![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্গুণ বলে, গুণীজনকে ভীষণ পছন্দ ! মানুষের ভালোবাসার ক্ষমতায় মুগ্ধ মানুষের প্রতারণায় হই ঋদ্ধ মানুষের ঘৃণার উৎসে উৎসুক !
এইখানে এই তরুর তলে
তোমার আমার কৌতুহলে,
যে ক’টি দিন কাটিয়ে যাবো প্রিয়ে-
সঙ্গে রবে সুরার পাত্র
অল্প কিছু আহার মাত্র
আরেকখানি ছন্দ মধুর কাব্য হাতে নিয়ে!
....
ওমর খৈয়ামের কবিতার এই অনুবাদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ।
২০১৭ তে ওমর খৈয়াম বেঁচে থাকলে মুন্নি সাহা তার বুম এগিয়ে ধরে বলতেন, -স্যার আপনার অনুভূতি বলুন !
অবাক হয়ে খৈয়াম বলতেন, কোন অনুভূতি ?!
-এই যে , সুরার পাত্র, ছন্দমধুর কাব্যমাত্র নিয়ে জীবন কাটিয়ে দিতে চেয়েছেন !
- হ্যাঁ, চেয়েছি । এতেই চলে যেত আমার !
-কিন্তু স্যার এটাতো ২০১৭ ! আপনাকে ছেঁড়া দ্বীপে নির্বাসনে পাঠানো হলে সঙ্গে কি নিয়ে যেতে চাইবেন !
-ওমর খৈয়াম এবার উৎফুল্ল হয়ে উঠতেন ! হা হা হা ! বুঝেছি ! আমি শুধু একখানা এন্ড্রয়েড মোবাইলই নিতে চাইতাম
সুরাতো, মায়ানমার থেকে ছেঁড়া দ্বীপেই আসেই ! ফিসফিস করে বলতেন, খৈয়াম
...
শুভেচ্ছা সবাইকে !
০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৬
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: মাঝে মাঝে প্রবাস যাপনের মত !
দীর্ঘ বিরতিও নিতে হয় ।
কেমন আছেন আপনি ?
২| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৩
মনিরা সুলতানা বলেছেন: বাহ !!
চমৎকার কাম ব্যাক পোষ্ট ।
০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৪
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: ধন্যবাদ, ভালো আছেন ?
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৮
অপ্সরা বলেছেন: তাই বলে এত দীর্ঘ বিরতি!!!!!!
আমি ভালো আছি। আগের মতই ভালো!
০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৪
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: সময় এবং মনের ব্যাপার আসলে...
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৪
মনিরা সুলতানা বলেছেন: এই তো ব্লগেই আছি ব্লগার হয়েই আছি নিয়মিত অনিয়মিত সব ভাবেই
০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৮
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: থাকুন লিখুন, করুন ভাবনার প্রকাশ !
৫| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৪
কালীদাস বলেছেন: ওয়েলকাম ব্যাক
০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৬
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: ধন্যবাদ , ভাই
ভালো থাকেন !
৬| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৬
এম আর তালুকদার বলেছেন: পুরাতনরা ফিরে আসলে ভালই লাগে। সত্যিই বলেছেন, ভাল লাগলো।
০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩১
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: ধন্যবাদ ।
আসলে এই ব্লগটা কেমন ছিল । এখনকার নতুনরা তা কখনই বুঝবে না ।
কি আড্ডা ! কি প্রাণ !
৭| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:১২
সেলিম আনোয়ার বলেছেন: সুস্বাগতম। লিখতে থাকুন চমৎকার সব পোস্ট ।
০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৩:০৯
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: ধন্যবাদ ।
আপনার প্রোপিক নষ্টালজিক । হুমায়ুন ফরিদীর অভাব আমাদের সবসময় ।
৮| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪৭
শামচুল হক বলেছেন: ওমার খৈয়মের আলোচনার জন্য। অভিনন্দন
০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৪
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: স্বাগতম
৯| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৩:২৬
চাঁদগাজী বলেছেন:
খৈয়ামের ক্থা আগেও শুনেছি, আরো জানার সুযোগ হবে , আমাদের ব্লগার নুরু সাহেব জানাবেন; আপনার নিজের কথা বলেন, দেখি, আপনি বাংগালী খৈয়াম কিনা
০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৩
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: মাফ করবেন । খৈয়ামের সমতুল্য আরেকজন কবিতো এইকালে দেখিনা ।
১০| ০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২২
মোস্তফা সোহেল বলেছেন: শিপন ভাই, সামুতেও সময় করে মাঝে মাঝে আসবেন।
শুভ কামনা রইল সব সময়।
০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৩
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: নিশ্চয়ই ভাই ।
ধন্যবাদ । ভালো থাকুন ।
১১| ০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮
আমি তুমি আমরা বলেছেন: স্বাগতম। আপনার এই ফিরে আসা শুভ হোক
০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৮
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: ভালো আছেন , প্রিয় ?
পুরনোদের দেখলে ভালো লাগে ।
১২| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৪
আহমেদ জী এস বলেছেন: আবদুর রাজ্জাক শিপন ,
খৈয়াম নিয়ে এসেছেন তাই বলি -
নঁশা পিলাকে গিরনা তো সব কো আঁতা হ্যাঁয়
মজা তো হ্যাঁয় যব গিরতো কো থাম লে সাকী ।।
আশা করি , এই পূনরাগমনের আসাটাকেও তেমনি সামলে-ই রাখবেন !
০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩১
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: মদে মাতাল পড়িস রে তুই
সামলে নে রে মাতাল জুঁই
দুঃখিত ভাই, ইনসট্যান্ট, দুর্বল অনুবাদ এভাবেই মনে এলো !
ভালোবাসা ।
১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৭
জাহিদ অনিক বলেছেন: ওয়েলকাম ব্যাক
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৩০
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: অনেক ধন্যবাদ , ভাই ।
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৩
অপ্সরা বলেছেন: এতদিন পরে কেনো ভাইয়া?