নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

আমিও ফিরবো

০৪ ঠা মে, ২০১৬ রাত ১:১৩

আমিও ফিরবো
নিবিড় কোনো অরণ্য নয়
যেতে চাই হেথা মানুষের মাঝে
কোন এক পড়ন্ত বিকেলবেলায়
শুধু শ্রবণের মুগ্ধতায় পাখির কলতানে
জলের সামনে ডানা ঝাপটায় এপাশ আর অপাশ
শহরের পথের ধারের কাকপক্ষীরে
কতদিন রংয়ের তুলিতে উড়িয়েছি সে কথা কি কেউ জানে?
উড়ার কি সুখ তা কি কেউ বোঝে!
আজ আবার সবুজ প্রান্তরে দৌড়বো আমি!
আমার উড়ার সাথে ওরাও উড়বে
গিয়ে বসবে বিলের পানিতে
উন্মীলিত চোখে দেখব চেয়ে
শত শত মাইল দূর থেকে আসা পাখিদের ডুব সাঁতার
আর কলতানে মূখর একটি বিকেল
প্রথমে কথা হবে আসামী ঘাস পাখিটারে
কথায় কথায় বাড়বে কথা রাজ শরালির সাথে
শুনব করুণ সুরে পাপিয়ার কথা
গল্প জমবে তিলা লালপা আর প্রশান্ত সোনা জারিয়ার সাথে!
রাগ করো না তুমি যেন,
পাখিদের নীড়ে ফেরার সময়ে আমিও ফিরবো
তোমার হাত ধরে আমাদের নীলকুঠিতে।

আমার এই কবিতাটি প্রকাশিত হয়েছিল গুলশানে রোজ ছদ্মনামে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৬ রাত ২:৫৮

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: ভাল লাগা রেখে গেলাম।
কবিতা মনে হচ্ছে কোথায় পড়েছিলাম মনে করতে পারছি না।
যাহোক, ভাল থাকুন।
শুভ ব্লগিং....

২| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ৮:৩৬

নীল মনি বলেছেন: এটা প্রথম এসেছিল প্রিয় তে,তারপর বিডিনিউজ,তারপর অন্য কোথাও,তারপর সৃষ্টি প্রকাশনী র পরম্পরা কবিতা সংকলনে। ভালো লাগলো আমারো।:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.