নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।
এই ছবিগুলো পরাবাস্তবের ন্যায়। কিছু ছবি যেটা তুলেছে নাসা।এটি বৃহস্পতির গ্রহের পৃষ্ঠ যা দেখলে আমাদের চোখ বলে থাকে এটা আসলে কী?আমরা সহজে দ্বন্দ্বে পড়ে যাই।ছবিগুলো তুলেছে নাসা।
জুপিটার কিংবা বৃহস্পতি আমাদের গ্রহগুলোর মধ্য বৃহত্তম।শনি ও নেপচুনের পাশাপাশি বৃ্হস্পতি গ্রহকে বলা হয়ে থাকে গ্যাস দানব।রোমানরা গ্রহটির নাম রেখেছিল পৌরাণিক চরিত্র জুপিটারের নামে।
২০১১ সালে নাসা'র "জুনো প্রজেক্টে"বৃহস্পতি গ্রহকে বুঝতে অর্থাৎ এর চারিপাশ কী পরিমাণ চৌম্বুক আকর্ষণে আকর্ষিত, এর আকাশ কেমন ইত্যাদি।
এ কয়েকটি ছবি তোলা হয়েছে গতবছর,যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন গ্যাসের কেমন গঠন।বেশিরভাগ ছবিই নীলচে আর হলুদ প্রাধাণ্য পেয়েছে।আপনি যদি কাছ থেকে দেখেন তবে মনে হবে কেউ যেন জল রঙে ছবি এঁকেছে।
সূত্রঃ ইন্টারনেট
©somewhere in net ltd.
১| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।