নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেডলি ট্রাভেল লাভিং ওয়ান।

মোরতাজা

আমি সাধারণের একজন। বেড়াতে, বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।

মোরতাজা › বিস্তারিত পোস্টঃ

আম্রিকা গরম হইলে আমরা খুলে দিই!

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৫





বাতাসে উড়ছিল- যুক্তরাষ্ট্র বিম্পিকে ক্ষমতায় চায়। ইনডিয়া চায় আম্লিগ। পরের কথাটা ইনডিয়ার সরাসরি চাওয়া। খবরে দেখা। যাই হোক- আমরা আম পাব্লিক কারে চাই, এইটা লইয়া আলোচনার কোনো দরকার নেই।



গোলামির বন্দি দশায় আমরা। ক্ষমতার স্বাদ নেয়া- বাম-রামরাও এখন আম্রিকার কড়া রাম-ভোদকার গন্ধ নিচ্ছেন। চেখে দেখছেন। অনেক দিন তো মেহনতি মানুষের কথা বল্লাম। এই বার একটু। সাদা চামড়া আর লাল মোহনের স্বাদ নিলে খ্রাপ কি!



বাংলাদেশের রাজনীতি নিয়া ইনডিয়া ও আম্রিকা সব সময় নিজেদের বিষয়টা আগে দেখে। দেখবেই। ওরা তো আমাগো মত চোদনা না। আমরা খুলে দিতে ওরা তো লুটবেই। আহা! মজার দুনিয়া মজা লুটো।



তো আম্রিকা গরম হইলে আমরা খুলে দিই। যেমন ধরেন ইউনূস স্যারের লইয়া আম্রিকা মাথা ব্যাথা। মান্ডার তেলে সেটি আর সারে না। পরে বঙ্গোপোসাগরে গ্যাস ব্লক দিলে- শান্তি । শান্তি। শান্তি।



ইনডিয়ার গোস্সা আছে। আম্লিগের আগের আমলে পাদুয়ায় বাংলাদেশ তার জমি উদ্ধার করেছে। এইবার ক্ষমতায় এসে আম্লিগ সেটা ফেরৎ দিয়েছে। ট্রানজিট দিয়েছে। তিতাস নদীর ওপর মাটি ফেলে বাঁধ দিয়ে ইনডিয়ার ট্রলি গেছে। তাতে কি। তিতাস একটি নদীর নাম!



এথন নির্বাচন নিয়া আম্রিকা নানান কথা কইছে। তাদের মুখ বন্ধ করতে হবে। টিকফা চুক্তি সই হলো। গোলামির চুক্তি হইলো। বাংরাদেশের এক গোলাম এতে সই করেছে। একই রকম হাসিনা ক্ষমতা নেবার পর মনমোহনের লগে আরেকটা গোলামি চুক্তি করেছিলেন।

গোলামির চুক্তি- গোলমি যেনো আমাদের রক্তে মিশে গেছে। রাজনীতির নোংরা খেলায় , ক্ষমতার জুয়া খেলায় -আমরা সবাই স্বার্থান্ধ। দলকানা-দলান্ধ। দালাল।





প্রতিবাদ নেই কারো। না বিম্পি, না জমাত , না বাম, না রাম, না সুশীল। আফসোস। বড়ই আফসোস।





মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৮

কেকে বলেছেন: এই দেশ এমনি থাকবে। এবার দেশ ছাড় ! চলো কোথাও যায়গা খুজি।মাল্যেশিয়া,নাকি কোন চির শান্তির দেশে? কি যে করব, কিছু বুঝতে পারছিনা।তবে এমন চিন্তার সময় আসাটা কাল্পনিক নয়, আমার মনে হয়।

১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

মোরতাজা বলেছেন: দেশে থেকেই আমাদের দেশকে এগিয়ে নিতে কাজ করাকে উত্তম বিবেচনা করি।

২| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৯

মামুন (১০৮) বলেছেন: ২০০ বছর ইংরেজদের গোলামী করেছি ২৩ বছর করেছি পাকিস্তানিদের। এত সহজে কি গোলামীর রক্ত পরিষ্কার হয়!

১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

মোরতাজা বলেছেন: তা ঠিক।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৪

নিজাম বলেছেন: স্বীয় স্বার্থ আর ক্ষমতার লোভ সকল নীতিজ্ঞান, জাতীয় স্বার্থ আর সততাকে ধুয়ে মুছে ফেলে।

১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

মোরতাজা বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.