নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

একটি কবিতার জন্য

০২ রা মে, ২০১৬ সকাল ১১:১৯

কবিতার জন্য
একটি কবিতা লিখতে চাই
যে কবিতায় থাকবে প্রাণ,
হেটেঁ চলবে এ ঘর হতে ও ঘর।
আমি একটা কবিতা লিখতে চাই
যে কবিতায় শব্দগুলো জ্বলে উঠবে
আলোকসজ্জায়।
কবিতা,আমি আজ তোমাকেই লিখতে চাই
উড়াল দিতে চাই প্রসারিত ডানায়
যেন আর ফিরে আসতে না হয়।
যেন আর কারগারে শুয়ে স্বপ্ন দেখতে না হয়।বহুদিন পর তোমায়, ডাকছি কবিতা
আজ আমি তোমায় লিখতে চাই।
আজ তুমি কবিতা, গান হয়ে যাও
আজ তুমি লুটিয়ে থাক পদ্মফুলের ঘ্রাণে
আজ তুমি কবিতা আমার সাথে চল।
চেয়ে দেখ তোমার চোখের লেন্সে
কার ছবি ভাসে,যে ছবির ছায়া হৃদয়ে জাগে।
কবিতা, আজ তোমায় ডাকছে কেউ
পেছন হতে বারে বারে
কবিতা শোনানোর স্নিগ্ধ অনুরাগে।
কখনও ভেবোনা এ এক গল্পকথা
এখানে ভালবাসা জমে গেছে বরফের মতন।
এখানে অনুভূতি ছড়িয়ে গেছে শিরার শেকড়ে
এখানে জীবন কথা বলে একরাশ বিস্ময়ে!
এখানে আমি স্রোত হয়ে সাগরতলদেশে
কবিতা আজ তোমায় কিছু বলার আছে
আমার দিকে তাকিয়ে প্রাণ ভরে দেখে নাও
অনন্ত আকাশের সুনিশ্চিত রূপের বাহার।
যেখানে মিথ্যার কোন কুয়াশা নেই,আছে
শুধু নিবিড় আত্মসমর্পণে
সুগভীর ভালোবাসার স্রোত
তবে আর কেন এতই দুরত্ব তোমার
কবিতা শুনছ,এই কবিতা শুনছ
আলোর আসামী ডাকছে তোমায়,
আজ তোমায় লিখতে চাই আমি
আজ তোমায় দেখাতে চাই
কোথায় থাক তুমি
আজ তোমায় বোঝাতে চাই
কেমন হত যদি আমি হতেম তোমারি।
কবিতা কবিতা কবিতা কবিতা
শুনছ তুমি,এ পাঁড়ায় মস্ত মেলা বসেছে
শুনেছি এ মেলায় নাকি সময়,মুঠোবন্ধ ভালোবাসা সব কিনতে পাওয়া যায়!
আমি আর দেরি করিনি,
আর সে ভুল করিনি
আমি মেলাতে গেছি,
সাজানো বাগান থেকে
এটা ওটা সব কিনেছি,
শুধু একটা কবিতা কিনতে পারিনি।
বলতে পার তোমার জন্য কি আর কি নাইবা কিনেছি!
শুনবে বল,চুপটি করে বলি শোন,
রেখে দিও হাতের ঘড়ি তোমার মুঠোর মাঝে
বন্ধ হবে ঘড়ি যেদিন সেদিন খুলে দেখ
লেখা আছে কার নাম তোমার সময় মাঝে।
বিস্ময়ের এক ফালি চাঁদ তোমার চোখেতে
কাজল দিয়ে দেখে নিও আয়না কি বলে!
এলোমেলো চুল নিয়ে তুমি
যেওনা দক্ষিণ দ্বারে
একে দিও সিঁথির রেখা এই চিরুনির ছাচেঁ।
পছন্দ হল কি তবে আয়না,চিরুনি আর ঘড়িখানি।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

অবনি মণি বলেছেন: কবিতার জন্য
একটি কবিতা লিখতে চাই

২| ০২ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:২২

নীল মনি বলেছেন: শুকরিয়া আপু মনি :)

৩| ০২ রা মে, ২০১৬ রাত ১১:৪৪

আশরাফুল আলম আশিক বলেছেন: ভালো লাগলো :-)

৪| ০৩ রা মে, ২০১৬ রাত ১:২০

নীল মনি বলেছেন: আমারও :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.