![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্গুণ বলে, গুণীজনকে ভীষণ পছন্দ ! মানুষের ভালোবাসার ক্ষমতায় মুগ্ধ মানুষের প্রতারণায় হই ঋদ্ধ মানুষের ঘৃণার উৎসে উৎসুক !
সকল ভালবাসার বন্ধন এক তুড়িতে উড়িয়ে দিয়ে,বড় অসময়ে মা যখন না ফেরার দেশে চলে গেলেন,সেই থেকে বুঝার দিন শুরু আমার ।
দূরের হষ্টেলে কিশোর ছেলেটি কেমন আছে,কি অখাদ্য খেয়ে খেয়ে বেঁচে আছে,অর্হনীশি সে কথা ভেবে ভেবে আর কারো চোখে বর্ষা নামেনা । অবিরাম অশ্রু বিসর্জনে আর কারো চোখের নীচে কালি জমেনা । মৌসুমী ফলের ঝুড়ি সযতনে তুলে রেখে,পাকা ফল পঁচিয়ে ফেলে না আর কেউ ! বুক ভরা আশায় অপেক্ষায় থাকেনা কেউ আর- 'একদিন আসবে কিশোর !'
বাড়ীতে নিজ হাতে উপাদেয় খাবারগুলো তৈরী করেন মা । কিন্তু মায়ের মুখে রোচে না । সবেগে ভাল খাবারের বাটি দূরে ঠেলে দেন ! তার ছেলেটি যে সুস্বাদু এই খাবারগুলো পাচ্ছে না আজ ! তাহলে, মা কি করে খান !
তোমার দুধের ঋণ শোধ হয়না মা...
***************************
বড় অকৃতজ্ঞ তোমার ছেলেটি মা । তোমাকে মনেওতো করেনা সে আজকাল । হ্যাঁ,মনে করে,যখন তার কষ্ট রাখার জায়গা থাকেনা আর । যখন সে চায় খু-উ-ব ভালবাসার একটি আশ্রয়, মাথার উপরে সবচে ভালবাসার একটি হাত । অকৃতজ্ঞ সে তখন মাকে খোঁজে ! রাতের আকাশের অজস্র দূরের তারার ভীরে খোঁজে ! চিত্কার করে মা মা বলে সে কাঁদে ! অভিমানী মায়ের সারা সে পায়না...!
এমন অকৃতজ্ঞকে সারা কেনইবা দেবে তুমি,মা ! তোমার দুধের ঋণ কি শোধ দিয়েছে সে,মা...!
২| ১৭ ই আগস্ট, ২০০৭ রাত ৩:২৬
ডঃ আইজউদ্দিন বলেছেন: আপনার দূঃখে সমব্যাথি
৩| ১৭ ই আগস্ট, ২০০৭ রাত ৩:২৭
শাইরি বলেছেন: আমি তাঁর আত্তার শান্তি কামনা করছি। আল্লাহ তাঁকে শান্তির বাগান দান করুন। আর সকল মায়েদের প্রতি আমার সালাম।
৪| ১৭ ই আগস্ট, ২০০৭ রাত ৩:২৯
নাজিরুল হক বলেছেন: শান্তনা দেয়ার ভাষা জানা নেই। তাঁর আত্বার মাগফিরাত কামনা করছি।
৫| ১৭ ই আগস্ট, ২০০৭ রাত ৩:৩৬
সাহোরু বলেছেন: এত ভালো লিখেন কিভাবে ভাই ?
৬| ১৭ ই আগস্ট, ২০০৭ রাত ৩:৪২
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: ধন্যবাদ ডাক্তার আইজউদ্দিন ।
শাইরি>পৃথিবীর সকল মায়েদের কাছে পৌঁছ যাক আপনার সালাম ।
ধন্যবাদ নাজিরুল ।
সাহোরু > বাড়িয়ে বলে লজ্জা দিলেন । স্বাগতম আপনাকে এই ব্লগে ।
৭| ১৭ ই আগস্ট, ২০০৭ রাত ৩:৫২
সাহোরু বলেছেন: মোটেও বাড়িয়ে বলিনি,বরং আপনি বিনয় দেখাচ্ছেন।
৮| ১৭ ই আগস্ট, ২০০৭ রাত ৩:৫৩
আমি কে বলেছেন: আল্লাহ তাঁকে বেহেশত নসীব করুন।
৯| ১৭ ই আগস্ট, ২০০৭ ভোর ৪:০১
মানবী বলেছেন: আল্লাহ্ আপনার মা'র আত্মার শান্তি দিন।
আপনি অনেক ভালো থাকুন আবদুর রাজ্জাক শিপন।
১০| ১৭ ই আগস্ট, ২০০৭ ভোর ৪:০৬
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: এই দোয়া আল্লাহ'র কাছে @ আমি কে
আপনিও ভাল থাকুন,মানবী !
