নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফরীদিরা হারিয়ে যায়; আলোচনার বাইরে থাকে। এটাই যেনো রীতি। অথচ হুমায়ূন ফরীদি মারা গেলো মাত্র বছর তিন আগে। ২০১২ সালের ফাগুনের প্রথম দিনে।
বাংলা সিনামা, মঞ্চ ও টিভি নাটকে তার যে অবদান; সেটি আমরা মনে করতে চাই না। অথবা চাই কিন্তু সময় পাই না। আমরা কেবল আমাদের শিল্পী, নির্মাতাদের অথর্ব বলে গালি দিই। কিন্তু যা্রা 'থর্ব' কিম্বা গুণি ছিলেন তারা মরে গেলে, বুড়িয়ে গেলে আমরা তাদের ভুলে যাই।
ফরিদী ভাইয়ের সাথে বেশ কয়েকবার দেখা হয়েছিল। কথা হয়েছিল একবার; বেশি কথা বলা চলে। ধানমণ্ডির হারমনি স্পা'তে একটা নাটকের শুর্টিং ওপেন হবে; সেটা কভার করতে গেছিলাম।
অনেক লোকজন আসবেন; বিশেষ করে শিল্পীরা-যারা ব্যস্ত। ফরিদী ভাই আগেই এসে বসেছিলেন। সে সুবাদে একটু একটু করেআলাপ। একেবারে সাদাসিদে ফরীদি। পায়ে চটি স্যান্ডেল, গায়ে হাফ শার্ট আর নরমাল প্যান্ট চাপিয়ে চলে এসেছেন।
আমিও একই রকম সাজ পছন্দ করি; এ ধরণের সাজের লোকদের সমস্যা-যারা এদের চেনেন না; তারা মনে করে কামলা গোছের কোনো লোক এসে পড়েছেন বুঝি। আর নব্য শহুরে মানুষের কাছে এটা এক ধরণের অসভ্যতাও বটে।
ফরীদি- বাংলাদেশের নাটকের অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া মানুষদের একজন। সেলিম আল দীন, আসকার ইবনে শাইখ , আবদুল্লাহ আল মামুনরা যখন স্বাধীনতা উত্তরকারে বাংলাদেশের নাটককে টেনে তুলছিলেন- সে সময় ফরীদিদের আবির্ভাব। অর্থনীতিতে পড়েও নাটকের জন্য - অভিনয়কে তিনি আপন করে নিয়েছিলেন।
হুমায়ূন ফরিদীর হারমিন স্পা'য় সেদিন বলেছিলেন- তুমি যে কাজ করো; সেটাকে ভালো না বাসলে বড় হতে পারবে না।
এখন আমার মনে হচ্ছে আমরা যদি একজন মানুষের ভালোবেসে করে যাওয়া কাজের মূল্যায়ন করতে না পারি; তাহলে সামনের দিনে আরো অনেক ফরীদি হবার কথা থাকলেও হবে না।
উপমহাদেশ থেকে শিল্পী-যন্ত্রী-নাচিয়ে-অভিনেতা-অভিনেত্রী এনে আমাদের চলতে হবে। ফাইভ স্টার হোটেল থেকে জন্মদিনের পার্টিতে যে রকম এখন তারা আসছেন। সামনে তাদের আগমন হয়তো এতটাই হবে যে, আমাদের নিজের বলে আর কিছু থাকবে না।
ফরীদি ভাই- ভালো থাকুন। আপনার আত্মা অনন্ত যাত্রায় ভালো থাকুক।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩০
মোরতাজা বলেছেন: আমারো।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪১
সেলিম আনোয়ার বলেছেন: সহমত । আমি আরেকটু এড করতে পারি তার যোগ্যতা অনুযায়ী সম্মান তিনি পাননি । একুশে পদক পাননি । চলচ্চিত্রে একবার সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ।এগুলো খুব লজ্জাজনক । যাও একটু পদক পাবেন অন্যরা বলা শুরু করলেন জীবিতদের একুশে পদক দিলে তারা আনন্দ পাবেন ।মরণের পরে দিয়ে লাভ কি? কখনো এমনটি ভাবা হয়নি ফরীদি ছিলেন সেরা অভিনেতা । অন্যরাতো আর তা নন।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৫
মোরতাজা বলেছেন: আসলে পলিটিক্যাল.. না চুষলে একুশে পদক , স্বাধীনতা পদক - পাওয়াটা মুশকিল। দু একটা ব্যাতিক্রম ছাড়াই এটাই রেওয়াজ।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৫
মনিরা সুলতানা বলেছেন: অসাধারন একজন অভিনেতা ছিলেন।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৬
মোরতাজা বলেছেন: তিনি ছিলেন,তার থেমে যাওয়া থেকে আমাদের আবার শুরু করতে হবে।
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৩
নকি৬৯ বলেছেন: আমাদের পিছিয়ে পরার অন্যতম কারন হলো, আমরা যোগ্য লোকের সম্মান আগেও দিতে পরিনি এখনও পারিনা। I hope it should be change.
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৫
মোরতাজা বলেছেন: hope it should be change.
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৯
তুষার কাব্য বলেছেন: অসাধারণ একজন অভিনেতা ছিলেন।যেখানেই থাকুন,ভালো থাকুন প্রিয় অভিনেতা...
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৬
মোরতাজা বলেছেন: ভালো থাকুন প্রিয় অভিনেতা... সে কামনা আমাদের সবার!
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৫
আরণ্যক রাখাল বলেছেন: অসাধারণ একজন অভিনেতা| আমার পছন্দের