুখই উজ্জ্বল করছেন।
রাষ্ট্রীয় বিজ্ঞাপনে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে মুস্তাফিজ না রেখে আইপিএলের একটা ফ্রাঞ্চাইজির জার্সির ছবি দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনাও হচ্ছে। আইপিএলের জার্সি না দিয়ে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে মুস্তাফিজকে দেওয়া উচিত ছিল বলে অনেকেই মন্তব্য করেন।
২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭
মাসুদ অারিয়ান বলেছেন: খুব সম্ভবত...
২| ২৭ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩৭
মুফতী মাহবুবুল হাসান বলেছেন: এটা বন্ধুত্বের নিদর্শন। আমরা যে মুক্তিযুদ্ধের কথা ভুলে যাই নি এটাও একটা প্রমাণ। চলুক অবিরাম বন্ধুত্ব.....
২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮
মাসুদ অারিয়ান বলেছেন: হুম, যারা ছবি সিলেকশন করেছে, তাদের মাথা ভারী...
৩| ২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৬
শূণ্য মাত্রিক বলেছেন: আমাদের জার্সি পরা ছবিও তো তার অনেক আছে ... সেগুলো কেন নিলনা !!!
২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
মাসুদ অারিয়ান বলেছেন: পরিকল্পনা মন্ত্রনালয় ছবি খূঁজে পায়নি, মুস্তাফিজ কি বাংলাদেশে খেলে না কি বোকা, ও তো আইপিএল খেলে.।
৪| ২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩২
বিজন রয় বলেছেন: লাল সবুজ চাই।
২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
মাসুদ অারিয়ান বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ , আপনার সাথে সহমত
৫| ২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৭
সত্যের ছায়া বলেছেন: আমাদের বিবেকের পচন ধরেছে অনেক আগে থেকেই। আমাদের যা কিছু আছে সব নম বাবুদের কাজে উৎসর্গ করে দিয়েছি। এখন ক্রিকেট দুনিয়ায় আমরা যখন মাথা তুলে দাঁড়াচ্ছি ঠিক সেই সময় আমাদের ঋণ শোধ করার তাগিদ পড়েছে। ভাই বুজলেন না মুক্তিযুদ্ধের ঋণ। কে জানি- কবে যেন বলে ফেলে মুক্তি যুদ্ধের ঋণ শোধ করার জন্য আমাদের এই ছেলেটাকে দিয়ে দাও। আমরা তখন আমাদের ঋণ শোধ করার জন্য হয়ত দিয়ে দিব আর মনে মনে আত্মতৃপ্তি লাভ করব। যাক মাগার পাকি বাঁচা গেল আর মুক্তিযুদ্ধের চেতনাও রক্ষা হইল।
৬| ২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৫
মোস্তফা সোহেল বলেছেন: এখন আর স্বাধীনতার অবমাননা হল না মনে হয়
৭| ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৪
এ আর ১৫ বলেছেন: If Messi pictures with Bercelona's jersey or Naimer's pictures with Bercelona's jersey are displayed in Argentina and Brazil then what's wrong for Mustafiz. Mustafiz now playing for the team which highlighting him again so it is just highlighting his current phase।
২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
মাসুদ অারিয়ান বলেছেন: ভাই, বুঝার চেষ্টা করেন, মুস্তাফিজ কি আইপিএল খেলে বিশ্ববাসীকে নিজের জাত চিনিয়েছে, না বাংলাদেশের হয়ে খেলে । রাষ্ট্রীয়ভাবে যখন প্রচার হচ্ছে তখন ছবি সিলেকশনে একটু সচেতন হওয়ার দরকার ছিলো কি?
৮| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩১
কলম চোর বলেছেন: বাংলাদেশের মন্ত্রী হওয়ার একটাই যোগ্যতা লাগে, সেটা হচ্ছে মাথায় বুদ্ধি থাকা চলবে না।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:৩১
সাগর মাঝি বলেছেন: পরিকল্পনা মন্ত্রনালয় বোধহয় এত বড় পরিকল্পনা করতে গিয়ে জার্সির কথা ভুলে গেছে।