১১| ১৭ ই আগস্ট, ২০০৭ ভোর ৪:১৫
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: লেখার সাথে সম্বলিত ছবিগুলোর উপরে ক্লিক করে, ছবির কথাগুলো পড়ার জন্য সবাইকে অনুরোধ করছি ।
১২| ১৭ ই আগস্ট, ২০০৭ ভোর ৪:১৯
আমি কে বলেছেন: ছবিগুলা হারে হারে সত্য কথা বলতেছে।
১৩| ১৭ ই আগস্ট, ২০০৭ ভোর ৪:২৩
আহমাদ মুজতবা বলেছেন: ঘৃণা তাদের জন্য যারা মাকে নিয়ে বিশ্রি গালি গালাজ করে।
তাদের জন্য অভিশাপ।
১৪| ১৭ ই আগস্ট, ২০০৭ ভোর ৪:২৫
আহমাদ মুজতবা বলেছেন: আমাদের ক্লাসের এক মেয়ে সেদিন আমারদের শিক্ষকের গাওয়া মরমী টাইপের একটা গান শুনে হু হু করে কান্না করলো। আমার অনেক খারাপ লেগেছে। তারও মা নেই। বাবা খুবই অসুস্থ। তার পক্ষ থেকে আমি দোয়া চাচ্ছি ...
১৫| ১৭ ই আগস্ট, ২০০৭ ভোর ৬:৩৩
ভাসমান বলেছেন: দোয়া রইল।
১৬| ১৭ ই আগস্ট, ২০০৭ সকাল ৭:২৮
জ্বিনের বাদশা বলেছেন: আপনার মায়ের আত্নার শান্তি কামনা করছি ... আপনাকে নিয়ে তাঁর যেসব স্বপ্ন ছিল, সবগুলো পূরণ হোক
১৭| ১৭ ই আগস্ট, ২০০৭ সকাল ৭:৩১
মুকুল বলেছেন: আপনার দূঃখে সমব্যাথি। জগতের সকল মায়ের জন্য
১৮| ১৭ ই আগস্ট, ২০০৭ সকাল ৮:০৮
নেই মানুষ বলেছেন: আপনার মায়ের বেহেশত নসীব হোক। আপনিও ভাল থাকুন।
১৯| ১৭ ই আগস্ট, ২০০৭ দুপুর ১২:৩০
আন্ধার রাত বলেছেন: আপনার মায়ের বেহেশত নসীব হোক। আপনিও ভাল থাকুন।
নিরাপদ থাকুন। সফল হোন।
২০| ১৭ ই আগস্ট, ২০০৭ বিকাল ৪:৩১
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: আহমাদ মুজতবা> আপনার সহপাঠিনী মেয়েটির জন্য হৃদয়ের গভীরতম শুভ কামনা । ভাল থাকুন তিনি।
২১| ১৭ ই আগস্ট, ২০০৭ বিকাল ৪:৩৫
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: জ্বিনের বাদশা,ভাসমান,মুকুল,নেই মানুষ,আন্ধার রাত > আপনাদের সবার শুভ কামনা,প্রার্থনা,শান্তনা আমার মাঝে মুগ্ধতা ছড়িয়েছে । ভাল থাকুন আপনারাও।
অনেক ধন্যবাদ বন্ধুরা ।
২২| ১৬ ই মে, ২০০৮ ভোর ৬:১৮
শফিউল আলম ইমন বলেছেন: এই লেখাটি পূর্বে পড়িনি।
খুবই স্পর্শকাতর। ছুঁয়ে গেলো।
আপনার মায়ের জন্য দোয়া রইল।
ভালো থাকুন।
১৬ ই মে, ২০০৮ দুপুর ১২:৪০
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: গতবছর ১৭ আগষ্টে লিখা , স্মৃতি তাড়িত এই পোস্টটিকে আবার জাগিয়ে তোলা
আর সমবেদনার জন্য আন্তরিক ধন্যবাদ, প্রিয় ইমন । কৃতজ্ঞতা ।
ভালো থাকুন অর্হনিশী ।
২৩| ১২ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫
সাইফ সামির বলেছেন:
মানুষ বেঁচে থাকতে মর্ম বোঝা যায় না!
চলে গেলে হায়, শুধুই হায়!
১২ ই জুন, ২০০৮ রাত ১০:৪২
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
সাইফ সামির,
ই-মেইলে আপনি যা লিখেছেন, আপনার ধারণা যদি তাই হয় তো,
আপনাকে সবিনয়ে অনুরোধ করবো আমার ব্লগে কমেন্ট না করার জন্য ।
যদি, সে ধারণা ছাড়তে পারেন তো, কমেন্টের ঘরে স্বাগতম ।
২৪| ২১ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৩০
সাইফুর বলেছেন: প্রিয় পোষ্ট
আত্মার শান্তি কামনা করছি
২১ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:৪৬
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: ধন্যবাদ প্রিয় সাইফুর ।
এ-লেখাটা খুঁজে বের করলে কিভাবে !
২৫| ২১ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:৫৩
জেরী বলেছেন: মন খারাপ হয়ে গেল ভাইয়া..........।
আপনি মাকে যে প্রতিনিয়ত মনে করেন এটা মা ঠিকই বুঝবে............যদি ও মা না ফেরার দেশে........তবু ও মা তো মা-ই..........সব বুঝে.......ব্যক্ত-অব্যক্ত সব কথাই.................
ভাল থাকুন..........।
২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৪৭
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্যে আন্তরিক ধন্যবাদ , জেরী ।
আপনার মন্তব্য ভালো লেগেছে ।
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০০৭ রাত ৩:২৪
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: ১৭ আগষ্ট,মায়ের মৃত্যুবার্ষিকী